জীববিজ্ঞানে ভালো নম্বর পেতে চাইলে
মহসিনা আক্তার প্রভাষক, ধনবাড়ি সরকারি কলেজ, টাঙ্গাইল
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমাদের শিক্ষার্থীরা সৃজনশীল, কৌশলী ও যথেষ্ট মেধাবী। যেহেতু প্রশ্নের উত্তর মুখস্থ করে হুবহু পরীক্ষায় উত্তর করতে হয় না বা সেই পদ্ধতিও এখন আর নেই। সেহেতু আমি মনে করি, সুপ্রিয় শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তা ছাড়া জীববিজ্ঞানে ভালো নম্বর পাওয়া খুব সহজ।
তোমাদের মনে রাখতে হবে, প্রশ্নে সৃজনশীল একটি মৌলিক উদ্দীপক থাকবে এবং সংশ্লিষ্ট ৪টি দক্ষতার প্রশ্ন থাকবে। এ চারটি প্রশ্ন (জ্ঞান-১ নম্বর, অনুধাবন-২ নম্বর, প্রয়োগ-৩ নম্বর এবং উচ্চতর দক্ষতা-৪ নম্বর) এবং এর সমন্বয়ে একটি সৃজনশীল পূর্ণাঙ্গ প্রশ্ন থাকবে। যার নম্বর-১০।
(i) জ্ঞানমূলক প্রশ্নের উত্তর : একটি বা একাধিক শব্দে বা একটি বাক্যেও দেওয়া যাবে।
(ii) অনুধাবনমূলক প্রশ্নের উত্তর অনুধাবনমূলক প্রশ্নে একটি নির্দিষ্ট প্রসঙ্গ থাকবে। এসব প্রসঙ্গ সম্পর্কে কী বুঝানো হয়েছে- তা উত্তরে লিখতে হবে।
(iii) প্রয়োগ দক্ষতা প্রশ্নের উত্তর : প্রয়োগ দক্ষতা মানে হচ্ছে, জীব বিজ্ঞানের নির্দিষ্ট টপিকের উপর তোমরা পাঠ্যপুস্তুক থেকে যা জেনেছ, বুঝেছ তা উদ্দীপকের প্রেক্ষিতে প্রয়োগ করবে।
(iv) উচ্চতর দক্ষতার প্রশ্নের উত্তর : উচ্চতর দক্ষতার প্রশ্নে জীববিজ্ঞান বিষয়ের একটি নির্দিষ্ট টপিকের সিদ্ধান্ত দেওয়া থাকবে। সেই সিদ্ধান্তটি সঠিক না ভুল-তা ঠিকভাবে চিহ্নিত করে, সেই মতামতের উপর পূর্ণ সঠিক বিশ্লেষণ যুক্তিসহ উপস্থাপন করতে হবে।
এবারের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে এবং তোমাদের প্রস্তুতিও সেভাবেই হচ্ছে। তোমাদের মনে রাখতে হবে, জীববিজ্ঞান বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসের দুটি যে কোনো অধ্যায়ের সমন্বয়ে একটি সৃজনশীল প্রশ্ন হতে পারে।
জীববিজ্ঞান বিষয়ের অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন কমনের কৌশল :
জীববিজ্ঞান ২য় পত্রের ১ম অধ্যায় (প্রাণীর বিভিন্নতা ও শ্রেণি বিন্যাস) হতে ১টি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন হতে পারে, ৩য় অধ্যায় (পরিপাক ও শোষণ) অংশ হতে পূর্ণাঙ্গ প্রশ্ন হতে পারে, কিন্তু ৪র্থ অধ্যায় (রক্ত ও রক্ত সংবহনতন্ত্র) এবং ২য় অধ্যায় (প্রাণীর পরিচিতি)-এর সমন্বয়ে ১টি সৃজনশীল প্রশ্ন হতে পারে। একাদশ অধ্যায় (জিনতত্ত্ব ও বিবর্তন) হতে ১টি বা ২টি সৃজনশীল প্রশ্ন হতে পারে। অষ্টম অধ্যায় (সমন্বয় ও নিয়ন্ত্রণ) হতে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন হতে পারে।
জীববিজ্ঞান ১ম পত্রের ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করবে এবং বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোনো তাড়াহুড়া না করে সঠিকভাবে বৃত্তভরাট করবে।
‘প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জীববিজ্ঞান বিষয়ে সৃজনশীল প্রশ্ন নিয়ে কোনো চিন্তা করবে না। ইনশা আল্লাহ প্রশ্ন কমন পড়বেই! মুধু তোমাদের খেয়াল রাখতে হবে, প্রশ্নের সঠিক উত্তর শনাক্তকরণ, উদ্দীপক দ্বারা চিহ্নিত করণ এবং বিশ্লেষণমূলক উত্তর প্রদান। কোনো ভাবেই প্রশ্নের উত্তরে অহেতুক বা অপ্রাসঙ্গিক কিছু লিখা যাবে না।”
‘সবশেষে তোমাদের জন্য রইল দোয়া ও শুভ কামনা।’
