Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা

Icon

সবুজ চৌধুরী

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা

বিপরীত শব্দ লেখ

ধ্বংস - রক্ষা কল্পনা - বাস্তব

নির্বিচার - বিচার উপকার - অপকার

ধীরে - দ্রুত বিলুপ্ত - প্রাচুর্য

ক্ষতিকর - উপকারী রাজা - প্রজা

সতর্ক - বেহুশ প্রাণী - অপ্রাণী

প্রচুর - অল্প ভয়ংকর - সৌম্য

সুন্দর - কুৎসিত মুক্ত - বদ্ধ

প্রয়োজনীয় - অপ্রয়োজনীয় মূল্য - মূল্যহীন

সুন্দর - কুৎসিত আকাশ - পাতাল

দিন - রাত লোকালয় - নির্জন

সভ্য - অসভ্য অসংখ্য - সীমিত

শান্তি - অশান্তি মস্ত - ক্ষুদ্র

বিশাল - ক্ষুদ্র লম্বা - খাটো

অসীম - সসীম অহংকার - নিরহংকার

তিরিক্ষি - শান্ত তোলপাড় - চুপচাপ

স্বাগত - অনাকাক্সিক্ষত প্রস্তুত - অপ্রস্তুত

দুষ্ট - শান্ত জোরে - আস্তে

প্রচণ্ড - ধীরে নিশ্চিন্ত - চিন্তিত

মেদিনী - অন্তরীক্ষ রাজা - প্রজা

শুরু - শেষ অমিত - পরিমিত

শক্তিধর - শক্তিহীন শঙ্কিত - নির্ভীক

নিরীহ - হিংস্র ছায়া - কায়া

সন্ধ্যা - সকাল খুশি - অখুশি

প্রতিধ্বনি - ধ্বনি স্বাধীন - পরাধীন

সমার্থক শব্দ লেখ

সুন্দর - অপূর্ব আকাশ - গগন

দিন - দিবস লোকালয় - বসতি

সভ্য - ভদ্র অসংখ্য - অনেক

শান্তি - সুখ মস্ত - বিশাল

বিশাল - বড় অসীম - সীমাহীন

অহংকার - গর্ব তিরিক্ষি - রগচটা

তোলপাড় - আলোড়ন দুষ্ট - চালাক

প্রচণ্ড - জোরে নিশ্চিন্ত - চিন্তাহীন

মেদিনী - পৃথিবী রাজা - প্রজাপতি

শুরু - আরম্ভ অমিত - অপরিমিত

শক্তিধর - শক্তিমান শঙ্কিত - ভীতু

নিরীহ - শান্ত সন্ধ্যা - সাঁঝ

বাঘ - ব্যাঘ্র খুশি - আনন্দিত

স্বাধীন - মুক্ত পরামর্শ - আলাপ

উদগ্রীব - আগ্রহ তটস্থ - শঙ্কিত

পুঁচকে - ক্ষুদ্র শরীর - দেহ

হুঙ্কার - চিৎকার তুলকালাম - তোলপাড়

হাত - হস্ত ক্ষত - ঘা

খ্যাতি - সুনাম সন্ধ্যা - সাঝ

চাকর - ভৃত্য রাত - যামিনী

প্রভাত - সকাল খাটিয়া - চৌকি

বাম - উত্তর বিস্ময় - আশ্চর্য

জয় - বিজয় বেঘুম - ঘুমহীন

আনন্দ - হর্ষ নজর - দৃষ্টি

কলরব - চিৎকার পণ - প্রতিজ্ঞা

উপহাস - তাচ্ছিল্য মরণ - মৃত্যু

বজ - বিদ্যুৎ খরব - সংবাদ

শিশি - বোতল খেলোয়াড় - ক্রিড়াবিদ

এক কথায় প্রকাশ কর

ভদ্র ও মার্জিত যাঁরা - সভ্য

রাজার শাসন যেখানে চালু আছে - রাজত্ব

তিথি মেনে যে আসে না - অতিথি

সামনে এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানান - স্বাগত

মেদ আছে যার - মেদিনী

বন্য পশুদের জোরে চিৎকার - হুঙ্কার

পরিমাপ করা যায় না যা - অমিত

অহংকার আছে যার - অহংকারী

শক্তি ধারণ করে যে - শক্তিধর

সিংহের গলার কেশ - কেশর

পাহাড়ের গায়ের গর্ত - গুহা

কোনো কিছুর জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করা - উদগ্রীব

সকলে একসঙ্গে কথা বলা - সমস্বরে

ধ্বনির বিপরীত - প্রতিধ্বনি

অন্যের অধীন নয় - স্বাধীন

ভয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়া - তটস্থ

মাঠে খেলা করে যে - খেলোয়াড়

পায়ে বল কাটিয়ে নেয়ার কৌশল - ড্রিবলিং

ব্যথা প্রশমনের জন্য যা মাখা হয় - মালিশ

অনেক মানুষের একসঙ্গে চেঁচামেচির আওয়াজ - মহাকলরব

সব কাজে পারদর্শী যে - কাজী

শরীরে বাঁধা কাপড়ের লম্বা টুকরা - পটি

অত্যন্ত চঞ্চল যে - দুরন্ত

কোনো কিছুর প্রতি বিশেষ আকর্ষণ - অনুরাগ

মুক্তির জন্য যারা যুদ্ধ করেছেন - মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছে - রাজাকার

সীমা নেই যার - অসীম

সঙ্গে থেকে যে যুদ্ধ করে - সহযোদ্ধা

বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ - বীরশ্রেষ্ঠ

নৌকায় করে যারা যুদ্ধ করে - নৌসেনা

যা অবশ্যই ঘটবে - অবধারিত

যেখানে কোনো বিপদ নেই - নিরাপদ

রক্ত দ্বারা সৃষ্ট স্রোত - রক্তস্রোত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম