৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি ৫১
আন্তর্জাতিক বিষয়াবলি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. পিংপং এর অর্থ হচ্ছে?
ক. ভলিবল খ. টেবিল টেনিস
গ. বাস্কেট বল ঘ. লন টেনিস
২. Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
ক. রাজনীতিবিদ খ. ক্রীড়াবিদ
গ. ব্যবসায়ী ঘ. কূটনীতিবীদ
৩. ‘মুক্ত বাণিজ্য’ ও ‘গণতন্ত্র’ কোন রাষ্ট্রের ধারণায় পাওয়া যায়?
ক. সমাজতান্ত্রিক রাষ্ট্রে খ. পুঁজিবাদী রাষ্ট্রে
গ. ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে ঘ. নিরপেক্ষ রাষ্ট্রে
৪. নিচের দেশগুলোর মধ্যে কোনটি নগররাষ্ট্র?
ক. জায়ারে খ. ইথিওপিয়া
গ. সিঙ্গাপুর ঘ. আলাঙ্কা
৫. জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোর সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
ক. অ্যাম্বাসেডর খ. হাইকমিশনার
গ. অ্যাটাশে ঘ. সেক্রেটারি
৬. জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোর সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয়-
ক. অ্যাম্বাসেডর খ. হাইকমিশনার
গ. অ্যাটাশে ঘ. সেক্রেটারি
৭. আন্তর্জাতিক সম্পর্কে দ্বন্দ্ব-সংঘাত নিরসনের জন্য মীমাংসার প্রস্তাবকে কী বলা হয়?
ক. Cladestine খ. Credits
গ. Status Quo ঘ. Good offices
৮. রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে রাষ্ট্রদূতের মর্যাদা ভোগ করেন-
ক. Special Envoy খ. Charge the Affairs
গ. Envoy ঘ. Attache
৯. জাতিসংঘ মহাসচিবের প্রেরিত প্রতিনিধি-
ক. Commissioner খ. Envoy
গ. Attache ঘ. Ambassador
১০. প্রত্যাবাসন চুক্তি কোনটি?
ক. Extradition খ. Reparation
গ. Repatriation ঘ. Sent Back
১১. যুদ্ধবিরতি চুক্তি হলো-
ক. Warhead খ. Ceasefire
গ. Armistice ঘ. Truce
১২. চুক্তির আগে চুক্তিকে কী বলে-
ক. Protocol খ. MoU
গ. LoI ঘ. Declaration
১৩. হাইকমিশনার ও অ্যাম্বাসেডরের মধ্যে পার্থক্য কী?
ক. কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের প্রতিনিধি ও বহির্ভূত রাষ্ট্রের প্রতিনিধি
খ. ইউরোপীয় রাষ্ট্রের প্রতিনিধি ও আফ্রিকার প্রতিনিধি
গ. কূটনীতিক ও রাষ্ট্রের প্রতিনিধি
ঘ. কোনো পার্থক্য নেই
১৪. কোন সংকটকে কেন্দ্র করে ১৯৫০ সালে ‘শান্তির জন্য ঐক্য প্রস্তাব’ জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
ক. ভিয়েতনাম সংকট খ. সাইপ্রাস সংকট
গ. কোরিয়া সংকট ঘ. প্যালেস্টাইন সংকট
১৫. প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
ক. ১৯১২ খ. ১৯১৪ গ. ১৯১৬ ঘ. ১৯২০
১৬. ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি কোন যুদ্ধের সঙ্গে জড়িত?
ক. ওয়াটার লু’র যুদ্ধ খ. আমেরিকার গৃহযুদ্ধ গ. ফরাসি বিপ্লব ঘ. ক্রিমিয়ার যুদ্ধ
১৭. জাপান মার্কিন নৌ-ঘাঁটি ‘পার্ল হারবার’ আক্রমণ করে কত সালে?
ক. ১৯৪০ খ. ১৯৪১ গ. ১৯৪২ ঘ. ১৯৪৩
১৮. বিখ্যাত যুদ্ধক্ষেত্র ‘ওয়াটার লু’ কোন দেশে অবস্থিত?
ক. সুইডেন খ. ইতালি
গ. বেলজিয়াম ঘ. ইংল্যান্ড
১৯. ‘ন্যুরেমবার্গ ট্রায়াল’ কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?
ক. মানবাধিকার খ. যুদ্ধাপরাধ
গ. নারী অধিকার ঘ. নারী নির্যাতন
২০. ‘ফুটবল যুদ্ধ’ কবে সংঘটিত হয়েছিল?
ক. ১৯৬৯ খ. ১৯৭৩ গ. ১৯৭৯ ঘ. ১৯৮১
উত্তর : ১.খ, ২.ঘ, ৩.খ, ৪.গ, ৫.ক, ৬.ক, ৭.ঘ, ৮.খ, ৯.খ, ১০.গ, ১১.গ, ১২.খ, ১৩.খ, ১৪.গ, ১৫.খ, ১৬.ঘ, ১৭.খ, ১৮.গ, ১৯খ, ২০ক।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
