জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
গণিত * বাংলা দ্বিতীয়পত্র
প্রকাশ: ২৫ জুন ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|

বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
শব্দ গঠন
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৪৩৯. দ্বিরুক্তি শব্দের আরেক নাম কী?
√ক. শব্দদ্বৈত খ. অনুকার শব্দ
গ. ধ্বন্যাত্মক শব্দ ঘ. সাধিত শব্দ
৪৪০. পদের দ্বিরুক্তির আরেক নাম কী?
ক. শব্দের দ্বিরুক্তি খ. শব্দদ্বৈত
√গ. পদদ্বৈত ঘ. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
৪৪১. একই শব্দের প্রায় সমার্থক দ্বিরুক্তি কোনটি?
ক. মনে মনে খ. কাছাকাছি গ. মারধর √ঘ. ঢাকঢোল
৪৪২. জোড় শব্দের পর আংশিক পরিবর্তনে দ্বিরুক্তি কোনটি?
ক. আত্মীয়স্বজন খ. ধনদৌলত
√গ. চেয়ে-চিন্তে ঘ. দেনাপাওনা
৪৪৩. একই শব্দের প্রায় সমার্থক অর্থে দ্বিরুক্তি কোনটি?
√ক. ধনদৌলত খ. মারধর গ. কাছাকাছি ঘ. রাগারাগি
৪৪৪. অনুকার ধ্বনিযোগে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনটি?
ক. জ্বর জ্বর খ. কথাবার্তা গ. ডরভয় √ঘ. শনশন
৪৪৫. টুপটাপ, টুংটাং, টনটন- এগুলো কী?
ক. সমার্থক অর্থে দ্বিরুক্তি খ. প্রায় সমার্থক অর্থে দ্বিরুক্তি
গ. বিপরীত অর্থে দ্বিরুক্তি √ঘ. অনুকার ধ্বনিযোগে দ্বিরুক্তি
৪৪৬. নিচের কোনটি সাধিত শব্দ?
√ক. ডুবুরি খ. নিবারণ
গ. কাঁদন ঘ. বাঁধন
৪৪৭. উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক. করণীয় খ. বাঁধন √গ. বিজ্ঞান ঘ. বৈদিক
৪৪৮. প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. নিবারণ খ. বিশুদ্ধ গ. সুকণ্ঠ √ঘ. মিথ্যুক
৪৪৯. সন্ধির সাহায্যে গঠিত শব্দ কোনটি?
ক. অচেনা খ. ভাঙন √গ. শীতার্ত ঘ. মুখচন্দ্র
৪৫০. ‘অকাজ’ শব্দটি গঠিত হয়েছে-
ক. কৃৎ প্রত্যয়যোগে খ. সমাসযোগে
গ. অনুসর্গযোগে √ঘ. উপসর্গযোগে
৪৫১. কোন শব্দকে ভেঙে আলাদা করা যায় না?
√ক. মৌলিক খ. যৌগিক গ. সাধিত ঘ. রূঢ়ি
৪৫২. মৌলিক শব্দের অপর নাম কী?
√ক. সিদ্ধ শব্দ খ. রূঢ়ি শব্দ গ. সাধিত শব্দ ঘ. যোগরূঢ় শব্দ
৪৫৩. সমাসযোগে গঠিত শব্দ কোনটি?
ক. ঢাকাই খ. অকাজ গ. পড়ি √ঘ. রাজপুত্র
৪৫৪. কোনটি যৌগিক শব্দ?
ক. সন্দেশ খ. জলধি √গ. মধুর ঘ. অকাজ
৪৫৫. কোনটি সাধিত শব্দ?
√ক. বই খ. হাত গ. মেঘলা ঘ. ভাই
৪৫৬. অনেক সময়ে কোন প্রকার শব্দের মূল খুঁজে পাওয়া যায় না?
ক. বিদেশি শব্দের √খ. দেশি শব্দের
গ. তৎসম শব্দের ঘ. অর্ধ-তৎসম শব্দের
৪৫৭. প্রত্যয়, উপসর্গ, সন্ধি বা সমাসযুক্ত শব্দকে কী বলা হয়?
√ক. সাধিত শব্দ খ. কৃদন্ত শব্দ
গ. যৌগিক শব্দ ঘ. মৌলিক শব্দ
