এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি
হিসাববিজ্ঞান
এইচ. এম. মতিউর রহমান
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী।
জাবেদা
১. লেনদেনের বিশদ বিবরণ লিপিবদ্ধ হয় - জাবেদায়।
২. লেনদেন প্রথমে লিপিবদ্ধ হয় - জাবেদায়।
৩. লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে - জাবেদা।
৪. জাবেদায় লেনদেন লেখা হয় - তারিখের ক্রমানুসারে ও ব্যাখ্যাসহ।
৫. হিসাবের পাকা বেই বলা হয় - খতিয়ানকে।
৬. জাবেদাকে সহায়ক বই বলা হয় - খতিয়ানের।
৭. হিসাবের প্রাথমিক বই বলা হয় - জাবেদাকে।
৮. জাবেদা বই সংরক্ষণ করা - বাধ্যতামূলক নয়।
৯. হিসাব রাখার সুবিধার্থে প্রয়োজন - জাবেদা সংরক্ষণ।
১০. জাবেদায় লিপিবদ্ধ হলে - লেনদেন বাদ পড়ার সম্ভাবনা কম।
১১. হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য অর্জনে সহায়ক - জাবেদা।
১২. লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা যায় - জাবেদার মাধ্যমে।
১৩. জাবেদা থেকে নিশ্চিত হওয়া যায় - দ্বৈত সত্তার প্রয়োগ থেকে।
১৪. হিসাবের ভুলভ্রান্তি হ্রাস করে - জাবেদা।
১৫. লেনদেনের দলিল হিসাবে কাজ করে - জাবেদা।
১৬. জাবেদার কলাম সংখ্যা - ৫টি।
১৭. লেনদেন সংঘটিত হওয়ার ধারাবাহিকতা থাকে - জাবেদায়।
১৮. লেনদেনের প্রকৃতি অনুযায়ী জাবেদা প্রধানত - ২ প্রকার।
১৯. বিশেষ জাবেদা - ৬ প্রকার।
২০. প্রকৃত জাবেদা - ৫ প্রকার।
২১. ব্যবসায়ের প্রায় সব লেনদেনই লেখা হয় - বিশেষ জাবেদায়।
২২. ক্রয় জাবেদায় লেখা হয় - বাকিতে বা ধারে ক্রয়।
২৩. যাবতীয় বাকিতে পণ্য বিক্রয় লেখা হয় - বিক্রয় জাবেদায়।
২৪. ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে লেখা হয় - ক্রয় ফেরত জাবেদায়।
২৫. ক্রয় ফেরত জাবেদা লেখা হয় - ডেবিট নোটের সাহায্যে।
২৬. বিক্রয়কৃত পণ্য ফেরত এলে লিপিবদ্ধ করা হয় - বিক্রয় ফেরত জাবেদায়।
২৭. বিক্রয় ফেরত জাবেদা লেখা হয় - ক্রেডিট নোটের সাহায্যে।
২৮. যাবতীয় নগদ প্রাপ্তি অন্তর্ভুক্ত হয় - নগদ প্রাপ্তি জাবেদায়।
২৯. যাবতীয় নগদ প্রদান অন্তর্ভুক্ত হয় - নগদ প্রদান জাবেদায়।
৩০. নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদার অন্তর্ভুক্ত - চেক প্রাপ্তি ও চেক প্রদান।
৩১. প্রতিটি লেনদেনে বিদ্যমান - ডেবিট ও ক্রেডিট পক্ষ।
৩২. কোনো হিসাব রাখা হয় না - পণ্য, মাল, চেক প্রভৃতি নামে।
৩৩. পণ্য ফেরত সংশ্লিষ্ট লেনদেনগুলো গণ্য হবে - বাকিতে হয়েছিল বলে।
৩৪. ক্রয় ও বিক্রয় শব্দগুলো ব্যবহার করা যাবে না - সম্পদ ক্রয়-বিক্রয়ে।
৩৫. উত্তোলন বলতে বোঝায় - মালিকের ব্যক্তিগত উত্তোলনকে।
৩৬. মালিক থেকে গ্রহণকৃত সুবিধার জন্য ক্রেডিট হবে - মূলধন হিসাব।
৩৭. অপ্রত্যাশিত ব্যবসায়িক ক্ষতি হলে ডেবিট হবে - বিবিধ ক্ষতি হিসাব।
৩৮. স্থায়ী সম্পদের মূল্য কোনো কারণে হ্রাস পেলে তা - অবচয়।
৩৯. যে কোনো উৎস থেকে চেক প্রাপ্তি লিপিবদ্ধ হয় - ব্যাংক হিসাবে।
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
মানচিত্র পঠন ও ব্যবহার
১। মানচিত্র কার জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ?
ক) ব্যবসায়ী খ) জীববিজ্ঞানী
গ) ভূগোলবিদ ঘ) ইতিহাসবিদ
২। কোনটির সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়?
ক) কম্পাস খ) মানচিত্র গ) স্কেল ঘ) গ্লোব
৩। মানচিত্রের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
ক) Map খ) Mep গ) Mip ঘ) Mup
৪। Mappa শব্দটি কোন ভাষার শব্দ?
ক) ইংরেজি খ) বাংলা গ) স্প্যানিশ ঘ) ল্যাটিন
৫। ল্যাটিন ভাষায় Mappa কাকে বলে?
ক) কাগজের টুকরাকে খ) পলিথিনের টুকরাকে
গ) কাপড়ের টুকরাকে ঘ) পাতার টুকরাকে
৬। কোন শ্রেণি পেশার লোকদের জন্য মানচিত্র বেশি প্রয়োজনীয়?
i.পর্যটক ii. প্রশাসক iii. পরিকল্পনাবিদ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii, iii ঘ) i, ii, iii
৭। আগেকার দিনে মানচিত্র আঁকা হতো কিসের উপর?
ক) ভূমির খ) কাপড়ের গ) কাগজের ঘ) দেয়ালের
৮। মানচিত্রে কয়টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়?
ক) তিনটি খ) চারটি গ) পাঁচটি ঘ) সাতটি
৯। কত বছর আগে প্রথম মানচিত্র তৈরি করা হয়?
ক) প্রায় দুই হাজার বছর খ) প্রায় তিন হাজার বছর
গ) প্রায় চার হাজার বছর ঘ) প্রায় ছয় হাজার বছর
১০। বিভিন্ন দেশের দূরত্ব পরিমাপের জন্য কী ধরনের একক ব্যবহার করা হয়?
ক) স্বতন্ত্র খ) মৌলিক গ) রৈখিক ঘ) আন্তর্জাতিক
১১। মানচিত্রগুলোকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?
ক) পাঁচ খ) চার গ) তিন ঘ) দুই
১২। স্কেল অনুসারে মানচিত্র কয় প্রকার?
ক) চার খ) পাঁচ গ) দুই ঘ) তিন
১৩। ক্যাডাস্ট্রাল শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?
ক) ইংরেজি খ) ফ্রেঞ্চ গ) ল্যাটিন ঘ) স্প্যানিশ
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও :
সুমন যে গ্রামে বাস করে সেখানে সমভূমি ও নিু ভূমি উভয়ই রয়েছে। মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় পাঠ শেষে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করল।
১৪। সুমনের গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র?
ক) এটলাস খ) প্রাকৃতিক
গ) সাংস্কৃতিক ঘ) ক্যাডাস্ট্রাল
১৫। সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে?
ক) নীল খ) সাদা গ) সবুজ ঘ) বাদামি
১৬। আমাদের দেশে জমিমাপের জন্য যে মৌজা মানচিত্রগুলো দেখা যায়- এগুলো কী ধরনের মানচিত্র?
ক) ক্যাডাস্ট্রাল খ) ভূচিত্রাবলি
গ) ভূসংস্থানিক ঘ) এটলাস
১৭। টপোগ্রাফিক মানচিত্রের বাংলা নাম কী?
ক) ক্যাডাস্ট্রাল খ) ভূচিত্রাবলি
গ) ভূসংস্থানিক ঘ) এটলাস
১৮। ব্রিটিশ পদ্ধতিতে ১ঃ৩৬ প্র. অ. দেয়া থাকলে বুঝতে হবে মানচিত্রের দূরত্ব ১ ইঞ্চি হলে ভূমির দূরত্ব-
i. ৩৬ ইঞ্চি ii. ১ ফুট iii. ১ গজ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i, iii ঘ) i, ii, iii
১৯। প্রাকৃতিক মানচিত্রে যেসব ভূমিরূপ দেখানো যেতে পারে-
i. পর্বত ii. মালভূমি iii. হ্রদ
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) ii, iii ঘ) i, ii, iii
২০। দেয়াল মানচিত্র কেন তৈরি করা হয়?
ক) শ্রেণিকক্ষের জন্য খ) মাঠের জন্য
গ) পর্বতের জন্য ঘ) জলবায়ুর জন্য
উত্তর :
১.গ ২.খ ৩.ক ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.ক ৯.খ ১০.ক ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.ঘ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.গ ১৯.ঘ ২০.ক।
