Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৫৮)

আন্তর্জাতিক বিষয়াবলি

Icon

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অভ্যানগার্ড (Avangard) কোন দেশের তৈরি?

ক. রাশিয়া খ. চীন

গ. জাপান ঘ. উ. কোরিয়া

২. Khmer Rouge কি?

ক. উপজাতি খ. ভাষা

গ. গেরিলা সংগঠন ঘ. গেরিলা সংগঠন

৩. ‘শাইনিং পাথ’ কোন দেশের গেরিলা সংগঠন?

ক. বার্মা খ. লাওস

গ. পেরু ঘ. চিলি

৪. ১৭৮৩ সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল কোন দুটি দেশের মধ্যে-

ক. ফ্রান্স ও জার্মানি খ. ফ্রান্স ও যুক্তরাজ্য

গ. জার্মানি-যুক্তরাজ্য ঘ. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

৫. Void contract বলতে বুঝায়-

ক. বাতিল চুক্তি খ. সর্বদাই বাতিল চুক্তি

গ. চুক্তি সম্পাদনের পর বিশেষ কারণে বাতিল চুক্তি

ঘ. সবগুলো সঠিক

৬. মাল্টি ফাইবার চুক্তি কি?

ক. দ্বিপক্ষীয় চুক্তি খ. বহুপাক্ষিক চুক্তি

গ. ত্রিপাক্ষিক চুক্তি ঘ. একপাক্ষিক চুক্তি

৭. ১৯৮৭ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল-

ক. পরমাণু খ. পরিবেশ

গ. বাণিজ্য ঘ. নিরস্ক্রীকরণ

৮. দ্বিতীয় মহাযুদ্ধোত্তর কোন সম্মেলনে আমেরিকা, ব্রিটিশ ও রুশ মিলিত হয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করে?

ক. তেহরান খ. পটসডম গ. বার্লিন ঘ. মস্কো

৯. সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে?

ক. ২৫% খ. ৩৫% গ. ৪৫% ঘ. ৫৫%

১০. যুক্তরাষ্ট্র কবে এককভাবে ABM (Anti-Ballistic-Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?

ক. জুন ২০০১ খ. জুন ২০০০

গ. জুন ২০০২ ঘ. জুন ২০০৩

১১. Global Terrorism Index 2020 অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-

ক. সিরিয়া খ. ইরাক গ. সুদান ঘ. আফগানিস্তান

১২. আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’ টি কি?

ক. মিগ চালিত খ. শক্তিশালী রকেট চালিত

গ. রোমারু বিমান চালিত ঘ. হেলিকপ্টার চালিত

১৩. রাশিয়ার কুরস্ক নামক সাবমেরিনটির ওজন কত?

ক. ১২,৮০০ টন খ. ১৩,৯০০ টন

গ. ১৫,০০০ টন ঘ. ২৪,০০০ টন

১৪. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর সদর দপ্তর কোথায়?

ক. ভিয়েনা খ. বন গ. জেনেভা ঘ. রোম

১৫. কোন আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করেছে?

ক. ডব্লিউটির খ. এনপিটি

গ. সিটিবিটি ঘ. আইসিসি

১৬. ‘AWACS’ এরপূর্ণরূপ কী?

ক. Allied War Control Systems

খ. Associated War Control System

গ. Air Wings and Control Systems

ঘ. Airborne Warning and Control System

১৭. NMD-র পূর্ণরূপ কি?

ক. Natural Mineral Deposit

খ. National Monetory Devaluation

গ. Natural Mutual Defense

ঘ. National Missile Defense

১৮. গণহত্যার অপরাধ কতটি?

ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৫টি

১৯. আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-এর সদর দপ্তর কোথায়?

ক. নিইউয়র্ক খ. লন্ডন গ. প্যারিস ঘ. জেনেভা

২০. বসনিয়া-হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করা হয় কবে?

ক. ১৯৮৯ সালে খ. ১৯৯০ সালে

গ. ১৯৯১ সালে ঘ. ১৯৯২ সালে

উত্তর : ১.ক, ২.ঘ, ৩.গ, ৪.ঘ, ৫.ক, ৬.ক, ৭.খ, ৮.ক, ৯.ক, ১০.গ, ১১.ঘ, ১২.গ, ১৩.ঘ, ১৪.ক, ১৫.খ, ১৬.ঘ, ১৭.ঘ ১৮.ঘ, ১৯গ, ২০ঘ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম