Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: দৌলত উজির বাহরাম খান

Icon

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দৌলত উজির বাহরাম খান মধ্যযুগীয় বাংলা ভাষার কবি। তার প্রকৃত নাম ছিল আসাউদ্দীন। আনুমানিক ১৬শ শতকে চট্টগ্রামের ফতেয়াবাদ অথবা জাফরাবাদে জন্মগ্রহণ করেন। তার পিতা মোবারক খান ছিলেন চট্টলাধিপতির উজির (মন্ত্রী) এবং তার পূর্বপুরুষ হামিদ খান ছিলেন গৌড় সুলতান হুসেন শাহের প্রধান অমাত্য। তার প্রসিদ্ধ সাহিত্যকর্ম হচ্ছে লায়লী-মজনু এবং ইমাম-বিজয়। উভয় কাব্যের উৎস আরবি সাহিত্য। ভারতের আমির খসরু ১২৯৮ খ্রিষ্টাব্দে, পারস্যের আব্দুর রহমান জামি ১৪৮৪ খ্রিষ্টাব্দে এবং আব্দুল্লাহ হাতিভি ১৫৩১ খ্রিষ্টাব্দে ফারসি ভাষায় এ কাব্য রচনা করেন। বাহরাম খান তাদের কারও একজনের কাব্য অনুসরণ করেছেন। লায়লী-মজনু মূলত আধ্যাত্মিক কাব্য, কিন্তু বাংলা অনুবাদে তা পরিণত হয়েছে মানবিক প্রেমকাব্যে। বাহরাম খানই প্রথম লায়লী-মজনুর মতো বিশ্বখ্যাত বিরহমূলক প্রেমকাহিনি নিয়ে বাংলা ভাষায় কাব্য রচনা করেন। আর ইমাম-বিজয়ের বিষয়বস্তু আরবের কারবালার বিষাদময় যুদ্ধকাহিনি। তার আরেকটি সাহিত্যকর্ম জঙ্গনামা। অল্প বয়সে তার পিতার মৃত্যু হলে চট্টগ্রামের অধিপতি নেজাম শূর তার পিতার উজির পদে তাকে অভিষিক্ত করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম