এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি
জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল
তেজগাঁও, ঢাকা
জীবনীশক্তি
০১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসাবে নির্গত হয় কোন গ্যাস? উত্তর : কার্বন ডাইঅক্সাইড
০২। শক্তির মূল উৎস কী? উত্তর : সূর্য
০৩। কোন যৌগকে জৈব মুদ্রা বলা হয়? উত্তর : ATP
০৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়?
উত্তর : ATP
০৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোন খাদ্য তৈরি করে? উত্তর : শর্করা
০৬। সূর্যালোক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়ার নাম কী? উত্তর : সালোকসংশ্লেষণ
০৭। বায়োএনার্জিটিক্স এর বাংলা অর্থ লিখ। উত্তর : জীবনীশক্তি
০৮। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? উত্তর : জীবনীশক্তি
০৯। শর্করার ইংরেজি নাম কী? উত্তর : কার্বোহাইড্রেট
১০। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে?
উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায়
১১। সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু?
উত্তর : প্যারেনকাইমা
১২। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি?
উত্তর : ৪টি
১৩। পানিতে কত ভাগ কার্বন ডাইঅক্সাইড থাকে? উত্তর : ০.৩%
১৪। সালোকসংশ্লেষণের সময় ADP কী গ্রহণ করে?
উত্তর : সৌরশক্তি
১৫। ATP-এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়? উত্তর : ৭৩০০ ক্যালরি
১৬। স্যার হ্যান্স কে ছিলেন? উত্তর : প্রাণরসায়নবিদ
১৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্যশক্তি ব্যবহার করে?
উত্তর : জৈব রসায়ন
১৮। ADP ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে? উত্তর : ATP
১৯। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি?
উত্তর : জলজ উদ্ভিদের
২০। বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? উত্তর : ০.০৩%
২১। ATP ভেঙে কী উৎপন্ন হয়? উত্তর : ADP
২২। কোন চক্র সবুজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড বিজারণের গতিপথ নয়?
উত্তর : ওয়াটসন ও ক্রিক চক্র
২৩। সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য কীসে সঞ্চিত থাকে? উত্তর : পাতায়
২৪। Biological Coin-এর বাংলা অর্থ কী? উত্তর : জৈবমুদ্রা
২৫। কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : ফটোসিনথেসিস
২৬। কোন ধরনের শক্তি সালোকসংশ্লেষণের সময় ADP গ্রহণ করে? উত্তর : সৌরশক্তি
২৭। সালোকসংশ্লেষণের সময় ADP সৌরশক্তি গ্রহণ করে ATP-তে পরিণত হওয়াকে কী বলে? উত্তর : ফটোফসফোরাইলেশন
২৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি কী শক্তি উৎপন্ন করে? উত্তর : রাসায়নিকশক্তি
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
মানচিত্র পঠন ও ব্যবহার
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২১। বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত এগুলোর ওপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি হয়-
ক) মৃত্তিকা বিষয়ক খ) জলবায়ু বিষয়ক
গ) ভূতত্ত্ব বিষয়ক ঘ) ভূচিত্র বিষয়ক
২২। সাংস্কৃতিক মানচিত্রের ভাগ হতে পারে যেগুলো-
i. রাজনৈতিক মানচিত্র
ii. ঐতিহাসিক মানচিত্র
iii. ভূতাত্ত্বিক মানচিত্র
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৩। আমাদের দেশের সরকার কোন মানচিত্রের মাধ্যমে হিসাব করে ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে?
ক) এটলাস মানচিত্র খ) প্রাকৃতিক মানচিত্র
গ) মৌজা মানচিত্র ঘ) ভূসংস্থানিক মানচিত্র
২৪। মানচিত্রের ক্ষেত্রে বাংলাদেশ মূলত কোন স্কেলটি অনুসরণ করে থাকে?
ক) ব্রিটিশ স্কেল খ) আমেরিকান স্কেল
গ) ভারতীয় স্কেল ঘ) ফরাসি স্কেল
২৫। সবচেয়ে জনপ্রিয় ও আদর্শ মানচিত্র স্কেল কোনটি?
ক) জার্মান স্কেল খ) আমেরিকান স্কেল
গ) ভারতীয় স্কেল ঘ) ব্রিটিশ স্কেল
২৬। মানচিত্রের সমষ্টিকে কী বলে?
ক) এটলাস খ) টপোগ্রাফিক্যাল গ) ক্যাডাস্ট্রাল ঘ) জিওলজিক্যাল
২৭। বর্তমান যুগে বিমান থেকে ছবি তুলে কোন মানচিত্রের মাধ্যমে নবযুগের সূচনা করা হয়?
ক) এটলাস মানচিত্র খ) প্রাকৃতিক মানচিত্র
গ) মৌজা মানচিত্র ঘ) ভূসংস্থানিক মানচিত্র
২৮। পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমা দিয়ে ভাগ করা হয়েছে?
ক) ৯০ খ) ১৮০
গ) ৩৬০ ঘ) ৪৫০
২৯। প্রতি ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত?
ক) ১ মিনিট খ) ৪ মিনিট
গ) ১৫ মিনিট ঘ) ১ ঘণ্টা
৩০। সাধারণত একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তাহলো ওই দেশের-
ক) স্থানীয় সময় খ) জাতীয় সময়
গ) প্রমাণ সময় ঘ) আঞ্চলিক সময়
৩১। কোনটির ওপর ভিত্তি করে একটি দেশের প্রমাণ সময় একাধিক হতে পারে?
ক) আয়তন খ) লোকসংখ্যা
গ) সম্পদ ঘ) সরকার
৩২। যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
ক) ২টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৭টি
৩৩। কানাডার প্রমাণ সময় কয়টি?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৩৪। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
ক) ০ খ) ৯০ গ) ১৮০ ঘ) ৩৬০
৩৫। গ্রিনিচ কোথায় অবস্থিত?
ক) আমেরিকার নিউইয়র্কে খ) যুক্তরাষ্ট্রের লন্ডনে
গ) যুক্তরাজ্যের লন্ডনে ঘ) ইতালির ভেনিসে
৩৬। বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক) ৯০ ডিগ্রি অক্ষ রেখা খ) ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা
গ) ৯০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা ঘ) ১৮০ ডিগ্রি অক্ষ রেখা
৩৭। কোনটি তার রিসিভার দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে থাকে?
ক) জিআইএস খ) জিওএস গ) জিএসপি ঘ) জিপিএস
৩৮। জিআইএস-এর ব্যবহার সর্বপ্রথম কোথায় আরম্ভ হয়?
ক) বাংলাদেশে খ) আমেরিকায় গ) কানাডায় ঘ) যুক্তরাজ্যে
৩৯। জিপিএস-এর সুবিধা হলো-
i. সবাই এটি চালাতে পারে
ii. সহজে অক্ষাংশ নির্ণয় করা যায়
iii. ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i, ii
গ) ii, iii ঘ) i, ii, iii
৪০। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?
ক) জিআইএস খ) জিওএস গ) জিএসপি ঘ) জিপিএস
উত্তর : ২১.খ ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ ২৮.গ ২৯.খ ৩০.গ ৩১.ক ৩২.খ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.গ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.ক।
