Logo
Logo
×

টিউটোরিয়াল

জানো: ফুলের নাম চন্দ্রমল্লিকা

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইংরেজি নাম ক্রিসেন্থিমাম। শব্দটি গ্রিকভাষা থেকে এসেছে। ক্রিসস অর্থ ‘সোনা’ এবং এনথিমাম অর্থ ‘ফুল’।

ফুলটির রয়েছে শতাধিক প্রজাতি। এমন কোনো রং নেই যা চন্দ্রমল্লিকার প্রজাতিতে নেই। রঙের দিক থেকে এরা অতুলনীয়।

চন্দ্রমল্লিকা বৈজ্ঞানিক নাম ক্রিসেন্থিমাম ইনডিকাম এল। বাণিজ্যিকভাবে চাষাবাদ হয় এ ফুলগুলোর। অক্টোবরে কুঁড়ি আসে এবং নভেম্বরে ফুল ফোটে গাছে ফুল তাজা থাকে ২০ থেকে ২৫ দিন। ফুলগুলো সচরাচর সাদা, হলুদ অথবা পটল বর্ণের হয়। ফুলটির অপর একটি নাম হলো ‘সেবতি’। বাংলাদেশে তিনটি প্রজাতি বিশেষভাবে পরিচিত যথা- তিন রঙা চন্দ্রমল্লিকা, তোরা চন্দ্রমল্লিকা, মালির চন্দ্রমল্লিকা। এ তিন প্রজাতির ফুলই এখন বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম