ক্যাম্পাস সংবাদ
সম্মাননা পেলেন ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো
প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষা এবং সমাজ সংস্কারে অনন্য অবদানের জন্য এডুকেশন ওয়াচ সম্মাননা পেলেন মানবতাবাদী বৌদ্ধ সন্ন্যাসী ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো। ৯ মার্চ শিক্ষা বিষয়ক পত্রিকা এডুকেশন ওয়াচের ১৬ বছর পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। নিভৃতচারী এ বৌদ্ধ সন্ন্যাসী দীর্ঘ সময় ধরে কাজ করছেন তিন পার্বত্য জেলায় বাস করা আদিবাসীদের শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নে। ভিক্ষুত্ব গ্রহণ করে মনোনিবেশ করেন মানবসেবায়। গড়ে তোলেন শিশু শিক্ষালয় ‘মোনঘর’ এবং ১৪টি শিক্ষা, প্রশিক্ষণ এবং সেবামূলক প্রতিষ্ঠান। রাজধানীর মিরপুরে গড়ে তোলেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ। দীর্ঘ সময় ভেন. সফলভাবে দায়িত্ব পালন করেছেন পার্বত্য ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক এবং পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি হিসাবে। এডুকেশন ওয়াচ সম্মাননা অর্জন করায় ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর প্রফেসর বাঞ্ছিতা চাকমা ও অধ্যক্ষ সুদীপ কুমার মণ্ডল।
