Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৩ : পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

আলোর প্রতিফলন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩০। ধাতুর প্রলেপ লাগানো পৃষ্ঠের বিপরীত পৃষ্ঠটি কী হিসাবে কাজ করে? উত্তর : প্রতিফলক পৃষ্ঠ।

৩১। অবতল দর্পণ আলোক রশ্মিকে কী করে?

উত্তর : অভিসারী করে।

৩২। উত্তল দর্পণ আলোক রশ্মিকে কী করে?

উত্তর : অপসারী করে।

৩৩। গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে? উত্তর : মেরু।

৩৫। চোখে প্রবিষ্ট আলো কোথায় প্রতিবিম্ব সৃষ্টি করে?

উত্তর : রেটিনায়।

৩৬। মেরু ও বক্রতার কেন্দ্র এ দুটিকে ছেদ করে কিসের মাধ্যমে? উত্তর : প্রধান অক্ষ।

৩৭। আয়নায় যে প্রতিবিম্ব দেখা যায় সেটি আসলে কী?

উত্তর : অবাস্তব প্রতিবিম্ব ।

৩৮। যেসব প্রতিবিম্বে আলো সত্যিকার অর্থে মিলিত হয় সেগুলোকে কী বলা হয়?

উত্তর : বাস্তব প্রতিবিম্ব।

৩৯। কোন প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না?

উত্তর : অবাস্তব প্রতিবিম্ব ।

৪০। একটি বিম্বের পূর্ণ বিবরণ জানার জন্য কোনটি উল্লেখ করতে হয়?

উত্তর : বিম্বের অবস্থান, আকৃতি ও প্রকৃতি।

৪১। লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে অবতল দর্পণে সৃষ্ট বিম্বের অবস্থান কোথায় হবে?

উত্তর : বক্রতার কেন্দ্র ও অসীমের মধ্যে।

৪২। অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থানের উপর নির্ভর করে কী গঠিত হয়?

উত্তর : বাস্তব ও অবাস্তব প্রতিবিম্ব।

৪৩। উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু যেখানেই থাকুক না কেন তার বিম্ব কোথায় গঠিত হবে?

উত্তর : দর্পণের পিছনে।

৪৪। উত্তল দর্পণে বিম্বের প্রকৃতি সর্বদা কীরূপ হবে?

উত্তর : অসদ ও সোজা।

৪৫। অবতল দর্পণে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায় হলে অসদবিম্ব গঠিত হবে?

উত্তর : ফোকাস ও মেরু বিন্দুর মধ্যবর্তী স্থানে।

৪৬। আলোর ক্রমিক প্রতিফলনকে কাজে লাগিয়ে কোন যন্ত্র তৈরি করা হয়?

উত্তর : পেরিস্কোপ।

৪৭। পেরিস্কোপে আলোর কয়বার প্রতিফলন ঘটে?

উত্তর : দুবার।

৪৮। পেরিস্কোপ তৈরিতে কোন দর্পণ ব্যবহৃত হয়?

উত্তর : সমতল দর্পণ।

৪৯। শত্রু সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ করতে কোনটি ব্যবহৃত হয়?

উত্তর : পেরিস্কোপ।

৫০। দাঁতের চিকিৎসকরা দাঁত পরীক্ষা করার কাজে কোনটি ব্যবহার করেন?

উত্তর : অবতল দর্পণ।

৫১। চোখের ডাক্তাররা রোগীর দৃষ্টিশক্তি পরীক্ষা করার জন্য বর্ণমালা পাঠের সুবিধার্থে কোনটি ব্যবহার করে থাকেন? উত্তর : অবতল দর্পণ।

৫২। দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কতটি প্রতিবিম্ব সৃষ্টি হয়? উত্তর : অসংখ্য ।

৫৩। সরল পেরিস্কোপে দর্পণ থেকে কত ডিগ্রি কোণে আলোর বিচ্ছুরণ হয়? উত্তর : 90°

৫৪। স্টিমারের সার্চলাইটে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?

উত্তর : অবতল ।

৫৫। রাস্তার লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তর : উত্তল।

৫৬। পেছনের যানবাহন বা পথচারী দেখার জন্য গাড়িতে কীরূপ দর্পণ ব্যবহার করা হয়?

উত্তর : উত্তল দর্পণ।

৫৭। দর্পণ কি?

উত্তর: দর্পণ হলো এমন একটি মসৃন তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।

৫৮। লেজার তৈরিতে কোন দর্পণ ব্যবহার করা হয়?

উত্তর : সমতল দর্পণ।

৫৯। রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহার করা হয়?

উত্তর : সমতল দর্পণ।

৬০। উত্তল দর্পণ কোথায় ব্যবহার হয়? উত্তর : গাড়িতে ।

৬১। কীসের মাধ্যমে আমরা কোন বস্তুকে দেখতে পাই?

উত্তর : আলো

৬২। সমতল দর্পণ কাকে বলে?

উত্তর : প্রতিফলক পৃষ্ঠটি যদি সমতল ও মসৃণ হয় এবং তাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তবে সে পৃষ্ঠকে সমতল দর্পণ বলে।

৬৩। দুটি মাধ্যমের বিভেদতল থেকে আলোর প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে কী বলে?

উত্তর : প্রতিফলন

৬৪। প্রতিবিম্ব কাকে বলে?

উত্তর : কোনো বিন্দু উৎস থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে ২য় কোনো বিন্দুতে মিলিত হয় বা ২য় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ওই ২য় বিন্দুকে ১ম বিন্দুর বিম্ব বা প্রতিবিম্ব বলে।

৬৫। দর্পণে কোনটি ঘটে? উত্তর : প্রতিফলন

৬৬। সমতল দর্পণের কোথায় বিম্ব গঠিত হয়?

উত্তর : দর্পণের পিছনে।

৬৭। পারদ লাগানো কী?

উত্তর : কাচের ওপর প্রলেপ লাগান

৬৮। প্রতিফলক পৃষ্ঠের উঁচু বিন্দুকে কী বলে?

উত্তর : উত্তল দর্পণের মেরু।

৬৯। সমতল দর্পণের কোথায় বিম্ব গঠিত হয়?

উত্তর : দর্পণের পিছনে।

৭০। অবতল দর্পণে লক্ষবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কেমন হবে?

উত্তর : বাস্তব ও উলটো।

৭১। একটি বস্তুর দৈর্ঘ্য 0.1 m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?

উত্তর : 0.05 m

৭২। অবতল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু অসীম দূরে অবস্থিত হলে বিম্ব কিরূপ হয়?

উত্তর : অত্যন্ত খর্বিত।

৭৩। নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়? উত্তর : প্রিজম।

৭৪। সরল পেরিস্কোপে কয়টি ব্যবহৃত দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণ কত?

উত্তর : দুটি।

৭৫। গাড়িতে ব্যবহৃত তিনটি দর্পণের-

উত্তর : তিনটিই উত্তল।

৭৬। সমতল দর্পণে রৈখিক বিবর্ধন কত? উত্তর : 1

৭৭। একটি সমতল দর্পণের সামনে 1.44 মিটার লম্বা একজন ব্যক্তি নিজ অবস্থান স্থির রেখে দেখল তার ডান হাতের ঘড়ি বাম দিকে অবস্থান করছে। বিবর্ধন কত?

উত্তর : 1

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম