Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৫তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৭২)

সাধারণ জ্ঞান

Icon

প্রকাশ: ০৩ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসাবে স্বীকৃত?

ক. রামসাগর খ. বগালেইক

গ. টাঙ্গুয়ার হাওর ঘ. কাপ্তাই হ্রদ

২. জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO)-এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে-

ক. IPCC খ. COP-21

গ. Green Peace ঘ. Sierra Club

৩. গ্রিনপিস যাত্রা শুরু করে?

ক. ১৯৪৫ খ. ২০১১ গ. ২০১৩ ঘ. ১৯৭১

৪. বিশ্ব প্রাণী দিবস হচ্ছে-

ক. ৪ অক্টোবর খ. ২৯ জুন

গ. ২৩ অক্টোবর ঘ. ১১ ফেব্রুয়ারি

৫. কার্টাগেনা প্রটোকল হচ্ছে-

ক. জাতিসংঘের যুদ্ধ মোকাবিলা সংক্রান্ত চুক্তি

খ. জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক চুক্তি

গ. জাতিসংঘের নারী অধিকার বিষয়ক চুক্তি

ঘ. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

৬. জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে?

ক. ৮০ বিলিয়ন ডলার খ. ১০০ বিলিয়ন ডলার

গ. ১৫০ বিলিয়ন ডলার ঘ. ২০০ বিলিয়ন ডলার

৭. জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছিল?

ক. ফিজি খ. গুয়াম

গ. পাপুয়া নিউগিনি ঘ. মালদ্বীপ

৮. ‘বিশ্ব আবহাওয়া দিবস’ কবে?

ক. ২০ মার্চ খ. ২১ মার্চ

গ. ২২ মার্চ ঘ. ২৩ মার্চ

৯. ‘বিশ্ব জলাভূমি দিবস’ কবে?

ক. ১ ফেব্রুয়ারি খ. ২ ফেব্রুয়ারি

গ. ৩ ফেব্রুয়ারি ঘ. ৪ ফেব্রুয়ারি

১০. ১৯৯৮ সাল থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?

ক. ৫ খ. ৪ গ. ৩ ঘ. ২

১১. কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?

ক. ৫ জুলাই খ. ২১ মার্চ গ. ৫ জুন ঘ. ২১ জুন

১২. রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?

ক. ১৫০ খ. ১৫৬ গ. ১৭৮ ঘ. ১৭৯

১৩. গ্রিনহাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?

ক. বৃষ্টিপাত কমে যাবে খ. বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

গ. ক্রমশ উত্তাপ বেড়ে যাবে ঘ. নিম্নভূমি ডুবে যাবে

১৪. গ্রিনপিস (Green peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?

ক. হল্যান্ড খ. পোল্যান্ড

গ. ফিনল্যান্ড ঘ. নিউজিল্যান্ড

১৫. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

ক. জেনেভা খ. রিওডি জেনিরিও

গ. মেক্সিকো সিটি ঘ. নিউইয়র্ক

১৬. ওজোন স্তরের ফাটলের জন্য মূলত দায়ী কোন গ্যাস?

ক. ক্লোরোফ্লোরো কার্বন খ. কার্বন মনোক্সাইড

গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. মিথেন

১৭. বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-

ক. ৩১ জানুয়ারি খ. ৩১ মার্চ

গ. ৩০ এপ্রিল ঘ. ৩১ মে

১৮. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস (World Habitat Day) পালিত হয়ে থাকে?

ক. প্রথম সোমবার খ. দ্বিতীয় সোমবার

গ. তৃতীয় সোমবার ঘ. চতুর্থ সোমবার

১৯. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

ক. জাপানের নাগাসাকিতে

খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়

গ. রাশিয়ার আশখাবাদে

ঘ. ফ্রান্সের ফন্টেইনব্লিউতে

২০. আন্তর্জাতিক ওজোন দিবস কবে পালিত হয়?

ক. ২২ জুলাই খ. ২৮ জুলাই

গ. ১৭ আগস্ট ঘ. ১৬ সেপ্টেম্বর

উত্তর : ১.গ, ২.ক, ৩.ঘ, ৪.ক, ৫.ঘ, ৬.খ, ৭.ঘ, ৮.ঘ, ৯.খ, ১০.ক, ১১.গ, ১২.গ, ১৩.ঘ, ১৪.ক, ১৫.খ, ১৬.ক, ১৭.ঘ, ১৮.ক, ১৯ঘ, ২০ঘ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম