নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বিজ্ঞান * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বিজ্ঞান
মো. আমিনুল ইসলাম
প্রকাশ: ০৭ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পঞ্চম অধ্যায়
১. লেন্সের ক্ষমতার প্রচলিত এক কি?
উ: ডাইঅপ্টার
২. লেন্সের ক্ষমতার এসআই একক কি?
উ: রেডিয়ান/মিটার
৩. লেন্সের বক্সতার কেন্দ্র কয়টি?
উ: লেন্সের বক্সতার কেন্দ্র দুটি।
৪. চোখের লেন্স কিরূপ ক্ষমতাসম্পন্ন?
উ: চোখের লেন্স অভিসারী ক্ষমতাসম্পন্ন।
৫. আপাতন কোণ কাকে বলে?
উ: আপতিত রশ্মি ও আপাতন বিন্দুর ওপর মাধ্যম দ্বয়ের বিভেদ তলে আংশিক অভিলম্বের মধ্যবর্তী কোণকে আপাতন কোণ বলে।
৬. বিভেদ তল কী?
উ: দুটি ভিন্ন ঘনত্বের মাধ্যমে যে তলে পরস্পর মিলিত হয় তাকে বিভেদ তল বলে।
৭. অবতল তল লেন্সের ক্ষমতা কিরূপ?
উ: অবতল নেন্সের ক্ষমতা ঋণাত্বক।
৮. লেন্স কত প্রকার ও কি কি?
উ: লেন্স দুই প্রকার। ১. উত্তল বা অভিসারীলেন্স ২. অবতল বা অপসারী লেন্স
৯. উত্তল লেন্স কিরূপ আকৃতির?
উ: উত্তল লেন্সের মধ্যভাগ মোট ও প্রান্তভাগ শুরু।
১০. চোখের কোথায় বস্তুর উল্টো প্রতিবিম্ব গঠিত হয়?
উ: চোখের রেটিনায়।
১১. শিশুদের ক্ষেত্রে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
উ: পাঁচ সেন্টিমিটার।
১২. স্বাভাবিক চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
উ: ২৫ সি. মি.।
১৩. লেন্সের আলোর কোন ঘটনা ঘটে?
উ: লেন্সে আলোর প্রতিসরণ ঘটে।
১৪. আলো কি?
উ: আলো হচ্ছে সেই শক্তি যার সাহায্যে আমরা দেখতে পাই।
১৫. প্রখর রৌদ্র সান গ্লাস পড়তে হয় কেন?
উ: সূর্যের অতিবেগুনি রশ্মি প্রতিহত করতে।
১৬. চোখের অভ্যন্তরীণ রোধ করে কোনটি?
উ: কৃষ্ণ মণ্ডল।
১৭. রেটিনাতে আলোক সংবেদী কত ধরনের কোষ থাকে?
উ: রেটিনাতে আলোক সংবেদী দুই ধরনের কোষ থাকে।
১৮. +4D বলতে কী বুঝ?
উ: +4D বলতে বোঝায় লেন্সটি উত্তল এবং এটি অক্ষের ২৫ সে.মি. দূরে আলোক রশ্মি গুচ্ছকে মিলিত করবে।
১৯. রডগুলো কিরূপ আলোতে সংবেদনশীল হয়।
উ: বড়গুলো ক্ষীণ আলোতেও সংবেদনশীল হয়।
২০. বস্তু দেখার ক্ষেত্রে মস্তিষ্কের কাজ কি?
উ: মস্তিষ্ক রেটিনায় সৃষ্ট বস্তুর উল্টো প্রতি বিম্বকে পুনরায় উল্টো দেয়।
২১. নিরাপদ ড্রাইভিং কী?
উ: ট্রাফিক আইন মেনে সঠিক নিয়মে গাড়ি ড্রাইভ করাই হল নিরাপদ ড্রাইভিং।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জেসমিন আক্তার
সহকারী শিক্ষক
ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কম্পিউটার ও কম্পিউটার
ব্যবহারকারীর নিরাপত্তা
১। পাইরেসি-
i) মানুষের অধিকার নষ্ট করে না ii) পুস্তক পুনর্মুদ্রণের বেলায় বেশ কঠিন
iii) কম্পিউটারের ক্ষেত্রে অনেক সহজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii √খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২। সফটওয়্যার পাইরেসি-
i) আইনের দৃষ্টিতে বৈধ ii) নজরদারি করার প্রতিষ্ঠা ইঝঅ
iii) ১ থেকে ১০ জনের ৭ জনই মুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
√গ) i ও iii ঘ) i, ii ও iii
৩। কপিরাইট আইন-
i) সৃষ্ট কর্মের মালিকানা নিশ্চিত করে
ii) এর আওতার চলচ্চিত্র নির্মাতা পড়েন না
iii) সৃজনশীল কাজের বাণিজ্যিক সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
√গ) i ও iii ঘ) i, ii ও iii
৪। কপরাইট আইনের সুবিধা পান-
i) সাহিত্যিক ii) সফটওয়্যার নির্মাতা
iii) ওয়েবসাইট ডিজাইনকারী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii √ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও :
বিশাল টেলিভিশন দেখে জানতে পারল যে, সফটওয়্যার বিনা অনুমতিতে ব্যবহার এক ধরনের অপরাধ। অনুষ্ঠানটি থেকে সে সফটওয়্যার পাইরেসির বিভিন্ন দিক ও এটি নজরদারিক একটি প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারল।
৫। অনুষ্ঠানে কোন প্রতিষ্ঠানের নাম বলা হল?
ক) Google √খ) BSA গ) CLSCO ঘ) Sony
৬। অনুষ্ঠান থেকে বিশাল শিখবে যে পাইরেসি-
i) অধিকার নষ্ট করে
ii) পুস্তক পুনর্মুদ্রণের বেলায় সহজ
iii) একটি অপরাধ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
√গ) i ও iii ঘ) i, ii ও iii
