|
ফলো করুন |
|
|---|---|
ক্লোরোফর্ম সবচেয়ে বেশি ব্যবহৃত হয় রাসায়নিক ল্যাবরেটরি ও বাণিজ্যিকভাবে প্লাস্টিক তৈরিতে। এরপরই ব্যবহৃত হয় মানুষসহ অন্যান্য প্রাণীর শরীরের কিছু অংশ অবশ করতে বা সাময়িকভাবে অজ্ঞান করতে। সেকালে অস্ত্রোপচার করা হতো কোনোরকম চেতনানাশক ছাড়া, ফলে রোগীকে অমানুষিক যন্ত্রণা ভোগ করতে হতো অস্ত্রোপচারের টেবিলে। এ অবস্থার নিরসন ঘটে ক্লোরোফর্ম আবিষ্কারের পর। কীভাবে এটি আবিষ্কৃত হলো! স্যার জেমস ইয়ং সিম্পসন বহুদিন ধরেই চেতনানাশক নিয়ে গবেষণা করছিলেন। একদিন এডিনবার্গে নিজ বাড়িতে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে তার মনে হলো নিজের আবিষ্কার পরীক্ষা করে দেখবেন। একটি শিশিতে করে ক্লোরোফর্ম অতিথিদের সামনে আনলেন। তারপর আর কারও কিছু মনে নেই! পরদিন সকালে হুঁশ ফিরলে সিম্পসন বুঝতে পারেন, তার গবেষণা সাফল্যের পথেই!
