Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষা ২০২৩ : বাংলা প্রথমপত্র

Icon

ড. সনজিত পাল

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা

বিদ্রোহী

-কাজী নজরুল ইসলাম

সৃজনশীল প্রশ্নের দিকসমূহ :

১. কবির বিদ্রোহী সত্তার স্বরূপ।

২. প্রতিবাদী চেতনার স্বরূপ।

৩. অসাম্প্রদায়িক চেতনার স্বরূপ।

৪. সাম্রাজ্যবাদী চেতনার স্বরূপ।

৫. জাতীয় জাগরণের চেষ্টা বা জাতিকে জাগিয়ে তোলার চেষ্টা।

৬. শোষণমুক্ত/ নির্যাতনমুক্ত/ ক্রন্দনমুক্ত/ উৎপীড়নমুক্ত পৃথিবী গড়ার প্রত্যয়।

৭. শান্তিময় পৃথিবী গড়ার প্রতিবন্ধকতা দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত।

৮. পৌরাণিক, ঐতিহ্যমূলক ও ঐতিহাসিক তথ্যের সুনিপুণ সমন্বয়।

৯. জাতীয় দাবি প্রতিষ্ঠার/ আদায়ের চেষ্টা।

১০. পরাধীনতার বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে নিজের/ জাতির অবস্থান বর্ণনা।

১১. নিজেকে মানবীয় করে উপস্থাপন।

১২. বিভিন্ন ধর্মের পৌরাণিক/ মিথলোজির ব্যবহার।

মূলদিক : ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার মাধ্যমে জাতীয় জাগরণের চেষ্টা ও স্বাধীনতার পক্ষে অবস্থান।

সৃজনশীল প্রশ্ন-১ :

যে যাবে না সে থাকুক, চলো, আমরা এগিয়ে যাই।

যে-সত্য জেনেছি পুড়ে, রক্ত দিয়ে যে-মন্ত্র শিখেছি,

আজ সেই মন্ত্রের সপক্ষে নেবো দীপ্র হাতিয়ার।

স্লোগানে কাঁপুক বিশ্ব, চলো, আমরা এগিয়ে যাই।

প্রথমে পোড়াই চলো অন্তর্গত ভীরুতার পাপ,

বাড়তি মেদের মতো বিশ্বাসের দ্বিধা ও জড়তা।

সহস্র বর্ষের গ্লানি, পরাধীন স্নায়ুতন্ত্রীগুলো,

যুক্তির আঘাতে চলো মুক্তি করি চেতনার জট।

ক. বলরামের অস্ত্রের নাম কী?

খ. ‘আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্ণিশ!’- ভাবার্থ ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের কবিতাংশে ‘বিদ্রোহী’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে- ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের কবি ও আলোচ্য কবিতার কবি উভয়েই যেন একই চেতনা সম্পন্ন- মন্তব্যের যথার্থতা নিরূপণ কর।

সৃজনশীল প্রশ্ন-২ :

জনতার সংগ্রাম চলবেই,/ আমাদের সংগ্রাম চলবেই।

হতমান অপমানে নয়, সুখ সম্মানে/ বাঁচবার অধিকার কাড়তে

দাস্যের নির্মোক ছাড়তে/ অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ

চলবেই চলবেই,/ আমাদের সংগ্রাম চলবেই।

ক. গ্রিক পুরাণ মতে, গানের দেবতা কে?

খ. ‘আমি বিদ্রোহী-সুত বিশ্ব বিধাত্রীর’- বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের সঙ্গে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য বর্ণনা কর।

ঘ. উদ্দীপকের চেয়ে আলোচ্য কবিতায় কবিকণ্ঠ আরও ব্যাপক ও বিস্মৃত- মন্তব্যে তুমি কি একমত? যুক্তি দাও।

প্রতিদান

- জসীমউদ্দীন

বাংলা সাহিত্যে কবি জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) ‘পল্লি-কবি’ হিসাবে সমধিক পরিচিত। কলেজে অধ্যয়নকালে ‘কবর’ কবিতা রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায়ই কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল অধ্যাপনা করেছেন। পল্লিজীবন তার কবিতার প্রধান উপজীব্য। বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ-সরল প্রাকৃতিক রূপ উপযুক্ত শব্দ উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত ‘নকসী কাঁথার মাঠ’ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। ‘প্রতিদান’ কবিতাটি কবি জসীমউদ্দীনের ‘বালুচর’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এ কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত সেই বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ-সংসারে বিদ্যমান বিভেদ-হিংসা-হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ-প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাক্সক্ষা। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর, নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর, বাসযোগ্য করতে চেয়েছেন।

‘প্রতিদান’ কবিতাটি পড়ার সময় যে দিকগুলো ভালো করে খেয়াল করতে হবে :

কবি জসীমউদ্দীন নিজের সাহিত্য ভাণ্ডারকে গ্রামীণ উপমায় যেমন সাজিয়েছেন, তেমনি গ্রামীণ নর-নারীর সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা নিয়ে কাব্য রচনা করেছেন। গ্রামীণ শব্দ, ভাব-ভাষা, উপমা ও তুলনা তার সাহিত্যকে করেছে প্রাণময়। প্রতিদান কবিতাও এর ব্যতিক্রম নয়। কবিতায় বর্ণিত হয়েছে- প্রাপ্তিতে নয়, পরোপকারেই মধ্যেই রয়েছে সত্যিকারের সুখ ও মানব জীবনের সার্থকতা। এমনকি যে বা যারা কবির ক্ষতি করেছে, কবি প্রতিদানে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করতে এগিয়েছেন। নিজের সুখ বিসর্জন দিয়ে তাদের সুখী করতে উদ্যোগী হয়েছেন। ‘প্রতিদান’ কবিতা পড়ার সময় যে দিকগুলো বেশি করে পড়তে হবে তা নিচে তুলে ধরা হলো। কবি কার জন্য কেঁদে বেড়ান এবং কেন, কবিতায় কবির পরার্থপরতা যেভাবে প্রকাশ পেয়েছে, কবি কাকে বুকভরা গান দেন এবং কেন, কবিতায় প্রতিদান কীভাবে প্রকাশ পেয়েছে, আঘাতের বিপরীতে কবি কেন ভালোবাসা দিতে চেয়েছেন, কবিতায় প্রতিদানের মাধ্যমে প্রীতিময় পৃথিবী যেভাবে সৃষ্টি করা যেতে পারে ইত্যাদি।

অনুধাবন প্রশ্ন :

১. প্রতিদান বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

২. কবি কার ঘর বেঁধেছেন এবং কেন?

৩. কবি কার জন্য কেঁদে বেড়ান এবং কেন?

৪. পথের বিবাগী বলতে কী বোঝায়?

৫. কবি কার তরে দীঘল রজনী জেগেছেন এবং কেন?

৬. কবি কাকে বুকভরা গান দিয়েছেন এবং কেন?

৭. ‘কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর’- বলতে কী বোঝানো হয়েছে?

৮. ‘মোর বুকে যেবা কবর ... ফুল মালঞ্চ ধরি’- বলতে কী বোঝানো হয়েছে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম