Logo
Logo
×

টিউটোরিয়াল

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়

মোহাম্মদপুর, ঢাকা

ধ্বনি ও বর্ণ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৭৮. এ-এর বিকৃত উচ্চারণ কোনটি?

ক. কেক √খ. কেলা গ. কেটলি ঘ. মেষ

৭৯. এ-এর স্বাভাবিক উচ্চারণ হয় কোন শব্দে?

ক. খেলা খ. কেন গ. যেন √ঘ. মেয়ে

৮০. ঞ-এর কয় রকম উচ্চারণ হয়?

ক. দুই √খ. তিন গ. চার ঘ. পাঁচ

৮১. ‘ব্যঞ্জন’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. ব্যান্জন খ. ব্যানজন্ গ. ব্যান্জোন √ঘ. ব্যান্জোন

৮২. ‘শিরচ্ছেদ’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. শিরছ্ছেদ খ. শিরোছ্ছেদ √গ. শিরোশ্ছেদ ঘ. শিরশ্ছেদ

৮৩. ‘সস্নেহ’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. শস্নেহ খ. শসস্নেহ √গ. শসস্নেহো ঘ. শোস্নেহ

৮৪. ‘বিস্ময়’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. বিশ্শয় খ. বিস্ময় গ. বিশ্ময় √ঘ. বিশ্শয়

৮৫. ‘দিগ্বিজয়’-এর সঠিক উচ্চারণ কোনটি?

ক. দিগ্যিজয় খ. দিগ্গিজয় √গ. দিগ্বিজয় ঘ. দিক্বিজয়

৮৬. ‘শিক্ষা’ শব্দে যুক্ত ধ্বনি ‘ক্ষ’ কোন কোন ধ্বনির সমন্বয়ে গঠিত?

ক. ক্+খ খ. খ্+খ গ. ষ্+ক √ঘ. ক্+ষ

৮৭. ‘ষ্ণ’-এ কোন বর্ণ যুক্ত হয়েছে?

ক. ঞ+ষ √খ. ষ+ণ গ. ঘ+ঞ ঘ. ষ+ন

৮৮. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

ক. বর্ণ খ. স্বরবর্ণ গ. ব্যঞ্জনবর্ণ √ঘ. ধ্বনি

৮৯. শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?

√ক. ফুসফুস খ. জিহ্বা গ. আলজিহ্বা ঘ. দাঁত

৯০. বাংলা ভাষার ধ্বনি প্রধানত কয় প্রকার?

√ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

৯১. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে কী বলা হয়?

ক. শব্দ √খ. বর্ণ গ. বাক্য ঘ. পদ

৯২. মৌলিক স্বরধ্বনি কয়টি?

ক. ২৫টি খ. ১৫টি গ. ১৬টি √ঘ. ২৭টি

৯৩. ‘ক’-এর উচ্চারণস্থানের নাম কী?

√ক. জিহ্বামূল খ. অগ্রতালু গ. পশ্চাৎ দন্তমূল ঘ. ওষ্ঠ

৯৪. ‘প’-এর উচ্চারণস্থান কোনটি?

ক. অগ্র দন্তমূল খ. জিহ্বামূল গ. অগ্রতালু √ঘ. ওষ্ঠ

৯৫. ‘ঙ’-এর উচ্চারণস্থানের নাম কী?

ক. তালু খ. ওষ্ঠ গ. মূর্ধা √ঘ. কণ্ঠ

বাংলা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম