Logo
Logo
×

টিউটোরিয়াল

জানো : পাখিদের আকাশে ওড়ার কৌশল

Icon

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অনেক সময়ই আমাদের পাখির মতো আকাশে উড়তে ইচ্ছা করে। কিন্তু সে সাধ্য আমাদের নেই। কিন্তু পাখিরা কিভাবে আকাশে ওড়ে- তা জানার আগ্রহ কার নেই? পালকের তৈরি হালকা কিছু শক্ত ডানার সাহায্যে পাখিরা উড়তে পারে। ডানা পাখিদের শরীরের অন্যতম অঙ্গ। এ ছাড়া ওড়ার জন্য হালকা দেহও এরা তৈরি করে নিয়েছে নানাভাবে। এদের ফাঁপা দেহের অভ্যন্তরে অনেকগুলো ফাঁক বা থলি হাওয়ায় ভর্তি, মাথার খুলি খুবই ছোট। ওড়ার জন্য শক্তি ব্যয় করতে হয়। এ কারণে তাদের খাদ্যতালিকাও থাকে শক্তিতে পরিপূর্ণ। যেমন- ফল, বীজ, পোকা-মাকড় ইত্যাদি। শরীর হালকা রাখার জন্য পাখিরা খাবার খুব তাড়াতাড়ি হজম করে শক্তিতে পরিণত করে এবং অপ্রয়োজনীয় পদার্থ শরীর থেকে বের করে দেয়। তাই তাদের আকাশে উড়তে আর তেমন কোনো সমস্যা হয় না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম