Logo
Logo
×

টিউটোরিয়াল

জানো : আকাশ কেন নীল দেখায়

Icon

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আকাশে মেঘ জমলে আকাশ কালো রঙে ছেয়ে যায়। কিন্তু সাধারণত প্রকৃতির আকাশ আমরা নীল রঙে দেখতে পাই। আকাশ কেন নীল দেখায়- এ প্রশ্ন মনে জাগতেই পারে। বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যরে বিভিন্ন রঙের আলোকরশ্মি মিলে একটা গুচ্ছ হয়। এই আলোক তরঙ্গ কোনো ক্ষুদ্র কণায় পড়লে কণাগুলো তরঙ্গের আঘাতে তরঙ্গ শক্তি সংগ্রহ করে একে চারিদিকে ছড়িয়ে দেয়। এ ঘটনাকে বলা হয় আলোকের বিক্ষেপণ। এটা নির্ভর করে আলোকের তরঙ্গদৈর্ঘ্যরে ওপর। যে আলোর তরঙ্গদৈর্ঘ্য যত কম তার বিক্ষেপণও তত বেশি। নীলবর্ণের আলোকের তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় সূর্যের আলোক ধূলিকণায় আপতিত হলে নীল ও তার কাছাকাছি রঙের আলোকরশ্মি বেশি বিক্ষিপ্ত হয়। আর এ কারণেই আকাশ নীল দেখায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম