প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা
বাংলা * ইসলাম ও নৈতিক শিক্ষা
বাংলা
সবুজ চৌধুরী
প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সহকারী শিক্ষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
পাঠ্যবই অন্তর্ভুক্ত অনুচ্ছেদের প্রশ্নোত্তর
‘এই দেশ এই মানুষ’
ক) আমাদের দেশে কী কী উৎসব পালিত হয়?
খ) একজন তার কাজ দিয়ে কীভাবে আরেক জনকে সাহায্য করছে?
গ) ‘ধর্ম যার যার, উৎসব যেন সবার।’- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর - ক :
আমাদের দেশে বিভিন্ন রাষ্ট্রীয়, সার্বজনীন ও ধর্মীয় উৎসব পালিত হয়। আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে। তারা তাদের নিজস্ব ধর্মীয় উৎসব পালন করে। যেমন, মুসলমানরা ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালন করে দুটো ঈদ; ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা। এ ছাড়া আছে তাদের নানা উৎসব ও পার্বণ। বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। বাঙালির সার্বজনীন উৎসব হল নববর্ষের উৎসব।
উত্তর - খ :
একজন তার কাজ দিয়ে অন্যজনের কাক্সিক্ষত চাহিদা পূরণ করে তাকে সাহায্য করে।
আমাদের দেশের সব শ্রেণি-পেশার মানুষ একে অপরের প্রতি পরস্পর নির্ভরশীল। একজনের উৎপাদিত দ্রব্য অন্যজনের চাহিদা মেটায়। যেমন কৃষক বছরব্যাপী পরিশ্রম দিয়ে খাদ্য উৎপাদন করে।
যে খাদ্য খেয়ে অন্যসব পেশার মানুষ বেঁচে থাকে। আবার জেলে মাছ ধরে সবার আমিষের চাহিদা পূরণ করে। কামার, কুমার তৈজসপত্র তৈরি করে। সবাই যেন তার কাজ দিয়ে অন্যকে সাহায্য করছে। যা পারস্পরিক নির্ভরশীলতা সৃষ্টি করছে। সবার মাঝে শৃঙ্খলিত সুসম্পর্ক বিদ্যমান। সবাই যেন সবাইকে তার কাজ দিয়ে সাহায্য করছে।
উত্তর-গ :
‘ধর্ম যার যার, উৎসব যেন সবার।’- লাইনটি দ্বারা বাঙালির ধর্মীয় সম্প্রীতির বন্ধনকে বোঝানো হয়েছে।
বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বাস। তারা তাদের নিজস্ব ধর্মীয় উৎসব পালন করে। যেমন, মুসলমানরা ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় পালন করে দুটো ঈদ; ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুরা পালন করে দুর্গোৎসব। এ ছাড়া আছে তাদের নানা উৎসব ও পার্বণ।
বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উৎসব। বাঙালির সার্বজনীন উৎসব হল নববর্ষের উৎসব। এ উৎসবগুলো ভিন্ন ভিন্ন ধর্মের হলেও এর উদ্যাপনে সার্বজনীন উদ্দীপনা পরিলক্ষিত হয়। উৎসব আয়োজন ও উদ্যাপনে সব বাঙালি যেন ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে একাকার হয়ে যায়। তাই বলা হয়েছে- ধর্ম ভিন্ন ভিন্ন হলেও সব ধর্মের উৎসব যেন সব মানুষের।
ইসলাম ও নৈতিক শিক্ষা
মো. ফোরকান আহমেদ
সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোলা
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
১ম অধ্যায় : আকাইদ-বিশ্বাস
১. সর্বপ্রথম আমাদের কী সম্পর্কে জানা ও ইমান আনা আবশ্যক?
উত্তর : আল্লাহতায়ালার অস্তিত্ব।
২. কীসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ? উত্তর : আল্লাহর আইন ও বিধান।
৩. কাকে মুমিন বলা হয়?
উত্তর : যে ব্যক্তি আল্লাহর একত্ব, তাঁর গুণাবলি, বিধান ও তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে জানে এবং অন্তর দিয়ে বিশ্বাস করে তাকে মুমিন বলে।
৪. আমাদের মাঠভরা কী আছে? উত্তর : ফসল
৫. নদী কীভাবে বয়ে যায়?
উত্তর : কুল কুল শব্দে।
৬. ওহি কী?
উত্তর : নবী-রাসূলদের জ্ঞানদানের জন্য আল্লাহ যে মাধ্যম ব্যবহার করেছেন তার নাম ওহি।
৭. আল্লাহর কিতাব কী?
উত্তর : নবী-রাসূলদের জ্ঞানদানের জন্য আল্লাহ যে কিতাব ব্যবহার করেছেন তার নাম আল্লাহর কিতাব।
৮. কোরআন মজিদ কার কিতাব?
উত্তর : আল্লাহর কিতাব
৯. নিজেকে আল্লাহতায়ালার গুণে গুণান্বি^ত করতে পারলে কী লাভ হয়?
উত্তর : চরিত্র ভালো হয়।
১০. ‘তাখাল্লাকু বিআখলাকিল্লাহ’ অর্থ কী?
উত্তর : তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও
১১. ইসলাম কী?
উত্তর : আল্লাহতায়ালার আনুগত্যের নামই ইসলাম।
১২. আল্লাহতায়ালার আনুগত্যের জন্য কী প্রয়োজন?
উত্তর : আল্লাহতায়ালার সত্তা ও গুণাবলি সম্পর্কে জানা ও ইমান আনা।
১৩. গাছপালা বাতাস থেকে কী নেয়?
উত্তর : কার্বন ডাই অক্সাইড
১৪. গাছপালা কীভাবে খাদ্য তৈরি করে?
উত্তর : কার্বন ডাই অক্সাইডের সাহায্যে।
১৫. শ্বাস ফেলার সময় আমরা যে বিষাক্ত বায়ু ছাড়ি তার নাম কী?
উত্তর : কার্বন ডাই অক্সাইড
১৬. গাছ কোন গ্যাস ছাড়ে? উত্তর : অক্সিজেন।
১৭. পানির অপর নাম কী? উত্তর : জীবন।
১৮. ‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন’ অর্থ কী?
উত্তর : সব প্রশংসা একমাত্র আল্লাহর যিনি সারা বিশ্বের পালনকর্তা
১৯. ‘আল্লাহ গাফুরুন’ অর্থ কী?
উত্তর : আল্লাহ অতি ক্ষমাশীল।
২০. ‘আল্লাহ খালিকুন’ অর্থ কী?
উত্তর : আল্লাহ অতি সহনশীল।
২১. ‘ওয়াল্লাহু আলিমুন হালীম’ অর্থ কী?
উত্তর : আল্লাহ সর্বজ্ঞানী, অতি সহনশীল।
