প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট : ৩২
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাভাষা ও সাহিত্য
১. ‘বেদের মেয়ে’ গীতিনাট্যটি কে লিখেছেন?
ক. কাজী নজরুল ইসলাম খ. জসীমউদ্দীন
গ. ড. নীলিমা ইব্রাহীম ঘ. সাঈদ আহম্মদ
২. ‘ফের যদি আসি, তবে সিঁদকাঠি সঙ্গে করিয়াই আসিব।’ -এটি কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য ঘ. নির্দেশাত্মক
৩. মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
ক. বর্ণচোর খ. খাঁচায় গ. নীলদংশন ঘ. যাত্রা
৪. বাংলা স্বরবর্ণে পূর্ণমাত্রার বর্ণের সংখ্যা কয়টি?
ক. ৩২টি খ. ১৭টি গ. ৭টি ঘ. ৬টি
৫. উপকথার কাহিনিগুলো কী সম্পর্কিত?
ক. পশুপাখি খ. আবহাওয়া
গ. কৃষি ঘ. ধর্মবোধ
৬. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটি কার লেখা?
ক. হেলাল হাফিজ গ. আহসান হাবীব
খ. আবু রুশদ ঘ. দাউদ হায়দার
৭. বলাইচাঁদ মুখোপাধ্যায় কোন ছদ্মনামে লিখতেন?
ক. কমলাকান্ত খ. বনফুল
গ. সুনন্দ ঘ. দৃষ্টিহীন
৮. ‘কালিকলম’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক. প্রেমেন্দ্র মিত্র গ. বুদ্ধদেব বসু
খ. দীনেশ চন্দ্র দাস ঘ. মোজাম্মেল হক
৯. বাংলাভাষায় বিরামচিহ্ন কয়টি?
ক. ৮টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি
১০. আলাওলের ‘তোহ্ফা’ কোন ধরনের কাব্য?
ক. আত্মজীবনী খ. প্রণয়কাব্য
গ. নীতিকাব্য ঘ. জঙ্গনামা
১১. ‘রতন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের চরিত্র?
ক. পোস্টমাস্টার খ. ছুটি গ. হৈমন্তী ঘ. গুপ্তধন
১২. শুদ্ধ বাক্য কোনটি?
ক. তাহার সাংঘাতিক আনন্দ হইল
খ. আমার কথাই শেষে সত্য প্রমাণ হলো
গ. এ কাজটি আমার পক্ষে করা সম্ভবপর নয়
ঘ. তোমাদের ঐক্যতা থাকা দরকার
১৩. চর্যাপদের তিব্বতি অনুবাদ করেন কে?
ক. ড. প্রবোধচন্দ্র বাগচী গ. ড. হরপ্রসাদ শাস্ত্রী
খ. কীতিচন্দ্র ঘ. মুনিদত্ত
১৪. ‘আয়কর’ কোন সমাস?
ক. ব্যাধিকরণ বহুব্রীহি গ. উপপদ তৎপুরুষ
খ. মধ্যপদলোপী কর্মধারয় ঘ. নিত্য সমাস
১৫. ‘অক্ষমের লোভ আলাদীনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে উঠে’- উক্তিটি কার?
ক. প্রমথ চৌধুরী গ. হুমায়ুন আজাদ
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৬. ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
ক. রত্ন + কর খ. রত্ন + কর
গ. রত্না + আকর ঘ. রত্ন + আকর
১৭. বিভক্তিহীন নাম শব্দকে বলে-
ক. নামপদ খ. সাধিত পদ
গ. প্রাতিপদিক ঘ. ক্রিয়াপদ
১৮. ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি কার লেখা?
ক. আখতারুজ্জামান ইলিয়াস খ. আবুল ফজল
গ. শওকত ওসমান ঘ. জহির রায়হান
১৯. ‘মরুভাস্কর’ কার রচনা?
ক. মোজাম্মেল হক
খ. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
২০. কোনটি সঠিক নয়?
ক. প্রাণে ঐকতান বাজলে দুঃখ থাকে না
খ. ইহা একটি মূক ও বধির প্রশিক্ষণ কেন্দ্র
গ. হিমালয় পর্বত দুর্লঙ্ঘনীয়
ঘ. শশিভূষণ গীতাঞ্জলি পাঠ করেছে
উত্তর মিলিয়ে নিন
১খ ২খ ৩ক ৪ঘ ৫ক ৬গ ৭খ ৮ক ৯ঘ ১০গ ১১ক ১২গ ১৩খ ১৪খ ১৫ঘ ১৬ঘ ১৭গ ১৮ক ১৯খ ২০গ।
