Logo
Logo
×

টিউটোরিয়াল

জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বাংলা ব্যাকরণ

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

বাক্য

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪৮৯. একটি সার্থক বাক্যের গুণ কী কী?

√ক. আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা

খ. আসক্তি, আকাক্সক্ষা, রীতিসিদ্ধতা

গ. আসক্তি, যোগ্যতা, অর্থবাচকতা

ঘ. অর্থবাচকতা, আকাঙ্ক্ষা, রীতিসিদ্ধতা

৪৯০. জটিল বাক্যের অপর নাম কী?

ক. যৌগিক √খ. মিশ্র গ. সরল ঘ. বিধেয়

৪৯১. ‘জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান’- এটা কোন ধরনের বাক্য?

√ক. সরল খ. জটিল গ. যৌগিক ঘ. বিযুক্ত বাক্য

৪৯২. “সত্য কথা না বলে বিপদে পড়েছি।”- কোন ধরনের বাক্য?

√ক. সরল বাক্য খ. খণ্ডবাক্য

গ. যৌগিক বাক্য ঘ. মিশ্র বাক্য

৪৯৩. নিচের কোনটি জটিল বাক্য?

ক. তিনি ধনী এবং কৃপণ খ. ধনীরা প্রায় কৃপণ হয়

গ. কৃপণেরাই ধনী হয় √ঘ. যারা ধনী, তারা প্রায়ই কৃপণ হয়

৪৯৪. “তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি পাকেনি।”- কোন প্রকারের বাক্য?

ক. সরল বাক্য খ. মিশ্র বাক্য

গ. খণ্ডবাক্য √ঘ. যৌগিক বাক্য

৪৯৫. ‘বিপদ ও দুঃখ একসাথে আসে’- এটি কোন ধরনের বাক্য?

ক. সরল খ. জটিল গ. যৌগিক √ঘ. মিশ্র

বিরামচিহ্ন

৪৯৬. বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?

√ক. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য

খ. বাক্য সংকোচনের জন্য

গ. বাক্যের সৌন্দর্যের জন্য ঘ. বাক্য অলঙ্কৃত করার জন্য

৪৯৭. কোন বিরামচিহ্নের জন্য সবচেয়ে বেশি থামতে হয়?

ক. কমা খ. সেমিকোলন √গ. দাঁড়ি ঘ. উদ্ধরণ চিহ্ন

৪৯৮. বিস্ময়সূচক চিহ্নের বিরতিকাল কত?

ক. ১/২ সেকেন্ড গ. ২ সেকেন্ড √গ. ১ সেকেন্ড ঘ. ১.৫ সেকেন্ড

৪৯৯. একাধিক বাক্যের মধ্যে নিকট সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক. কমা খ. কোলন √গ. সেমিকোলন ঘ. ড্যাশ

৫০০. যৌগিক বাক্যের মাঝে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

√ক. কমা খ. কোলন

গ. ড্যাশ ঘ. সেমিকোলন

৫০১. বাক্যে অর্থবিভাগ দেখানোর জন্য কমা বসে।- এর উদাহরণ কোনটি?

ক. আমিন, এদিকে এসো

খ. কী, এত বড় সাহস

গ. রুবি বলল, সে যাবে না

√ঘ. তুমি যাবে, না যাবে না

৫০২. দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন চিহ্ন ব্যবহৃত হয়?

ক. কমা √খ. সেমিকোলন গ. কোলন ঘ. ড্যাশ

৫০৩. বাক্যে সম্বোধনের পরে কোন যতি চিহ্ন বসে?

√ক. কমা খ. সেমিকোলন

গ. কোলন ঘ. বিস্ময়চিহ্ন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জেসমিন আক্তার

সহকারী শিক্ষক,

ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কম্পিউটার নেটওয়ার্ক

১। একসঙ্গে কয়েকটা কম্পিউটার জুড়ে দিয়ে তথ্য আদান-প্রদানকে কী বলে?

উত্তর : কম্পিউটার নেটওয়ার্ক।

২। সত্যিকারের নেটওয়ার্কে কতটি কম্পিউটার থাকে? উত্তর : অসংখ্য কম্পিউটার।

৩। নেটওয়ার্কের জন্য কমপক্ষে কয়টি কম্পিউটার লাগে? উত্তর : দুইটি।

৪। সার্ভার মূলত কী করে?

উত্তর : নেটওয়ার্ককে ঝবৎা বা সেবা করে।

৫। সার্ভার হতে যে সেবা নেয় তাকে কী বলে?

উত্তর : ক্লায়েন্ট।

৬। ‘কম্পিউটার থেকে নেটওয়ার্ক ব্যবহার করে ই-মেইল পাঠানো হলো’-এ ক্ষেত্রে কম্পিউটারটি হবে-

উত্তর : ক্লায়েন্ট।

৭। যে জিনিস ব্যবহার করে কম্পিউটারগুলোকে জুড়ে দেয়া হয় তাকে কী বলে?

উত্তর : মিডিয়া।

৮। ‘বৈদ্যুতিক তার’ এক ধরনের-

উত্তর : মিডিয়া।

৯। কোনটি মিডিয়া-

উত্তর : অপটিক্যাল ফাইবার।

১০। NIC কী?

উত্তর : নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড।

১১। ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সব সুযোগ-সুবিধা দেয়া হয় তার সবই হল-

উত্তর : রিসোর্স।

১২। প্রিন্টার এক ধরনের- উত্তর : রিসোর্স।

১৩। যে ক্লায়েন্ট সার্ভার থেকে রিসোর্স ব্যবহার করে সে হলো- উত্তর : ইউজার বা ব্যবহারকারী।

১৪ নেটওয়ার্কে কম্পিউটার যুক্ত করার নিয়মকে কী বলে? উত্তর : প্রটোকল।

১৫। নেটওয়ার্কিং-এ কম্পিউটার জুড়ে দেয়ার বিভিন্ন পদ্ধতিকে কী বলা হয়? উত্তর : নেটওয়ার্ক টপোলজি।

১৬। সবচেয়ে সহজ টপোলজি কোনটি?

উত্তর : বাস টপোলজি।

১৭। বাস টপোলজিতে কার সঙ্গে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেয়া হয়?

উত্তর : মূল ব্যাকবোন বা মূল লাইনের সঙ্গে।

১৮। গোলাকার বৃত্তের মতো যে টপোলজি তাকে বলে- উত্তর : রিং টপোলজি।

১৯। একজনের কাছে প্রেরিত তথ্য সবার কাছে যায়- উত্তর : বাস টপোলজিতে।

২০। কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে সব কম্পিউটার কোন টপোলজিতে?

উত্তর: স্টার টপোলজি।

২১। তুলনামূলকভাবে সহজ ও দ্রুত তৈরি করা যায় কোন টপোলজি?

উত্তর : স্টার টপোলজি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম