Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

মডেল টেস্ট : ৩৩

Icon

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাভাষা ও সাহিত্য

১. কোনটি অপপ্রয়োগ?

ক. অশ্রুজল খ. স্বাতন্ত্র্য

গ. নিরপরাদ ঘ. চপলতা

২. ‘ইকারুসের আকাশ’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক. নির্মলেন্দু গুণ গ. সৈয়দ শামসুল হক

খ. আসাদ চৌধুরী ঘ. শামসুর রাহমান

৩. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বিঘা জমি’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. সোনার তরী খ. বলাকা

গ. কথা ও কাহিনি ঘ. পুনশ্চ

৪. ‘ঠকচাচা’ কোন উপন্যাসের চরিত্র?

ক. বরফগলা নদী খ. কাশবনের কন্যা

গ. আলালের ঘরের দুলাল ঘ. পথের দাবি

৫. অপপ্রয়োগের উদাহরণ কোনটি?

ক. অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়

খ. তিনি সস্ত্রীক মেহেরপুরে থাকেন

গ. সব ছাত্ররা পাঠে মনোযোগী নয়

ঘ. অন্যায়ের প্রতিফল দুর্নিবার

৬. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. বিষের বাঁশি খ. ভাঙার গান

গ. অগ্নিবীণা ঘ. ফণি-মনসা

৭. ‘সংসার’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সঙ্ + সার খ. সং + সার

গ. সম্ + সার ঘ. সহ্ + সার

৮. বিদেশি ধাতু কোনটি?

ক. বিগড়্ খ. দৃশ

গ. বুধ্ ঘ. র্হে

৯. বিসর্গ সন্ধির দৃষ্টান্ত কোনটি?

ক. ভাস্কর খ. সতীশ

গ. প্রত্যূষ ঘ. ভাবুক

১০. ‘Innovation’-এর বাংলা পরিভাষা কোনটি?

ক. অনির্ণেয় খ. প্রক্ষেপণ

গ. সহজাত ঘ. উদ্ভাবন

১১. কোন বানানটি শুদ্ধ?

ক. তিতীক্ষা খ. তিতিক্ষা

গ. তীতিক্ষা ঘ. তীতীক্ষা

১২. কোনটি প্রাদি সমাস?

ক. প্রতিবাদ খ. পদ্মনাভ

গ. প্রত্যুত্তর ঘ. প্রহার

১৩. ‘নবোঢ়া’ এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?

ক. নব + উঢ়া খ. নব + ঊঢ়া

গ. নবো + উঢ়া ঘ. নবো + ঊঢ়া

১৪. কোনটি শুদ্ধ?

ক. চক্ষুস্মান খ. চক্ষুশ্মান

গ. চক্ষুষ্মান ঘ. চক্ষুশ্মাণ

১৫. ‘Pragmatism’ এর পরিভাষা কী?

ক. প্রজ্ঞা খ. সংরক্ষণ

গ. আসক্তি ঘ. বিলুপ্তি

১৬. ‘পাথুরে’ শব্দে কী অর্থে প্রত্যয়যুক্ত হয়েছে?

ক. বৃত্তি খ. উপকরণ

গ. শক্তি ঘ. যুক্ত

১৭. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?

ক. ঐকতান খ. অর্থনৈতিক

গ. করিতকর্মা ঘ. দৌরাত্ম্য

১৮. তারিখবাচক শব্দ কোনটি?

ক. ২১ খ. একুশ

গ. একবিংশ ঘ. একুশে

১৯. অপপ্রয়োগের উদাহরণ নয় কোনটি?

ক. অধীনস্থ খ. দোষণীয়

গ. মৌনতা ঘ. উত্ত্যক্ত

২০. তদ ‘পৃথিবী’-এর সমার্থক শব্দ কোনটি?

ক. নীরদ খ. ইন্দু

গ. অবনি ঘ. সরোজ

উত্তর মিলিয়ে নিন

১ক ২ঘ ৩গ ৪গ ৫গ ৬গ ৭গ ৮ঘ ৯ক

১০ঘ ১১খ ১২ঘ ১৩খ ১৪গ ১৫ক ১৬খ ১৭খ ১৮ঘ ১৯ঘ ২০গ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম