অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
সন্ধি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১৬৫. সন্ধির নিয়মানুসারে ত্ কিংবা দ্-এর পরে ড্ কিংবা ঢ্ থাকলে ত্ ও দ্ স্থানে কী হয়?
ক. ত খ. দ √গ. ড্ ঘ. ড
১৬৬. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক. গবেষণা খ. কুজ্ঝটিকা
গ. পিত্রালয় √ঘ. প্রেষণ
১৬৭. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
√ক. স্বৈর খ. শঙ্কা গ. যজ্ঞ ঘ. ভাস্কর
১৬৮. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক. পাবক খ. পদ্ধতি √গ. পৌঢ় ঘ. ধাত্রী
১৬৯. পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?
ক. বর্ণ খ. দ্বন্দ্ব √গ. সন্ধি ঘ. সমাস
১৭০. বিসর্গের সঙ্গে স্বরধ্বনির বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে কী বলে?
ক. তৎসম সন্ধি খ. বিসর্গ-ব্যঞ্জনসন্ধি
গ. বিসর্গ-স্বরসন্ধি √ঘ. বিসর্গ সন্ধি
১৭১. ‘অতএব’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অত+এব √খ. অতঃ+এব গ. অতি+এব ঘ. অতো+ এব
১৭২. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. জলাতঙ্ক খ. দিগন্ত গ. আবিষ্কার √ঘ. অহোরাত্র
১৭৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. বহিষ্কার খ. পরিষ্কার √গ. বনস্পতি ঘ. আবির্ভাব
১৭৪. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
√ক. পতঞ্জলি খ. নীরোগ গ. তিরস্কার ঘ. বাচস্পতি
১৭৫. ‘সজ্জন’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. সজ+জন √খ. সৎ+জন গ. সদ্+জন ঘ. সত্+জন
১৭৬. ‘বিদ্যাভ্যাস’-এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. বিদ্+অভ্যাস খ. বিদ্যা+ভ্যাস
√গ. বিদ্যা+অভ্যাস ঘ. বিদ্য+অভ্যাস
১৭৭. ‘গবাক্ষ’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. গা+ অক্ষ √খ. গো+ অক্ষ
গ. গো+আক্ষ ঘ. গো+অক্ষি
১৭৮. ‘রাজ্ঞী’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
√ক. রাজ্+নী খ. রাজ+নী গ. রাগ+নী ঘ. রাজ্ঞ+নী
১৭৯. ‘লবণ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. লব+অন খ. লে+অন √গ. লো+অন ঘ. লৌ+অন
১৮০. ‘পতঞ্জলি’-এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. পতং+অঞ্জলি খ. পতম+অঞ্জলি
√গ. পতৎ+অঞ্জলি ঘ. পতন+অঞ্জলি
