|
ফলো করুন |
|
|---|---|
হাশেম খান বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী। তার পুরো নাম মো. আবুল হাশেম খান। তিনি ১৯৪১ সালের ১ জুলাই চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার সেকদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৬ সালে হাসান আলী হাইস্কুল থেকে মেট্রিক পাশ করেন। ১৯৬১ সালে চারুকলা ইন্সটিটিউট থেকে চিত্রকলায় প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ১৯৭২ সালে প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান গ্রন্থ অলংকরণের প্রধান শিল্পী হিসাবে কাজ করেন। ঢাকা নগর জাদুঘর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ের অলংকরণ ছাড়াও তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে চারুকলা ও ললিতকলা বিষয়ক পাঠ্যসূচি প্রণয়ন করেছেন। ষষ্ঠ থেকে একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিষয়ভিত্তিক ৫টি গ্রন্থ রচনা করেছেন তিনি। তিনি চিত্রকলায় অবদানের স্বীকৃতি হিসাবে একুশে ও স্বাধীনতা পদকে ভূষিত হন।
