Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

জীববিজ্ঞান * বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জীববিজ্ঞান

Icon

মো. মাসুদ খান

প্রকাশ: ২০ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রধান শিক্ষক

ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জীবকোষ ও টিস্যু

জ্ঞানমূলক প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২১। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন কোথায় হয়? উত্তর : রাইবোজোমে

২২। দেহের আকার, গঠন ও অস্থি বৃদ্ধি করে কোন কোষ?

উত্তর : অস্থিকোষ

২৩। মানবদেহে কয় ধরনের রক্তকোষ রয়েছে?

উত্তর : ৩ ধরনের

২৪। আমাদের লেখা, হাঁটাচলা ও নড়াচড়ায় সাহায্য করে কোন কোষ? উত্তর : পেশিকোষ

২৫। জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা কোষকে কী বলে? উত্তর : উড-প্যারেনকাইমা

২৬। সরল টিস্যু কত প্রকার? উত্তর : ৩ প্রকার

২৭। পার্শ্বীয় জোড়াকূপ-এর সাহায্যে পানি চলাচল করে কোন কোষে? উত্তর : ট্রাকিড

২৮। কোন কোষ লম্বাটে, সরু ও সূচালো প্রান্তবিশিষ্ট?

উত্তর : ট্রাকিড

২৯। প্রাথমিক জাইলেম কত ধরনের?

উত্তর : ২ ধরনের

৩০। স্কে¬রেনকাইমা কোষগুলো কয় ধরনের?

উত্তর : ২ ধরনের

৩১। প্রাথমিক জাইলেম কোথা হতে উৎপন্ন হয়?

উত্তর : প্রোক্যাম্বিয়াম

৩২। ট্রাকিড কোষের প্রাচীরে কী জমা হয়?

উত্তর : লিগনিন

৩৩। কোন উদ্ভিদে প্রাথমিক পর্যায়ে ভেসেল থাকে?

উত্তর : নেটাম

৩৪। সীভনলের ছিদ্রযুক্ত প্রস্থচ্ছেদকে কী বলা হয়?

উত্তর : সীভপ্লেট

৩৫। স্কোরেনকাইমা কোষযুক্ত ফ্লোয়েম টিস্যুকে কী বলে? উত্তর : বাস্ট ফাইবার

৩৬। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন টিস্যু থাকে?

উত্তর : স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

৩৭। কোন টিস্যু মস্তিষ্ক, ফুসফুস ও হৃৎপিণ্ডকে রক্ষা করে?

উত্তর : স্কেলিটার টিস্যু

৩৮। বৃক্কের বোম্যানস ক্যাপসুলের প্রাচীর কোন ধরনের টিস্যু? উত্তর : স্কোয়ামাস আবরণী টিস্যু

৩৯। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু কোথায় দেখা যায়? উত্তর : শ্বসনতন্ত্রে

৪০। বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের?

উত্তর : কিউবয়ডাল আবরণী টিস্যু

৪১। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন ধরনের টিস্যু থাকে? উত্তর : স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু।

৪২। ফাইবারের গায়ে যে ছিদ্র থাকে তাকে কী বলে?

উত্তর : কূপ

৪১। বৃক্কের সংগ্রাহক নালিকার টিস্যু কোন ধরনের?

উত্তর : কিউবয়ডাল আবরণী টিস্যু

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জান্নাতুল ফেরদৌস

সিনিয়র শিক্ষক

ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

স্বাধীন বাংলাদেশ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৩। বাঙালির ইতিহাসে কোনটি কালরাত্রি হিসেবে পরিচিত?

ক. ২০ মার্চ খ. ২২ মার্চ

গ. ২৪ মার্চ √ঘ. ২৫ মার্চ

২৪। স্বাধীনতা যুদ্ধের স্মৃতির উদ্দেশ্য নির্মিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা। এর সঙ্গে জড়িত কত তারিখের স্মৃতি সবচেয়ে বেদনাদায়ক?

√ক. ২৫ মার্চ খ. ২৭ মার্চ গ. ৩০ মার্চ ঘ. ৩১ মার্চ

২৫। বঙ্গবন্ধু কত তারিখে স্বাধীনতার ঘোষণা দেন?

ক. ১৮ মার্চ ১৯৭১ খ. ২১ মার্চ ১৯৭১

√গ. ২৬ মার্চ ১৯৭১ ঘ. ২৯ মার্চ ১৯৭১

২৬। কোন নেতা স্বাধীনতার ঘোষণা করেন?

ক. হান্নান শাহ খ. সৈয়দ নজরুল ইসলাম

√গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ঘ. এম এ জি ওসমানী

২৭। ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা কিসের মাধ্যমে পাঠিয়ে দেন?

ক. রেডিও খ. সংবাদপত্র গ. ফ্যাক্স √ঘ. ওয়্যারলেস

২৮। ১৯৭১ সালের কত তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়?

ক. ২৪ মার্চ প্রথম প্রহরে

খ. ২৫ মার্চ প্রথম প্রহরে

√গ. ২৬ মার্চ প্রথম প্রহরে

ঘ. ২৭ মার্চ প্রথম প্রহরে

২৯। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ইংরেজিতে দেয়ার কারণ কোনটি ছিল?

ক. দেশবাসীকে জানানো খ. পাকিস্তানিদের জানানো

গ. ভারতীয়দের জানানো

√ঘ. বিশ্ববাসীকে জানানো

৩০। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা যে বার্তাটি দিয়েছিলেন সেটিকে তিনি কী মনে করেছিলেন?

√ক. শেষ বার্তা

খ. ঠিকমতো পৌঁছাবে না এমন বার্তা

গ. স্বাধীনতার দলিল ঘ. গণহত্যার বার্তা

৩১। স্বাধীনতার ঘোষণা বার্তায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণকে কতক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন?

ক. পরবর্তী নির্দেশ পর্যন্ত

খ. ভারতের নির্দেশ পাওয়া পর্যন্ত

√গ. চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত

ঘ. বঙ্গবন্ধুর মুক্তি পর্যন্ত

৩২। বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার বার্তাটি কোন সংগঠনের মাধ্যমে বাংলাদেশের সব স্থানে প্রচারিত হয়েছিল?

ক. পুলিশ বাহিনী √খ. ইপিআর

গ. সেনাবাহিনী ঘ. বিডিআর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম