Logo
Logo
×

টিউটোরিয়াল

জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা * বিজ্ঞান

বাংলা ব্যাকরণ

Icon

উজ্জ্বল কুমার সাহা

প্রকাশ: ২২ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

বিরামচিহ্ন

৫০৪. কোনটিতে সেমিকোলনের যথাযথ ব্যবহার হয়েছে?

ক. আশ্চর্য; আমার কথা শুনলে না

খ. লোকটি ধনী : কিন্তু কৃপণ।

গ. মন্তব্য: নিষ্প্রয়োজন।

√ঘ. পোড়া কপাল; এত কিছু দেখতে হলো।

৫০৫. নিচের কোনটিতে বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার হয়েছে?

ক. আশ্চর্য, আমার কথা শুনল না!

খ. আশ্চর্য আমার কথা শুনলে না।

√গ. আশ্চর্য, আমার কথা শুনলে না!

ঘ. আশ্চর্য আমার কথা, শুনলে না?

৫০৬. ‘কোলন ড্যাশে’ কতটুকু থামতে হয়?

ক. ১ বলার দ্বিগুণ √খ. এক সেকেন্ড

গ. থামার প্রয়োজন নেই

ঘ. এক উচ্চারণে যে সময় লাগে

৫০৭. কোনটির বিরতিকাল কোলন ড্যাশ-এর বিরতিকারের সমান?

ক. কমা খ. হাইফেন

গ. সেমিকোলন √ঘ. কোলন

৫০৮. কোন বিরামচিহ্নে থামার প্রয়োজন আছে?

ক. ইলেক খ. হাইফেন

গ. বন্ধনী চিহ্ন √ঘ. উদ্ধরণ চিহ্ন

৫০৯. কোনটিতে এক সেকেন্ড থামতে হয়?

ক. কমা √খ. দাড়ি

গ. সেমিকোলন ঘ. হাইফেন

৫১০. বিস্ময় চিহ্ন কোনটি?

ক. ? √খ. !

গ. “ ” ঘ. ;

৫১১. ইলেক চিহ্ন কোনটি?

ক. ! খ. ‘

√গ. ’ ঘ. /

৫১২. বিকল্প চিহ্ন কোনটি?

ক. ’ খ. ।

গ. ! √ঘ. /

৫১৩. একাধিক বাক্য সংযোজক অব্যয়ের দ্বারা যুক্ত না হলে কোন চিহ্ন বসে?

ক. কোলন √খ. সেমিকোলন

গ. কমা ঘ. কোলন ড্যাশ

৫১৪. যে সব অব্যয় অনুমান বা বৈপরীত্য প্রকাশ করে, তার আগে কী বসে?

ক. কমা খ. হাইফেন

√গ. সেমিকোলন ঘ. কোলন

৫১৫. একই ধরনের একাধিক বাক্য বা বাক্যাংশকে আলাদা করতে কোন চিহ্ন বসে?

ক. ড্যাশ খ. হাইফেন

গ. সেমিকোলন √ঘ. কমা

৫১৬. বাক্যে উদ্ধারচিহ্নের আগে কী বসে?

√ক. কমা খ. উদ্ধরণ চিহ্ন

গ. সেমিকোলন ঘ. কোলন

৫১৭. উদ্ধৃতির আগে কী বসে?

ক. ইলেক √খ. কমা

গ. বিকল্প ঘ. কোলন

৫১৮. কোন যতি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়?

ক. কমা খ. হাইফেন

গ. সেমিকোলন √ঘ. কোলন

৫১৯. কোন বিরামচিহ্নটির বিরতিকাল নেই?

ক. কমা খ. কোলন

গ. উদ্ধরণ চিহ্ন √ঘ. হাইফেন

৫২০. কোন যতি চিহ্নের প্রয়োগে বিরতির প্রয়োজন নেই?

ক. কমা খ. উদ্ধরণ চিহ্ন

√গ. ইলেক ঘ. কোলন

বিজ্ঞান

মো. কামরুজ্জামান

সিনিয়র শিক্ষক,

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

বর্তনী ও চলবিদ্যুৎ

১। কোনটি বর্তনীর ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়?

ক) ইলেকট্রন খ) প্রোটন

√গ) তড়িৎ ঘ) বিভব পার্থক্য

২। বিভব পার্থক্য-

i) হলো বর্তনীর এক বিন্দু হতে অন্য বিন্দুতে একক আধান স্থানান্তর করতে সম্পাদিত কাজ

ii) না থাকলে তড়িৎ প্রবাহিত হয় না

iii) আধান স্থানান্তর করতে সক্ষম হয় না

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩। সব সময় একই দিকে প্রবাহিত তড়িৎকে কী প্রবাহ বলে?

√ক) সম খ) পরিবর্তী গ) পর্যায়বৃত্ত ঘ) দ্বিমুখী

৪। বাংলাদেশে পর্যায়বৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করে?

√ক) ৫০ বার খ) ৬০ বার

গ) ১০০ বার ঘ) ৫০০ বার

৫। কোন দেশে এসি প্রবাহ প্রতি সেকেন্ডে ষাটবার দিক পরিবর্তন করে?

ক) কানাডায় খ) যুক্তরাজ্যে

√গ) যুক্তরাষ্ট্রে ঘ) বাংলাদেশে

৬। অপর্যায়বৃত্ত বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায়?

i) ডিসি জেনারেটরে ii) বিদ্যুৎ কোষে

iii) ব্যাটারিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii √ঘ) i , ii ও iii

৭। পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে কী বলে?

ক) তড়িৎ বিভব খ) চার্জ √গ) রোধ ঘ) কুলম্ব

৮। কোনো পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্য V, রোধ R এবং বিদ্যুৎ প্রবাহ ও হলে, তড়িৎ প্রবাহের সমীকরণটি কোনটি?

ক) I = VR খ) I = R/V

গ) I = GV √ঘ) I = V/R

৯। কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ পরিবাহকের কিসের ব্যস্তানুপাতিক?

ক) কুলম্বের খ) বিভব পার্থক্যের

গ) বৈদ্যুতিক বিভবের √ঘ) রোধের

১০। ৫ ওহম রোধের পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ কত অ্যাম্পিয়ার হলে পরিবাহীর বিভব পার্থক্য ১০ ভোল্ট হবে?

ক) ০.৫ খ) ৫০ গ) ২ √ঘ) ২

১১। ওহমের সূত্রের ক্ষেত্রে-

i) পরিবাহকের প্রান্তীয় বিভব পার্থক্য বেশি থাকলে তড়িৎ প্রবাহের মান বেশি হবে

ii) পরিবাহকের রোধ কম থাকলে তড়িৎ প্রবাহের মান বেশি হবে

iii) পরিবাহকের তাপমাত্রা কম থাকলে তড়িৎ প্রবাহের মান কম হবে

নিচের কোনটি সঠিক?

√ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i , ii ও iii

১২। কোন সংযোগের ফলে প্রত্যেকটি বাল্বের মধ্য দিয়ে তড়িৎ ভিন্ন ভিন্ন পথে প্রবাহিত হয়?

ক) শ্রেণি ও সমান্তরাল খ) শ্রেণি

√গ) সমান্তরাল ঘ) পর্যায়ক্রমিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম