Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: আবদুল মান্নান সৈয়দ

Icon

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবদুল মান্নান সৈয়দ বাংলাদেশের প্রখ্যাত কবি ও গবেষক। বিংশ শতাব্দীর ষাট দশক থেকে বাংলা সমালোচনা-সাহিত্যে তার গবেষণাধর্মী অবদান ব্যাপকভাবে স্বীকৃত। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের ওপর তার উল্লেখযোগ্য গবেষণা কর্ম রয়েছে। অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিম বঙ্গে জালালপুর নামক গ্রামে তিনি ১৯৪৩ সালের ৩ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালের দাঙ্গার সময় তারা এ দেশে চলে আসেন এবং ঢাকার গোপীবাগে বসবাস করতে শুরু করেন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে পরাবাস্তব কবিতা, পার্ক স্ট্রিটে এক রাত্রি, সকল প্রশংসা তার প্রভৃতি। তিনি গবেষণা ও সাহিত্যে অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমিসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। তিনি ২০১০ সালের ৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম