Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: শহিদ শহীদুল্লাহ কায়সার

Icon

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শহীদুল্লাহ কায়সার ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী। তার পুরো নাম আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ। ১৯৪৬ সালে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্সসহ বিএ পাশ করেন। তিনি সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৪৯ সালে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিচালিত সাপ্তাহিক ইত্তেফাক পত্রিকায় যোগ দেন? ১৯৫৮ সালে দৈনিক সংবাদ-এর সম্পাদকীয় বিভাগে সহকারী সম্পাদক হিসাবে যোগ দেন? তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে- সারেং বৌ, সংশপ্তক, কৃষ্ণচূড়া মেঘ, তিমির বলয়, দিগন্তে ফুলের আগুন, সমুদ্র ও তৃষ্ণা, চন্দ্রভানের কন্যা। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর ক’জন সদস্য তাকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেননি। তিনি ১৯৬৯ সালে উপন্যাসে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৮৩ সালে সাংবাদিকতায় মরণোত্তর একুশে পদক এবং সাহিত্যে ১৯৯৮ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম