প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট : ৪৭
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাভাষা ও সাহিত্য
১. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে ‘আ’কে কী ধ্বনি বলে?
ক. হ্রস্বধ্বনি খ. বিবৃত স্বরধ্বনি
গ. সম্মুখ স্বরধ্বনি ঘ. পশ্চাৎ স্বরধ্বনি
২. ‘কাজলকালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাজল রূপ কালো গ. কাজলের ন্যায় কালো
খ. কাজল ও কালো ঘ. কালো যে কাজল
৩. ‘বটতলার উপন্যাস’-এর রচয়িতা কে?
ক. সেলিনা হোসেন গ. রাবেয়া খাতুন
খ. রাজিয়া খান ঘ. মাহমুদা খাতুন সিদ্দিকা
৪. ‘মরদনের’ কাব্যের নাম কী?
ক. নসীরাবিবি খ. নসীরানামা
গ. নমীরা আলী ঘ. নাসীর খান
৫. ‘মনীষা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. মন + ঈষা খ. মনস + ঈষা
গ. মনঃ + ইষা ঘ. মনো + ঈষা
৬. রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ উপাধি প্রদান করেন কে?
ক. মহাত্মা গান্ধী গ. ক্ষীরেদে প্রসাদ বিদ্যাবিনোদ
খ. ক্ষিতিমোহন সেন ঘ. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
৭. ঝম+ঝম > ঝমাঝম- এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?
ক. অসমীকরণ খ. বিষমীকরণ গ. সমীভবন ঘ. অপিনিহিত
৮. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কোন ছন্দে রচিত?
ক. স্বরবৃত্ত খ. অক্ষরবৃত্ত গ. মাত্রাবৃত্ত ঘ. পয়ার
৯. ‘অমৃত’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. তিক্ত খ. বিষাক্ত গ. গরল ঘ. বিরল
১০. ‘শূন্যপুরাণ’ এর রচয়িতা কে?
ক. ঘনরাম চক্রবর্তী গ. হলায়ূধ মিশ্র
খ. ময়ূরভট্ট ঘ. রামাই পণ্ডিত
১১. নিচের কোন বানানটি অশুদ্ধ?
ক. দধিচী খ. ছান্দসিক গ. শ্রদ্ধাঞ্জলি ঘ. পরিপক্ব
১২. চর্যাপদে মানবের সঙ্গে কোনটির তুলনা করা হয়েছে?
ক. নদী খ. বৃক্ষ গ. সূর্য ঘ. চাঁদ
১৩. ‘চালাক’-এর বিশেষ্য পদ কোনটি?
ক. চাতুর্য খ. চালাকি গ. চতুরতা ঘ. চাতুরী
১৪. মধ্যযুগের কোন কবিকে নাগরিক কবি বলা হয়?
ক. মুকুন্দরাম চক্রবর্তী গ. ভারতচন্দ্র রায় গুণাকর
খ. আলাওল ঘ. শাহ মুহম্মদ সগীর
১৫. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. পর্তুগিজ গ. ফারসি ঘ. তুর্কি
১৬. ‘রত্তনকলিকা আনন্দবর্মা’ এর রচয়িতা কে?
ক. কোরেশী মাগন ঠাকুর গ. আলাওল
খ. দৌলত কাজী ঘ. শমশের আলী
১৭. বাংলা বর্ণমালায় ‘পরাশ্রয়ী’ বর্ণ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
১৮. ‘আবদুল্লাহ’ উপন্যাসটি কার লেখা?
ক. কাজী ইমদাদুল হক গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. হুমায়ূন কবির ঘ. শহীদুল্লা কায়সার
১৯. ‘নয়নঢুলী’ গল্প গ্রন্থটির রচয়িতা কে?
ক. আবু ইসহাক গ. সরদার জয়েনউদ্দীন
খ. আলাউদ্দিন আল আজাদ ঘ. সৈয়দ শামসুল হক
২০. ‘গণনায়ক’ কাব্যনাটকের রচয়িতা কে?
ক. আলাউদ্দীন আল আজাদ খ. সৈয়দ আলাওল
গ. সৈয়দ শামসুল হক ঘ. সৈয়দ আলী আহসান
২১. ‘বলপেন’ কার লেখা?
ক. হুমায়ুন আজাদ খ. হুমায়ূন আহমেদ
গ. তৌকীর আহমেদ ঘ. শামসুল হক
২২. ‘বঙ্গদূত’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ক. নীলমণি হালদার খ. ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
গ. শেখ আব্দুর রহিম ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
২৩. ‘গাভি বিত্তান্ত’ উপন্যাসটি কার লেখা
ক. আহমদ শরীফ খ. আহমদ ছফা
গ. হুমায়ুন আজাদ ঘ. রফিক আজাদ
২৪. চর্যাপদের আদি কবি কে?
ক. কাহ্নপা খ. কুক্কুরী পা গ. ভুসুকুপা ঘ. লুইপা
২৫. ‘গুলে বকাওলী’ গ্রন্থটি কার লেখা?
ক. নওয়াজিস খান খ. সাবিরিদ খাঁ
গ. আলাওল ঘ. মালাধর বসু
উত্তর মিলিয়ে নিন
১খ ২গ ৩ক ৪খ ৫খ ৬ঘ ৭ক ৮ঘ ৯গ ১০ঘ ১১ক ১২খ ১৩খ ১৪গ ১৫গ ১৬গ ১৭খ ১৮ক ১৯গ ২০গ ২১খ ২২ক ২৩খ ২৪ঘ ২৫ক।
