জেএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
বাংলা * তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বাংলা ব্যাকরণ
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ০১ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
বানান
৫৫৪. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য-ষ হয়।- এই নিয়মের শব্দ কোনগুলো?
ক. বিষম, সুষমা খ. কোষ, জিগীষা
গ. ঈষৎ, অনুষঙ্গ √ঘ. অনুষঙ্গ, অভিষেক
৫৫৫. অ, আ, ছাড়া অর্য কোনো স্বরবর্ণ এবং ক্,র্ বর্ণের পরবর্তী দন্ত্য-স মূর্ধন্য-ষ হয়।- এই নিয়মের শব্দ কোনগুলো?
ক. আকর্ষণ, উৎকর্ষ খ. ভবিষ্যৎ, উপদেষ্টা
√গ. উষা, সুষমা ঘ. উৎকর্ষ, ভবিষ্যৎ
৫৫৬. শুদ্ধ বানান কোনটি?
ক. সুসুপ্ত খ. সুষপ্ত গ. সুশুপ্ত √ঘ. সুষুপ্ত
৫৫৭. নিচের কোন বানানটি সঠিক?
ক. অহর্নিস √খ. ক্ষুন্নিবৃত্তি গ. নির্নীমেষ ঘ. ধরন
৫৫৮. কোনটি শুদ্ধ বানান?
ক. দূর্নীতি খ. দুর্নিতী √গ. দুর্নীতি ঘ. দুর্নিতি
৫৫৯. শুদ্ধ বানান কোনটি?
√ক. নির্নিমেষ খ. নির্নীমেষ গ. নির্ণীমেষ ঘ. নির্নীমেশ
৫৬০. শুদ্ধ বানান কোনটি?
ক. স্বরস্বতি খ. স্বরস্বতী গ. সরস্বতি √ঘ. সরস্বতী
৫৬১. কোনটি অশুদ্ধ বানান?
ক. অহংকার খ. কিংবদন্তি √গ. চিত্রাংকন ঘ. সংকীর্ণ
৫৬২. শুদ্ধ বানান কোনটি?
ক. আকাঙ্খা খ. কাঙ্খিত গ. লংঘন √ঘ. লঙ্ঘিত
৫৬৩. কোনটি শুদ্ধ বানান?
ক. ইদানিং √খ. আকাক্সক্ষা গ. সুষ্ঠ ঘ. জিগিষা
৫৬৪. কোনটি শুদ্ধ বানান?
ক. জীগিষা খ. জীগীষা √গ. জিগীষা ঘ. জিগিষা
৫৬৫. শুদ্ধ বানান কোনটি?
ক. অকালকুষ্মান্ড √খ. অকালকুষ্মাণ্ড
গ. অকালকূষ্মান্ড ঘ. অকালকূষ্মাণ্ড
৫৬৬. কোনগুলো অশুদ্ধ বানান?
ক. জিগীষা, সুষমা খ. অনুষঙ্গ, সুষুপ্ত
গ. দুশ্চরিত্র, পায়শ্চিত্ত √ঘ. জবরদস্তী, অংকুর
৫৬৭. শুদ্ধ বানান কোনটি?
ক. মূমুর্ষ খ. মুমূর্ষ গ. মুমুর্ষু √ঘ. মুমূর্ষু
৫৬৮. শুদ্ধ বানান কোনটি?
ক. সর্বাংগীন খ. সর্বাংগীণ গ. সর্বাঙ্গীন √ঘ. সর্বাঙ্গীণ
৫৬৯. শুদ্ধ বানান কোনটি?
ক. অপেক্ষামাণ খ. অপেক্ষামান
গ. অপেক্ষমান √ঘ. অপেক্ষমাণ
৫৭০. অশুদ্ধ বানান কোনটি?
ক. ঝংকার খ. সংঘাত √ গ. লংঘন ঘ. কিংবদন্তি
৫৭১. অশুদ্ধ বানান কোনটি?
ক. সংকীর্ণ খ. সংকল্প গ. হুংকার √ঘ. পংকজ
৫৭২. রেফ-এর পর ব্যঞ্জনবর্ণের কী হবে না?
ক. সন্ধি খ. সমাস √গ. দ্বিত্ব ঘ. ষত্ববিধি
৫৭৩. বিশেষণবাচক ‘আলি’-প্রত্যয়যুক্ত শব্দে কী হবে?
ক. আ-কার √খ. উ-কার গ. ঊ-কার ঘ. ঈ-কার
৫৭৪. অর্থ বা উচ্চারণ বিভ্রান্তির সুযোগ থাকলে কিছু বিশেষ্য, বিশেষণ ও অব্যয় শব্দে কী দেয়া আবশ্যক?
ক. ই-কার খ. উ-কার √গ. ও-কার ঘ. ঔ-কার
৫৭৫. পদমধ্যস্থ বিসর্গ কখন বর্জনীয়?
ক. সন্ধিজাত হলে খ. সমাসযোগে গঠিত হলে
গ. অনুসর্গঘটিত হলে √ঘ. অভিধানসিদ্ধ হলে
৫৭৬. বাগ্ধ্বনিকে বর্ণ বা হরফের সাহায্যে লিখিত রূপ দেয়ার প্রক্রিয়াই হচ্ছে-
ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ √ঘ. বানান
৫৭৭. কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়- এর উদাহরণ কোনটি?
ক. বর্ষণ খ. আকর্ষণ গ. শোষণ √ ঘ. পণ্য
৫৭৮. কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয়- এর উদাহরণ কোনটি?
ক. মুদ্রণ খ. বিশ্রণ √গ. নগণ্য ঘ. মসৃণ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
জেসমিন আক্তার
সহকারী শিক্ষক, ভিক্টোরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কম্পিউটার নেটওয়ার্ক
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭৪। প্রথম দিকের মডেমগুলোকে কী বলা হতো? উত্তর : ডায়াল-আপ মডেম।
৭৫। ডায়াল-আপ মডেম বাতিল হয়ে যাওয়ার কারণ কী?
উত্তর : স্বল্প গতির কারণে।
৭৬। কোনটি দ্রুত গতির মডেম?
উত্তর : DSL.
৭৭। বর্তমানে কোন মডেম প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে? উত্তর : Wi-Fi মডেম।
৭৮। দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে যুক্ত করতে প্রয়োজন হয় যে যন্ত্রের-
উত্তর : ল্যানকার্ড।
৭৯। ল্যান কার্ডের ভূমিকা কিসের ন্যায়?
উত্তর : ইন্টারপ্রেটারের।
৮০। বর্তমানে আইসিটি যন্ত্রগুলোতে কোথায় ল্যানকার্ড যুক্ত থাকে? উত্তর : মাদারবোর্ডে।
৮১। আধুনিক অফিসগুলোতে কোন ধরনের ল্যানকার্ড সবার পছন্দ? উত্তর : তারবিহীন।
৮২। নতুন পৃথিবীর সম্পদ হল- উত্তর : তথ্য।
৮৩। সারা পৃথিবীতে ছড়িয়ে আছে কোনটি? উত্তর : নেটওয়ার্ক।
৮৪। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে সিগন্যাল পাঠাতে সবচেয়ে কার্যকর পদ্ধতি হল-
উত্তর : স্যাটেলাইট বা অপটিক্যাল ফাইবার।
৮৫। কাছাকাছি জায়গায় সিগন্যাল পাঠানো হয় কীভাবে? উত্তর : তারের মাধ্যমে।
৮৬। পৃথিবী তার অক্ষে ঘুরে আসতে সময় নেয় কতক্ষণ? উত্তর : চব্বিশ ঘণ্টা।
৮৭। মহাকাশে প্রথম কত সালে জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়?
উত্তর : ১৯৬৪ সালে।
৮৮। কোনটি মহাকাশে থেকে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে?
উত্তর : স্যাটেলাইট বা উপগ্রহ।
৮৯। কোন বলের কারণে উপগ্রহ বা স্যাটেলাইট পৃথিবীকে ঘিরে ঘুরে?
উত্তর : মাধ্যাকর্ষণ বল।
৯০। কী পরিমাণ উচ্চতায় জিও স্টেশনারি স্যাটেলাইটকে রাখতে হয়?
উত্তর : ৩৪ হাজার কিলোমিটার।
৯১। স্যাটেলাইট দিয়ে যোগাযোগ করার ক্ষেত্রে কয়টি সমস্যা রয়েছে? উত্তর : দুইটি।
৯২। অত্যন্ত সরু এক ধরনের কাচের তত্ত্বকে কী বলে? উত্তর : অপটিক্যাল ফাইবার।
৯৩। সমুদ্রের তলদেশ দিয়ে নেয়া অপটিক্যাল ফাইবারকে কী বলে?
উত্তর : সাবমেরিন ক্যাবল।
৯৪। তথ্যপ্রযুক্তি সারা পৃথিবীর সব মানুষের যোগাযোগ বাড়িয়ে দিয়ে কোন নতুন জগতের জন্ম দিতে শুরু করেছে?
উত্তর : ভারচুয়াল জগৎ
৯৫। কোনটি প্রয়োগের মাধ্যমে ব্যবসার খরচ কমতে পারে? উত্তর : আইসিটি
