এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
গতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৬৬। স্থিতি কাকে বলে?
উত্তর : সময়ের পরিবর্তনের সঙ্গে পারিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে স্থিতিশীল বস্তু বলে। স্থিতিশীল বস্তুর এ অবস্থার পরিবর্তন না ঘটাকে স্থিতি বলে।
৬৭। পরম স্থিতি কাকে বলে?
উত্তর : প্রসঙ্গ বস্তু যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে তার সাপেক্ষে যে বস্তু স্থিতিশীল রয়েছে সেও প্রকৃতপক্ষে স্থির। এ ধরনের স্থিতিকে পরম স্থিতি বলে।
৬৮। রৈখিক গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয় তাহলে তার গতিকে রৈখিক গতি বলে।
৬৯। ঘূর্ণন গতি বা বৃত্তকার গতি কাকে বলে?
উত্তর : যখন কোনো বস্তু কোনা নির্দিষ্ট বিন্দু বা রেখা থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা রেখাকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন ঘড়ির কাঁটার গতি।
৭০। চলন গতি কাকে বলে?
উত্তর : কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সব কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে ওই গতিকে চলন গতি বলে।
৭১। পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
উত্তর : কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে, এটি এর গতি পথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে।
৭২। স্পন্দন গতি বা কম্পন বা দোলন গতি কাকে বলে?
উত্তর : পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে তবে এর গতিকে স্পন্দন বা দোলন বা কম্পন গতি বলে।
৭৩। তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে?
উত্তর : অতি অল্প সময়ের ব্যবধানে যে কোনো মুহূর্তে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে দ্রুতি পাওয়া যায় তাকে তাৎক্ষণিক দ্রুতি বলে।
পৌরনীতি ও নাগরিকতা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
আইন, স্বাধীনতা ও সাম্য
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১১। কোনটি আইনের মৌলিক বৈশিষ্ট্য-
i) বিধিবদ্ধ নিয়মাবলি
ii) রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি
iii) ব্যক্তি স্বাধীনতার রক্ষক
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। কোনটি সরকারি আইনের আওতাভুক্ত?
ক) প্রশাসনিক আইন খ) ব্যক্তিগত আইন
গ) আন্তর্জাতিক আইন ঘ) ধর্ম নিরপেক্ষ আইন
১৩। ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক রক্ষায় যে আইন প্রণয়ন করা হয় তাকে কী আইন বলে?
ক) বেসরকারি আইন খ) সরকারি আইন
গ) সামরিক আইন ঘ) সাংবিধানিক আইন
১৪। রাষ্ট্রের শাসন বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কী ধরনের আইন প্রণয়ন করা হয়?
ক) সাংবিধানিক আইন খ) প্রশাসনিক আইন
গ) ফৌজদারি আইন ঘ) বেসরকারি আইন
১৫। দীর্ঘকাল ধরে কোনো নিয়ম সমাজে চলতে থাকলে তাকে কী বলে?
ক) রীতি খ) প্রথা গ) কৃষ্টি ঘ) আইন
১৬। ‘ল অব দ্য কনস্টিটিউশন’ গ্রন্থটির প্রণেতা কে?
ক) ব্ল্যাকস্টোন খ) অধ্যাপক ডাইসি
গ) এরিস্টটল ঘ) কার্নেগি
১৭। আধুনিককালে আইনের প্রধান উৎস কোনটি?
ক) আইনসভা খ) মন্ত্রিসভা
গ) পঞ্চায়েতসভা ঘ) গ্রাম্য সালিশি
১৮। আইনের চোখে সবাই কেমন?
ক) ছোট খ) বড় গ) সমান ঘ) অসম
১৯। আইনের শাসনের দ্বারা শাসক ও শাসিতের মধ্যে-
ক) সম্পর্কের দূরত্ব তৈরি হয়
খ) সুসম্পর্ক তৈরি হয় গ) সম্পর্ক নষ্ট হয়
ঘ) সম্পর্ক ভালো থাকে না
উত্তর : ১১.ঘ ১২.ক ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.খ।
