৪৬তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৪১)
নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?
ক. সমাজ খ. নৈতিক চেতনা
গ. রাষ্ট্র ঘ. ধর্ম
২. ‘On Liberty’ গ্রন্থের লেখক কে?
ক. ইমানুয়েল কান্ট খ. টমাস হবস্
গ. জন স্টুয়ার্ট মিল ঘ. জেরেমি বেন্থাম
৩. উৎপত্তিগত অর্থে governance শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
ক. লাতিন খ. গ্রিক
গ. হিব্রু ঘ. ফারসি
৪. ‘কর্তব্যের জন্য কর্তব্য’- ধারণাটির প্রবর্তক কে?
ক. ইমানুয়েল কান্ট খ. হার্বার্ট স্পেন্সার
গ. বার্ট্রান্ড রাসেল ঘ. অ্যারিস্টটল
৫. ‘Human Society in Ethics and Politics’ গ্রন্থের লেখক কে?
ক. প্লেটো খ. রুসো
গ. বার্ট্রান্ড রাসেল ঘ. জন স্টুয়ার্ট মিল
৬. ‘শাসক যদি মহৎগুণসম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন, আর শাসক যদি মহৎগুণসম্পন্ন না হয় তাহলে আইন অকার্যকর’- এটি কে বলেছেন?
ক. সক্রেটিস খ. প্লেটো
গ. অ্যারিস্টটল ঘ. বেনথাম
৭. বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
ক. ২০১০ খ. ২০১১
গ. ২০১২ ঘ. ২০১৩
৮. বিশ্বব্যাংকের মতে সুশাসনের উপাদান কয়টি?
ক. ৩টি খ. ৫টি
গ. ৪টি ঘ. ৬টি
৯. সুশাসনের মূল ভিত্তি কী?
ক. মূল্যবোধ খ. আইনের শাসন
গ. গণতন্ত্র ঘ. আমলাতন্ত্র
১০. কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে?
ক. আত্মস্বার্থবাদ খ. পরার্থবাদ
গ. পূর্ণতাবাদ ঘ. উপযোগবাদ
১১. মূল্যবোধ দৃঢ় হয়-
ক. শিক্ষার মাধ্যমে
খ. সুশাসনের মাধ্যমে
গ. ধর্মের মাধ্যমে
ঘ. গণতন্ত্র চর্চার মাধ্যমে
১২. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
ক. সামাজিক মূল্যবোধ খ. ইতিবাচক মূল্যবোধ
গ. গণতান্ত্রিক মূল্যবোধ ঘ. নৈতিক মূল্যবোধ
১৩. কে ‘কর্তব্যের নৈতিকতা’র ধারণা প্রবর্তন করেন?
ক. হ্যারল্ড উইলসন
খ. এডওয়ার্ড ওসবর্ন উইলসন
গ. জন স্টুয়ার্ট মিল ঘ. ইমানুয়েল কান্ট
১৪. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো-
ক. সুশাসন খ. রাষ্ট্র গ. নৈতিকতা ঘ. সমাজ
১৫. ‘সুশাসন চারটি স্তম্ভের ওপর নির্ভরশীল’।- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
ক. জাতিসংঘ খ. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
গ. বিশ্বব্যাংক ঘ. এশিয়া উন্নয়ন ব্যাংক
১৬. ‘রাষ্ট্রের সব ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক।’ কে এই উক্তি করেন?
ক. এইচডি স্টেইন খ. জন স্মিথ
গ. মিশেল ক্যামডেসাস ঘ. এম ডব্লিউ. পামফ্রে
১৭. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
ক. বিভিন্নতা খ. পরিবর্তনশীলতা
গ. আপেক্ষিকতা ঘ. উপরের সবগুলোই
১৮. প্লেটো ‘সদগুণ’ বলতে বুঝিয়েছেন-
ক. প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
খ. আত্মপ্রত্যয়, প্রেষণা ও নিয়ন্ত্রণ
গ. সুখ, ভালোত্ব ও প্রেম
ঘ. প্রজ্ঞা, আত্মনিয়ন্ত্রণ, সুখ ও ন্যায়
১৯. ‘Political Ideals’ গ্রন্থের লেখক কে?
ক. মেকিয়াভেলি খ. রাসেল
গ. প্লেটো ঘ. অ্যারিস্টটল
২০. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
ক. অনুচ্ছেদ ১৩ খ. অনুচ্ছেদ ১৮
গ. অনুচ্ছেদ ২০ ঘ. অনুচ্ছেদ ২৫
উত্তর : ১ঘ ২গ ৩খ ৪ক ৫গ ৬খ ৭গ ৮গ ৯খ ১০ঘ ১১ক ১২ঘ ১৩ঘ ১৪ঘ ১৫গ ১৬গ ১৭ঘ ১৮ক ১৯খ ২০খ।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
