এসএসসি পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদপুর, ঢাকা
নৈর্ব্যক্তিক প্রস্তুতি
১. ভাষাভাষী জনসংখ্যার দিকে থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?
ক. চতুর্থ খ. পঞ্চম গ. ষষ্ঠ ঘ. সপ্তম
২. বাক্যতত্ত্বের অপর নাম কী?
ক. ভাষা খ. প্রাতিপদিক
গ. পদক্রম ঘ. সাধিত শব্দ
৩. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৪. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?
ক. ঘোষধ্বনি খ. শিশধ্বনি
গ. কল্পনাজাত ধ্বনি ঘ. তাড়নজাত ধ্বনি
৫. বউদিদি>বউদি, বড়দাদা>বড়দা কোন নিয়মে পরিবর্তিত হয়েছে?
ক. ব্যঞ্জনচ্যুতি খ. ব্যঞ্জন বিকৃতি
গ. বিষমীভবন ঘ. সমীভবন
৬. কোন বানানটি অশুদ্ধ?
ক. ঘরণি খ. সুবর্ণ
গ. অনুষঙ্গ ঘ. ফটোষ্ট্যাট
৭. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?
ক. পরস্পর খ. সংরক্ষণ
গ. পরিষ্কার ঘ. উল্লাস
৮. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক. পরিষ্কার খ. পরস্পর
গ. পুরস্কার ঘ. পরিচ্ছদ
৯. ‘রাশি রাশি ধান’ কোন অর্থে দ্বিরুক্ত?
ক. আধিক্য অথ্যে খ. সামান্য অর্থে
গ. তীব্রতা অর্থে ঘ. ধারাবাহিক অর্থে
১০. কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা?
ক. পাঁচই খ. ছয় গ. সপ্তম ঘ. আট
১১. কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ/প্রত্যয় কোনটি?
ক. ফুল খ. মালা/রাজি/রাশি
গ. সমাজ ঘ. মণ্ডলী
১২. কোনটি রূঢ়ি শব্দ?
ক. রাজপুত্র খ. কর্তব্য
গ. প্রবীণ/প্রধান ঘ. গোলাপ
১৩. “তিনি সৎ, তাই সকলেই তাকে শ্রদ্ধা করে”। এখানে ‘তাই’ অব্যয়টি-
ক. সংযোজক অব্যয় খ. বিয়োজক অব্যয়
গ. সমুচ্চয়ী অব্যয় ঘ. সংকোচক অব্যয়
১৪. অনুসর্গ অব্যয় কোন নামে পরিচিত?
ক. অনুকার অব্যয় খ. অনন্বয়ী অব্যয়
গ. নিত্যসম্বন্ধীয় অব্যয় ঘ. পদান্বয়ী অব্যয়
১৫. যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি?
ক. মাথা ঝিম্ ঝিম্ করছে খ. দই বাসি হলে টকে
গ. ঘটনাটা শুনে রাখ ঘ. এখন গোল্লায় যাও
১৬. উপমান কর্মধারয় সমাস কোনটি?
ক. মুখচন্দ্র খ. ক্রোধানল
গ. তুষারশুভ্র ঘ. মনমাঝি
১৭. ‘রূপক কর্মধারয়’-এর সমাপদ কোনটি?
ক. মহাপুরুষ খ. ঘনশ্যাম
গ. বিষাদসিন্ধু ঘ. তুষারশুভ্র
১৮. যেসব ধাতু বিশ্লেষণ করা সম্ভব নয়, রূপ বা গঠনের দিক থেকে ন্যূনতম একক সেগুলোকে বলা হয়-
ক. মৌলিক ধাতু খ. যৌগিক ধাতু
গ. সাধিত ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
১৯. সাধিত ধাতু কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২০. বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ক. মিশুক খ. মেঘলা
গ. বড়াই ঘ. গিন্নীপনা
২১. সমাপিকা ক্রিয়া গঠিত হয়-
ক. ধাতুর সঙ্গে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে
গ. ধাতুর সঙ্গে বর্তমান কারের বিভক্তি যুক্ত হয়ে
ঘ. ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
২২. কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না?
ক. কালভেদে খ. পুরুষভেদে
গ. বাচ্যভেদে ঘ. বচনভেদে
২৩. ‘গণ’ শব্দের অর্থ কী?
ক. গুচ্ছ খ. শ্রেণি
গ. প্রকার ঘ. দল
২৪. ‘ট্রেন ঢাকা ছাড়ল’- এখানে ‘ঢাকা’ কোন কারকে শূন্য বিভক্তি?
ক. অধিকরণে খ. করণে
গ. কর্মে ঘ. অপাদানে
২৫. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?
ক. উপসর্গ খ. কর্মপ্রবচনীয়
গ. প্রত্যয় ঘ. বিভক্তি
২৬. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা খ. আসত্তি
গ. আকুতি ঘ. আক্ষেপ
২৭. আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার?
ক. দুই খ. তিন
‘গ. চার ঘ. পাঁচ
২৮. ‘তপন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. সূর্য খ. সাগর
গ. চাঁদ ঘ. জটিল
২৯. “দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে” এটি-
ক. কর্মবাচ্য খ. কর্তৃবাচ্য
গ. ভাববাচ্য ঘ. কর্মকর্তৃবাচ্য
৩০. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোই-
ক. আসত্তি খ. স্বরভঙ্গি
গ. যোগ্যতা ঘ. পদ সংস্থাপনার ক্রম
উত্তর : ১ক ২গ ৩খ ৪ঘ ৫ক ৬ঘ ৭গ ৮খ ৯ক ১০গ ১১খ ১২গ ১৩ক ১৪ঘ ১৫গ ১৬গ ১৭গ ১৮ক ১৯খ ২০ঘ ২১ক ২২ঘ ২৩খ ২৪ঘ ২৫খ ২৬খ ২৭খ ২৮ক ২৯খ ৩০ঘ।
