প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি
মডেল টেস্ট : ৫১
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাভাষা ও সাহিত্য
১. ‘সাহিত্যের রূপ ও রীতি’ কার রচনা?
ক. আনিসুজ্জামান খ. হায়াৎ মামুদ
গ. মোতাহার হোসেন ঘ. আখতারুজ্জামান
২. খাঁটি বাংলা শব্দ কোনটি?
ক. কুলা খ. চশমা
গ. চামার ঘ. চন্দ্র
৩. ‘অর্ধচন্দ্র’ কোন সমাস?
ক. বহুব্রীহি খ. তৎপুরুষ গ. দ্বন্দ্ব ঘ. কর্মধারয়
৪. মধ্যযুগের কবি নন কে?
ক. চন্দ্রাবতী খ. আবদুল হাকিম
গ. ভবানীপ্রসাদ ঘ. প্রমথনাথ বিশী
৫. ‘আমড়াগাছি করা’ বলতে কী বোঝায়?
ক. টালবাহানা করা খ. ছটফট করা
গ. বিশৃঙ্খলা করা ঘ. তোষামোদ করা
৬. চর্যাপদের মূল তত্ত্ব কোনটি?
ক. নির্বাণ সুখ লাভ খ. জ্ঞান সাধনা
গ. যোগ সাধনা ঘ. তন্ত্র সাধনা
৭. ‘চন্দ্রাবতী’ কাব্যটির রচয়িতা কে?
ক. আলাওল খ. শামসের আলী
গ. কোরেশী মাগন ঠাকুর ঘ. দৌলত কাজী
৮. কোনটি তদ্ভব শব্দ?
ক. অলাবু খ. পাখা
গ. ফল ঘ. নদী
৯. ‘হাকন্দপুরাণ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
ক. রামপ্রসাদ খ. বিজয়গুপ্ত
গ. ময়ূরভট্ট ঘ. ঘনরাম
১০. বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
ক. দাবানল খ. দিগ্ভ্রান্ত
গ. দামোদর ঘ. দায়বদ্ধ
১১. বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
ক. রাজা প্রতাপাদিত্য চরিত্র খ. কথোপকথন
গ. লিপিমালা ঘ. হিতোপদেশ
১২. ‘শান্তি’-এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক. √ শম্ + তি খ. √শান + তি
গ. শম্ + তি ঘ. √শন্ + তি
১৩. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির লেখক কে?
ক. ঋত্বিক ঘটক খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. অদ্বৈত মল্লবর্মণ ঘ. সৈয়দ শামসুল হক
১৪. ‘কলিমদ্দি দফাদার’ গল্পটির লেখক কে?
ক. আবু জাফর শামসুদ্দীন
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. সিকান্দার আবু জাফর
ঘ. শামসুদ্দীন মুহম্মদ ইলিয়াস
১৫. বাংলা ব্যঞ্জনবর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি-
ক. ঘোষধ্বনি খ. অঘোষধ্বনি
গ. মহাপ্রাণধ্বনি ঘ. নাসিক্যধ্বনি
১৬. ‘চতুরঙ্গ’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. হুমায়ুন কবির খ. ফজল শাহাবুদ্দিন
গ. আবুল হোসেন ঘ. মোজাম্মেল হক
১৭. ‘একেই কি বলে সভ্যতা’ কার রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. মানিক বন্দ্যোপাধ্যায় ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. ‘সহজে হয়ে গেল বলা’- এখানে ‘সহজে’ শব্দটি কীসের উদাহরণ?
ক. নির্ধারক বিশেষণ খ. ক্রিয়া বিশেষণ
গ. বিশেষণের বিশেষণ ঘ. বিশেষণের অতিশায়ন
১৯. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা কোনটি?
ক. বিষাদ-সিন্ধু খ. জমিদার দর্পণ
গ. রত্নবতী ঘ. গাজী মিয়ার বস্তানী
২০. কোন বাক্যে অর্থগত অপপ্রয়োগ লক্ষণীয়?
ক. তোমার কথার পরিপ্রেক্ষিতে এ কথা আমি বলেছি
খ. উল্লেখ করা প্রত্যেকটি শব্দই তৎসম
গ. আমার স্ত্রী গভীর নিদ্রায় শায়িত
ঘ. তিনি রোগে শয্যাগত
উত্তর মিলিয়ে নিন
১খ ২ক ৩খ ৪ঘ ৫ক ৬ক ৭গ ৮খ ৯গ ১০গ ১১খ ১২ক ১৩গ ১৪ক ১৫ঘ ১৬ক ১৭ক ১৮খ ১৯ঘ ২০গ।
