Logo
Logo
×

টিউটোরিয়াল

রুটিন তৈরি করে রিভিশন দাও

Icon

মুহাম্মদ শহীদুল্লাহ, প্রধান শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এসএসসি পরীক্ষার্থী সোনার টুকরাদের জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছ এবং পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছ। আলহামদুলিল্লাহ। কাঙ্ক্ষিত ফল অর্জন করার জন্য পরীক্ষার আগের এ কটা দিন এবং পরীক্ষা চলাকালে পালনীয় নির্দেশনাগুলো নিচে উল্লেখ করা হলো-

পরীক্ষা শুরুর আগে করণীয় : * একটি রুটিন তৈরি করে সেই মোতাবেক প্রত্যেক বিষয়ের মূল পাঠ্যবইয়ের আগাগোড়া রিভিশন দাও। * রিভিশনের সময় জটিল তথ্যগুলো না দেখে রাফ খাতায় লেখার চেষ্টা কর। * পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে প্রথম দিনের বিষয় অধ্যয়ন শুরু কর। * সব সময় তুমি যে কলমে লিখে অভ্যস্ত, দশটি সে কলম কিনে কয়েক মিনিট করে প্রতিটি কলম দিয়ে লিখে তা চালু করে রাখ। * একটি ট্রান্সপারেন্ট ব্যাগে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ঢুকিয়ে নাও। তার আগে ফটোকপি করে সংরক্ষণ কর। * ফাস্টফুড, রিচফুড, অস্বাস্থ্যকর খাবার ইত্যাদি পরিহার করা সঠিকভাবে সময়মতো গোসল, খাওয়া, ঘুম ইত্যাদির মাধ্যমে সুস্থ থাকার চেষ্টা কর।

পরীক্ষার হলে করণীয় : * কক্ষ পরিদর্শকের কাছ থেকে আদবের সঙ্গে উত্তরপত্র গ্রহণ করবে। * অত্যন্ত সতর্কতার সঙ্গে কাভার পৃষ্ঠায় যাবতীয় তথ্যগুলো লিখে ফেলবে। * উত্তরপত্র ভাঁজ করবে না। পারলে পেনসিল দিয়ে প্রত্যেক পৃষ্ঠায় মার্জিন টানবে। * ঘণ্টা পড়লে ভদ্রতার সঙ্গে প্রশ্নপত্র গ্রহণ করবে। * ঠান্ডা মাথায় প্রশ্নের আগাগোড়া নজর বুলিয়ে নেবে। কমন প্রশ্নগুলো চিহ্নিত করবে। * যে প্রশ্নের উত্তর ভালোভাবে জানা আছে তা আগে লিখবে। তবে সিরিয়াল অনুসরণ করে উত্তর করতে পারলে ভালো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম