Logo
Logo
×

টিউটোরিয়াল

বাংলা প্রথমপত্রে যেভাবে ভালো নম্বর পাবে

Icon

ড. সনজিত পাল, প্রভাষক, সেন্ট গ্রেগরিজ হাইস্কুল, লক্ষ্মীবাজার, ঢাকা

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থীবৃন্দ, তোমরা জান বাংলা প্রথমপত্র পরীক্ষা তোমাদের প্রথমে দিতে হবে। এ পরীক্ষায় ভালো করা মানে তোমার আত্মশক্তি বেড়ে যাওয়া। প্রথম পরীক্ষায় যথাযথভাবে উত্তর দেওয়া হলে পরবর্তী পরীক্ষার জন্য তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে। তাই বাংলা প্রথমপত্র পরীক্ষায় তোমাকে ভালো করতেই হবে। এজন্য তোমাকে কতগুলো কৌশল জানতে হবে। বিশেষ করে প্রশ্ন নির্ধারণ করা ও উত্তর লেখার সময় তোমাকে কৌশলী হতে হবে। তুমি যদি উপন্যাস ও নাটক অংশ থেকে তিনটি প্রশ্নের উত্তর, গদ্য ও কবিতা অংশ থেকে দুটি করে চারটি প্রশ্নের উত্তর দিতে পার; তাহলে তোমার সময়ও বাঁচবে আবার নম্বরও বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে। উপন্যাস ও নাটক অংশের সৃজনশীল প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার স্তরের প্রশ্নের উত্তর সহজেই ধরা যায় এবং সহজেই সঠিক উত্তর লেখা যায়। বর্ণনামূলক ও কাহিনিমূলক হওয়ার কারণে উপন্যাস ও নাটকের প্রশ্নের উত্তর অপেক্ষাকৃত সহজ হয় এবং নির্ভুল উত্তর দেওয়া যায়। অন্যদিকে গদ্য থেকে চারটি প্রশ্নের মধ্যে কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ অংশ থেকে প্রবন্ধজাতীয় রচনার প্রশ্ন বাদ দিয়ে গল্প জাতীয় রচনার প্রশ্ন দেওয়া ভালো। প্রবন্ধজাতীয় রচনার প্রশ্নের প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের উত্তরের দিকগুলো সহজেই ধরা যায় না। আবার তাতে যুক্তির ক্ষেত্রে ভুল হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে গল্পজাতীয় রচনার সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়া অপেক্ষাকৃত সহজ ও নির্ভুল হয়। কবিতা অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে এবং কমপক্ষে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এ অংশে যে প্রশ্ন দুটির প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের উত্তর সহজেই ধরা যায়, সে প্রশ্নের উত্তর দেওয়া ভালো।

অন্যদিকে, সহজে নির্ভুল উত্তর দেওয়া যায় এমন প্রশ্ন বাছাই করলেই হবে না; তোমাকে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট ছকে সেই উত্তর লিখতে হবে। প্রতিটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার জন্য তোমার সময় বরাদ্দ থাকবে বিশ মিনিট। কিন্তু তোমাকে একটি প্রশ্নের উত্তর যথাযথভাবে আঠারো কিংবা উনিশ মিনিটের মধ্যে শেষ করতে হবে। জ্ঞান স্তরের প্রশ্নের উত্তর একবাক্যে এক মিনিটের মধ্যে লিখতে চেষ্টা করবে। এ উত্তর এক শব্দে না লেখাই ভালো। অনুধাবন স্তরের প্রশ্নের উত্তর দুটি অংশে বা দুটি প্যারায় লিখবে। প্রথম অংশে থাকবে জ্ঞান অংশ; যা এক বাক্যে লিখবে। দ্বিতীয় অংশে থাকবে অনুধাবন অংশ; যা ৪-৫ বাক্যে লেখবে। এ অংশের উত্তর লেখার জন্য চার মিনিটের বেশি সময় নেওয়া যাবে না। প্রয়োগ স্তরের প্রশ্নের উত্তর তিনটি অংশে বা প্যারায় লিখবে। প্রথম থাকবে জ্ঞান অংশ; যা এক বাক্যে লিখবে অর্থাৎ কোন দিক থেকে বা কোন চরিত্রের সঙ্গে মিল বা অমিল; সাদৃশ্য বা বৈসাদৃশ্য ইত্যাদি। দ্বিতীয় অংশে থাকবে বইয়ের কথা যা অনুধাবন অংশ। এটি ৪-৫ বাক্যের বেশি না হওয়াই ভালো। এরপর প্রশ্নের তথ্য যা প্রয়োগ অংশ। প্রয়োগ অংশের উত্তর ৩-৪ বাক্যের বেশি লিখার সুযোগ নেই। প্রয়োগ স্তরের প্রশ্নের উত্তর যথাযথভাবে লেখার জন্য ছয় মিনিট সময় নেওয়া যেতে পারে। উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্নের উত্তর চারটি অংশে বা প্যারায় লিখবে। প্রথম প্যারায় সিদ্ধান্ত গ্রহণ করে তা এক বাক্যে লিখতে হবে। এর সঙ্গে ১-২ বাক্যে যুক্তি বা সিদ্ধান্ত গ্রহণের কারণ লিখে জ্ঞান অংশ পূর্ণ করতে হবে। দ্বিতীয় অংশে বইয়ের তথ্য বা অনুধাবন অংশ ৩-৪ বাক্যে লিখবে। তৃতীয় প্যারায় প্রশ্নের তথ্য বা প্রয়োগ অংশ ৩-৪ বাক্যে লেখবে। শেষে প্রথম অংশের সিদ্ধান্ত প্রতিষ্ঠার জন্য তোমাকে অনুধাবন ও প্রয়োগ অংশের তুলনামূলক ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে ২-৩ বাক্যে এবং শেষে পূর্বের সিদ্ধান্ত আবার লিখে উত্তর পূর্ণ করতে হবে। এ অংশের উত্তর লিখার জন্য ৮-৯ মিনিট সময় নেওয়া ভালো। এভাবে প্রতিটি প্রশ্নের উত্তর যথাসময়ে নির্ভুলভাবে লিখলে তোমরা কাঙ্ক্ষিত নম্বর পাবে বলে আমি আশা করি। মনে রেখ তোমাকে সাতটি প্রশ্নের পূর্ণ উত্তর করতে হবে। কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসা যাবে না এবং কম লেখাও যাবে না।

বহুনির্বাচনি প্রশ্নের অংশে ভালো করার জন্য তোমাদের মূল বইটি ভালো করে পড়তে হবে। জ্ঞান স্তরের তথ্য দাগিয়ে পড়লে তা দীর্ঘ সময় মনে থাকে। তাছাড়া কবি ও লেখক পরিচিতি থেকে তাদের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি বা রচনা, অর্জিত পদক ও পুরস্কার, কোন পেশায় যুক্ত ছিলেন, ছদ্ম নাম আছে কিনা কিংবা আসল নাম কী? কার সাহিত্য লেখার ধরন কেমন? কে কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিল? তাদের সাহিত্য রচনার উপাদান বা উপকরণ বা বিষয় ইত্যাদি পড়তে হবে। শব্দার্থ ও টীকা ভালোভাবে পড়তে হবে। অনেক সময় টীকা থেকে অনুধাবন স্তরের সৃজনশীল প্রশ্ন এবং বহুনির্বাচনি প্রশ্ন করা হয়। প্রতিটি রচনা ও কবিতা থেকে অনুধাবন স্তরের তথ্য আয়ত্বে আনতে পারলে অনুধাবন স্তরের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের উত্তর দেওয়ার আগে অপশনগুলো গভীরভাবে ভেবে নেওয়া উচিত।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম