Logo
Logo
×

টিউটোরিয়াল

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পড়াশোনা

প্রাথমিক বিজ্ঞান * ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রাথমিক বিজ্ঞান

Icon

আফরোজা বেগম

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ উত্তরা, ঢাকা

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

নবম অধ্যায় : আমাদের জীবনে প্রযুক্তি

প্রশ্ন-৮ : জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ফসলের ২টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর : জৈব প্রযুক্তির মাধ্যমে উৎপাদন ফসলের ২টি বৈশিষ্ট্য হল-

ক. অধিক পুষ্টি সমৃদ্ধ, খ. রোগ ও পোকা-মাকড় প্রতিরোধী।

প্রশ্ন-১০ : জৈব প্রযুক্তি কী?

উত্তর : মানুষের কল্যাণে নতুন কিছু উৎপাদনে জীবের ব্যবহারই হল জৈব প্রযুক্তি।

দশম অধ্যায় : আমাদের জীবনে তথ্য

প্রশ্ন-১ : তথ্য আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ?

উত্তর : তথ্য আমাদের জ্ঞান ভাণ্ডারকে আরও বৃদ্ধি করে, নতুন কিছু শিখতে ও কী করতে হবে যে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তাই তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ।

প্রশ্ন-২ : শফিক শিক্ষামূলক কিছু ভিডিও সংরক্ষণ করতে চায়। এ ক্ষেত্রে সে ব্যবহার করতে পারে এরকম ২টি তথ্য সংরক্ষণ প্রযুক্তির নাম লিখ।

উত্তর : তথ্য সংরক্ষণ প্রযুক্তির ২টি নাম হল-

ক. পেনড্রাইভ খ. ভিডভিডি

প্রশ্ন-৩ : তুমি ইন্টারনেটে কিছু তথ্য খুঁজতে চাও। সে ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পার এরকম তিনটি সার্চ ইঞ্জিনের নাম লিখ।

উত্তর : আমি ব্যবহার করতে পারি এমন তিনটি Search engine হল- গুগল (google) ইয়াহু (yahoo) ও পিপীলিকা (pipilika)।

প্রশ্ন-৪ : ইন্টারনেট কোন কোন ক্ষেত্রে কাজে লাগে উদাহরণ দাও।

উত্তর : ইন্টারনেট তথ্য সংগ্রহ, তথ্য আদান-প্রদান, বাস, ট্রেন বা প্লেনের টিকিট কাটতে, পণ্য কেনাকাটা বা অর্ডার দেয়া ইত্যাদি কাজে লাগে।

প্রশ্ন-৫ : তথ্যপ্রযুক্তির তিনটি উদাহরণ লিখ।

উত্তর : তথ্যপ্রযুক্তির তিনটি উদাহরণ হল-

ক. ইন্টারনেট খ. কম্পিউটার গ. মোবাইল ফোন

প্রশ্ন-৬ : তথ্যবিনিময় আমাদের যেভাবে সাহায্য করে তার ২টি উদাহরণ দাও।

উত্তর : তথ্য বিনিময়ের মাধ্যমে আমাদের সাহায্য পাওয়ার ২টি উদাহরণ হল-

ক. তথ্যবিনিময় আমাদের নিরাপদ রাখে

খ. ভালোভাবে বাঁচার সহায়তা করে।

প্রশ্ন-৭ : আইসিটির ২টি উদাহরণ দাও।

উত্তর : আইসিটির ২টি উদাহরণ হল- ক. ইন্টরনেট, খ. ই-মেইল।

প্রশ্ন-৮ : আমরা তথ্য সংগ্রহ করতে পারি এমন ২টি মাধ্যমের নাম লিখ।

উত্তর : আমরা তথ্য সংগ্রহ করতে পারি এমন ২টি মাধ্যম হল-

ক. ইন্টারনেট, খ খবরের কাগজ

প্রশ্ন-৯ : ইন্টারনটের তিনটি সার্চ ইঞ্জিনের নাম লিখ।

উত্তর : ইন্টারনেটের তিনটি সার্চ ইঞ্জিন হল-

ক. গুগল খ ইয়াহু ও গ. পিপীলিকা।

প্রশ্ন-১০ : ইন্টারনেট কী?

উত্তর : ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। যার মাধ্যমে মুহূর্তেই সব স্থানের খবরাখবর জানা যায়।

ইসলাম ও নৈতিক শিক্ষা

মো. ফোরকান আহমেদ

সহকারী শিক্ষক

মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

দ্বিতীয় অধ্যায় : ইবাদত

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩৩. কোন মাসের কত তারিখে কোরবানি করতে হয়?

উত্তর : জিলহজ মাসে ১০-১২ তারিখের মধ্যে কোরবানি করতে হয়।

৩৪. তোমার প্রত্যেকটি কাজ কীভাবে ইবাদতের শামিল হতে পারে?

উত্তর : আমার প্রত্যেকটি কাজ বিস্মিল্লাহ বলে শুরু করলে তা ইবাদত বলে গণ্য হতে পারে।

৩৫. মুমিনের মিরাজ কোন ইবাদত?

উত্তর : সালাত হল মুমিনের মিরাজ।

৩৬. সালাত অর্থ কী?

উত্তর : সালাত শব্দের অর্থ নত হওয়া, বিনয়-বিনম্র হওয়া, দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা ইত্যাদি।

৩৭. এবাদত শব্দের অর্থ কী?

উত্তর : বন্দেগি।

৩৮. কাকে বলে?

উত্তর : আল্লাহতায়ালার আনুগত্য স্বীকার করাকে এবাদত বলে।

৩৯. আমাদের ইলাহ কে?

উত্তর : আল্লাহ।

৪০। ইলাহ মানে কী?

উত্তর : মাবুদ।

৪১. আমরা আল্লাহর কী?

উত্তর : আবদ।

৪২. ‘আবদ’ মানে কী?

উত্তর : অনুগত বান্দা।

৪৩. আল্লাহ তায়ালার আদেশ-নিষেধ মেনে চলাকে কী বলে?

উত্তর : এবাদত।

৪৪. ভালো কাজে উৎসাহ দেয়া কী?

উত্তর : এবাদত।

৪৫. কীসের জন্য পাক-পবিত্রতা প্রয়োজন?

উত্তর : আল্লাহর এবাদতের জন্য।

৪৬. অপবিত্র মন কী?

উত্তর : শয়তানের কারখানা।

৪৭. অপবিত্র অবস্থায় কী স্পর্শ করা যায় না?

উত্তর : কোরআন মজিদ।

৪৮. তায়াম্মুম করার জন্য কী প্রয়োজন?

উত্তর : পবিত্র মাটি বা মাটি জাতীয় পদার্থ।

৪৯. সালাতের মাধ্যমে আল্লাহর প্রতি কী প্রকাশ পায়?

উত্তর : বান্দার চরম আনুগত্য

প্রকাশ পায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম