Logo
Logo
×

টিউটোরিয়াল

উক্তি: সময়ের মূল্য

Icon

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* দেয়ালের দিকে তাকিয়ে সময় নষ্ট কর না। সেখানে একা একা দরজা জন্মাবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু কর। -কোকো শ্যানেল

* সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না। বুদ্ধিমান মানুষ এর সঙ্গে ছুটতে চায়।

-শপেনহ্যাওয়ার

* সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার কর, তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে।

-থমাস জেফারসন

* যে লোক জীবনের একটি ঘণ্টা নষ্ট করার সাহস করে, সে আসলে জীবনের মূল্য এখনো বোঝেনি। -চার্লস ডারউইন

* যার কিছুই নেই, তার হাতেও সময় আছে। ওটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ।

- ব্যালটাজার গার্সিয়ান

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম