Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষা ২০২৫ : জীববিজ্ঞান প্রস্তুতি

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ২০ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

জীবে পরিবহণ

১। প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি?

উত্তর : ৯০%

২। কাঠ দীর্ঘদিন পানির সংস্পর্শে থাকলে ফুলে ওঠার কারণ কী? উত্তর : ইমবাইবিশন

৩। কীসের অভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়?

উত্তর : সূর্যালোক

৪। বর্ষাকালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কীসের জন্য? উত্তর : ইমবাইবিশন

৫। প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে? উত্তর : পানি

৬। কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধর্মী হওয়ায় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়?

উত্তর : ইমবাইবিশন

৭। ব্যাপন কাকে বলে?

উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে।

৮। অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে?

উত্তর : বৈষম্যভেদ্য পর্দা

৯। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া?

উত্তর : জৈব প্রক্রিয়া

১০। অভিস্রবণ সিলেকটিভলি ভেদ্য পর্দার মধ্যে দিয়ে কোন পদার্থ স্থানান্তরিত হয়? উত্তর : দ্রাবক

১১। উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে কীসের সাহায্যে?

উত্তর : ব্যাপন

১২। ব্যাপন কোন চাপের ফলে ঘটে? উত্তর : ব্যাপন চাপ

১৩। জীবদেহের ভৌত ভিত্তি কী?

উত্তর : প্রোটোপ্লাজম

১৪। উদ্ভিদ সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান CO₂ বায়ু থেকে কোন প্রক্রিয়ায় গ্রহণ করে?

উত্তর : ব্যাপন

১৫। বীজে অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে কোন প্রক্রিয়ার ওপর?

উত্তর : অভিস্রবণ

১৬। কোন প্রক্রিয়া পত্ররন্ধ্র বন্ধ ও খোলা হওয়া নিয়ন্ত্রণ করে? উত্তর : প্রস্বেদন

১৭। অভিস্রবণ প্রক্রিয়ায় বৈষম্যভেদ্য পর্দার মধ্যে দিয়ে কী যাতায়াত করে?

উত্তর : দ্রাবক

১৮। উদ্ভিদের অভ্যন্তরে এককোষ থেকে পানি অন্যকোষে চলাচল করে কোন প্রক্রিয়ায়?

উত্তর : অভিস্রবণ

১৯। উদ্ভিদের পানি পরিশোষণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কী?

উত্তর : অভিস্রবণ ও প্রস্বেদন

২০। পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঞ্চলে পরিবহণ করে কী?

উত্তর : ফ্লোয়েম

২১। উদ্ভিদে প্রস্তুতকৃত খাদ্য কোন কোষের মাধ্যমে বিভিন্ন অঙ্গে পরিবাহিত হয়?

উত্তর : সিভনল

২২। মূলরোম থেকে পানি কর্টেক্সে প্রবেশ করে কোন পদ্ধতিতে? উত্তর : কোষান্তর অভিস্রবণ

২৩। কৈশিক পানি মাটি থেকে অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলরোমে

২৪। মূলরোম থেকে পানি কোথায় প্রবেশ করে?

উত্তর : মূলের কর্টেক্সে

২৫। মূলরোম দিয়ে শোষিত পানি কোন প্রক্রিয়ায় জাইলেম ভেসেলে পৌঁছায়?

উত্তর : অভিস্রবণ

২৬। ক্যালোজ কখন গলে যায়?

উত্তর : গ্রীষ্মকালে

২৭। সুউচ্চ বৃক্ষের পাতায় পানি পৌঁছায় কীসের মাধ্যমে?

উত্তর : ভেসেল

২৮। উদ্ভিদে শোষণ কয়টি উপায়ে হয়ে থাকে?

উত্তর : ১টি

২৯। লবণ শোষণের বাহক তত্ত্ব কত সালে প্রবর্তিত হয়?

উত্তর : ১৯৩৭ সালে

৩০। কোন উদ্ভিদ অতিরিক্ত খাদ্য পাতায় সঞ্চিত রাখে?

উত্তর : ঘৃতকুমারী

৩১। ফ্লোয়েমের কোন কোষে শীতকালে ক্যালোজ জমা হয়?

উত্তর : সিভনল

৩২। লবণ শোষণের বাহক তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : Van der Honert

৩৩। Mason and Maskell কত সালে তুলা গাছের কাণ্ড ফ্লোয়েম পরীক্ষা করেন? উত্তর : ১৯২৮ সালে

৩৪। ঘৃতকুমারীর কোন অঙ্গে খাদ্য জমা থাকে?

উত্তর : পাতায়

৩৫। কোষ রস পরিবহণকে কয় ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৩৬। স্যাফ্রোনিনের রং কী? উত্তর : লাল

৩৭। ফ্লুইড অফ লাইম বলা হয় কাকে? উত্তর : পানিকে

৩৮। কী রোধ করার জন্য শীতে পাতা ঝরে যায়?

উত্তর : প্রস্বেদন

৩৯। উদ্ভিদ প্রধানত অভিকর্ষীয় পানি কী দ্বারা শোষণ করে?

উত্তর : মূল

৪০। প্রস্বেদনকে ‘প্রয়োজনীয় ক্ষতি’ নামে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? উত্তর : কার্টিস

৪১। পত্ররন্ধ্রে কোন ধরনের কোষ থাকে? উত্তর : রক্ষীকোষ

৪২। উদ্ভিদের গৌণ বৃদ্ধি হলে, কাণ্ডের বাকল ফেটে কী সৃষ্টি হয়? উত্তর : লেন্টিসেল

৪৩। প্রস্বেদন প্রক্রিয়ায় পাতার কোন অংশের বায়ু পানির সঙ্গে মিশে? উত্তর : বায়ুকুঠুরি

৪৪। বায়বীয় অঙ্গের ভিত্তিতে প্রস্বেদন কয় ভাগে বিভক্ত?

উত্তর : ৩ ভাগে

৪৫। কোষরস কাকে বলে?

উত্তর : উদ্ভিদ কোষে উপস্থিত খনিজ পদার্থ মিশ্রিত যে পানি তাকে কোষরস বলে।

৪৬। উদ্ভিদে প্রস্বেদনের শতকরা কতভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে ঘটে? উত্তর : ৯০%

৪৭। কিউটিকল কাকে বলে? উত্তর : পাতার উপর ও নিচের কিউটিনের আবরণকে কিউটিকল বলে।

৪৮। রক্তরসের রং কেমন? উত্তর : ঈষৎ হলুদাভ

৪৯। রক্তসংবহনতন্ত্রকে সাধারণত কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : ২ ভাগে

৫০। সাধারণত রক্তের কতভাগ রক্তরস? উত্তর : ৫৫ ভাগ

৫১। রক্তরসে জৈব ও অজৈব পদার্থের শতকরা পরিমাণ কত? উত্তর : ৮-৯%

৫২। রক্তরস কাকে বলে?

উত্তর : রক্তের বর্ণহীন তরল অংশকে রক্তরস বলে।

৫৩। রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?

উত্তর : যে তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে রক্ত সংবহনতন্ত্র বলে।

৫৪। মানবদেহে কত প্রকার রক্তকণিকা দেখা যায়?

উত্তর : ৩ প্রকার

৫৫। রক্তকণিকার জন্ম কোথায়?

উত্তর : লাল অস্থিমজ্জায়

৫৬। একই দিনে জন্ম নেওয়া একটা শ্বেত কণিকার চেয়ে একটা লোহিত কণিকা কতদিন বেশি বাঁচে?

উত্তর : ১০০ দিন

৫৭। প্রতি কিউবিক মিলিমিটার রক্তে শ্বেতকণিকার সংখ্যা কত? উত্তর : ৫-১০ হাজার

৫৮। প্রতি কিউবিক মিলিমিটারে পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? উত্তর : প্রায় ৫০ লাখ

৫৯। শ্বেত রক্তকণিকার চেয়ে লোহিত রক্তকণিকার সংখ্যা কত গুণ বেশি? উত্তর : প্রায় ৫০০ গুণ

৬০। প্রতি কিউবিক মিলিমিটারে অণুচক্রিকার সংখ্যা কত?

উত্তর : প্রায় ২ লাখ ৫০ হাজার

৬১। অস্থিমজ্জা থেকে কী রক্তকণিকা উৎপন্ন হয়?

উত্তর : লোহিত ও শ্বেত কণিকা

৬২। রক্তরসে শতকরা প্রায় কত ভাগ পানি রয়েছে?

উত্তর : ৯০%

৬৩। মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়? উত্তর : পুঁজ

৬৪। রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা অতিমাত্রায় বেড়ে গেলে কী হয়? উত্তর : লিউকোমিয়া

৬৫। ফ্যাগোসাইটিসিস কাকে বলে?

উত্তর : শ্বেত রক্তকণিকার জীবাণু ভক্ষণের প্রক্রিয়াকে ফ্যাগোসাইটিসিস বলে।

৬৬। কোন বিজ্ঞানী মানুষের রক্তের শ্রেণিবিভাগ করেন?

উত্তর : কার্ল ল্যান্ড স্টেইনার

৬৭। একজন সুস্থ ব্যক্তি কত মাস অন্তর রক্ত দান করতে পারে? উত্তর : চার মাস

৬৮। বিজ্ঞানী কার্লল্যান্ড স্টেইনার কত সালে মানুষের রক্তের শ্রেণিবিন্যাস করেন? উত্তর : ১৯০১ সালে

৬৯। স্ট্রোক কী?

উত্তর : মস্তিষ্কের কোনো অংশের শিরা বা ধমনি ছিঁড়ে যাওয়ার কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার অবস্থাকে স্ট্রোক বলে।

৭০। মানব দেহে কয় ধরনের এন্টিজেন রয়েছে?

উত্তর : ২ ধরনের

৭১। একজন সুস্থ মানুষ একবারে কত মিলি রক্ত দিতে পারে? উত্তর : ৪৫০ মিলি

৭২। মানুষের দেহে প্রতি সেকেন্ডে কতটি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়? উত্তর : ২০ লাখ

৭৩। হৃৎপিণ্ডের প্রাচীর কয়টি স্তর নিয়ে গঠিত? উত্তর : ৩টি

৭৪। ডায়াস্টোল কাকে বলে?

উত্তর : হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোল বলে।

৭৫। হৃৎপিণ্ড আবৃতকারী পর্দার নাম কী?

উত্তর : পেরিকার্ডিয়াম

৭৬। এপিকার্ডিয়াম মূলত কী দিয়ে গঠিত?

উত্তর : যোজক কলা

৭৭। ঊর্ধ্ব মহাশিরার কার্বন-ডাই-অক্সাইড সমৃদ্ধ রক্ত কীসে প্রবেশ করে? উত্তর : ডান অলিন্দ

৭৮। হেপাটিক শিরার শোষিত রক্ত কোথায় যায়?

উত্তর : হৃৎপিণ্ডে

৭৯। শিরা কাকে বলে?

উত্তর : যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাদেরকে শিরা বলে।

৮০। ডান নিলয় থেকে কোন নাড়ি বের হয়?

উত্তর : ফুসফুসীয় ধমনি

৮১। টিউনিকা মিডিয়া কোথায় পাওয়া যায়? উত্তর : ধমনি

৮২। ধমনির মাঝের স্তরটিকে কী বলে?

উত্তর : টিউনিকা মিডিয়া

৮৩। সুস্থ অবস্থায় হাতের কব্জিতে পালসের মান প্রতি মিনিটে কত? উত্তর : ৭০

৮৪। প্রসবকালীন উচ্চ রক্তচাপজনিত সমস্যাকে কী বলে?

উত্তর : এক্লামশিয়া

৮৫। হৃৎপিণ্ডে রক্ত চলাচল কমে যাওয়ার ফলে বুকে ব্যথা অনুভূত হওয়াকে কী বলে?

উত্তর : অ্যানজিনা

৮৬। কোলেস্টেরল কোন হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়?

উত্তর : কোলেস্টেইন

৮৭। আমাদের রক্তে LDL-এর শতকরা পরিমাণ কত?

উত্তর : ৭০ শতাংশ

৮৮। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে LDL-এর আদর্শ মান কত?

উত্তর : ১.৬৮-৪.৫৩

৮৯। নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে LDL-এর আদর্শ মান কত?

উত্তর : ১.৬৮-৪.৫৩

৯০। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে HDL-এর আদর্শ মান কত?

উত্তর : ০.৯০-১.৪৫

৯১। নারীর রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে HDL-এর আদর্শ মান কত?

উত্তর : ০.৯০-১.৬৮

৯২। পুরুষের রক্তে প্রতি গ্রাম/ডেসি লিটারে ট্রাই গ্লিসারাইডের আদর্শ মান কত?

উত্তর : ০.৪৫-১.৮১

৯৩। কোন গ্রন্থির হরমোন তৈরিতে কোলস্টেরল ব্যবহৃত হয়? উত্তর : অ্যাডরেনাল

৯৪। মেদবহুল যকৃতে লিপিডের পরিমাণ কত শতাংশ পর্যন্ত বেড়ে যায়?

উত্তর : ২০-৩০

৯৫। রক্ত কোষের ক্যানসারকে কী বলে?

উত্তর : লিউকেমিয়া

৯৬। কোন অণুজীবের সংক্রমণে বাতজ্বর হয়?

উত্তর : Streptococcus

৯৭। হার্টবিট কী?

উত্তর : প্রতি মিনিটে যে সংখ্যক বার হৃৎপিণ্ড সংকুচিত ও প্রসারিত হয় তাকে হার্টবিট বলে।

৯৮। নেফ্রন কী?

উত্তর : বৃক্কের ইউরিনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ ও কার্যিক একককে নেফ্রন বলে।

৯৯। নাড়িঘাত চাপ কী?

উত্তর : উচ্চ রক্তচাপ ও নিু রক্তচাপের পার্থক্যকে নাড়িঘাত চাপ বলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম