এসএসসি পরীক্ষা ২০২৫ : ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
ভূগোল ও পরিবেশ
১। Geography শব্দটির অর্থ কী?
ক. পৃথিবীর বর্ণনা খ. গোলাকার পৃথিবী
গ. পৃথিবীর রূপ ঘ. পৃথিবীর লেখচিত্র
২। Geography শব্দটি প্রথম ব্যবহার করেন কে?
ক. অধ্যাপক ম্যাকনি খ. অ্যাকারমেন
গ. ইরাটস থেনিস ঘ. সি.সি. পার্ক
৩। ইরাটস থেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন?
ক. আমেরিকা খ. ফ্রান্স গ. স্পেন ঘ. গ্রিস
৪। Geo শব্দের অর্থ হলো-
i. পৃথিবী ii. বর্ণনা iii. ভূ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কোন ভূগোলবিদ?
ক. অধ্যাপক ম্যাকনি খ. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
গ. অধ্যাপক কার্ল রিটার ঘ. রিচার্ড হার্টশোন
৬। ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবন ধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল- কার মতে?
ক. অধ্যাপক ম্যাকনি খ. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প
গ. অধ্যাপক কার্ল রিটার ঘ. ভূগোলবিদ অ্যাকারমেন
৭। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে । কার দেওয়া সংজ্ঞা এটি?
ক. সি.সি. পার্ক খ. পরিবেশ বিজ্ঞানী আর্মস
গ. ম্যাকনি ঘ. কার্ল রিটার
৮। পরিবেশের উপাদান কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
৯। কোনটি পরিবেশের জীব উপাদান?
i. গাছপালা ii. নদী-সাগর iii. মানুষ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। কোনটি পরিবেশের জড় উপাদান?
i. পাহাড়-পর্বত ii. মাটি-পানি iii. কীট-পতঙ্গ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১১। পরিবেশ সাধারণত কয় প্রকার?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১২। প্রকৃতির জীব ও জড় উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে বলে-
ক. সামাজিক পরিবেশ খ. কৃত্রিম পরিবেশ
গ. ভৌগোলিক পরিবেশ ঘ. প্রাকৃতিক পরিবেশ
১৩। পূর্বে ভূগোলকে প্রধানত কয় ভাগে ভাগ করা হতো?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে
১৪। পৃথিবীর ভূমিরূপ ও এর গঠন প্রক্রিয়া কোন ভূগোলের আলোচ্য বিষয়?
ক. সামাজিক ভূগোল খ. মানব ভূগোল
গ. প্রাকৃতিক ভূগোল ঘ. শিল্প ভূগোল
১৫। পশু-পালন, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য পরিচালনা করা কোন ভূগোলের আলোচনার বিষয়?
ক. রাজনৈতিক ভূগোল খ. গাণিতিক ভূগোল
গ. মানব ভূগোল ঘ. অর্থনৈতিক ভূগোল
১৬। রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা নিয়ে আলোচনা করে?
ক. মানব ভূগোল খ. প্রাকৃতিক ভূগোল
গ. রাজনৈতিক ভূগোল ঘ. অর্থনৈতিক ভূগোল
১৭। পৃথিবীর কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ কেমন জানতে হলে পাঠ করতে হবে কোনটি?
ক. পরিবেশ বিজ্ঞান খ. ভূগোল ও পরিবেশ
গ. সামাজিক বিজ্ঞান ঘ. পরিবেশ ও প্রকৃতি
১৮। কোনটি গাণিতিক ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা
খ. উদ্ভিদ ও জীবজন্তু
গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
ঘ. শহরের ক্রমবিকাশ
১৯। কোনটির মাধ্যমে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পক তৈরি হচ্ছে?
ক. অন্তঃক্রিয়ার মাধ্যমে খ. মিথস্ক্রিয়ার মাধ্যমে
গ. বহিঃক্রিয়ার মাধ্যমে ঘ. সাধারণ ক্রিয়ার মাধ্যমে
২০। কোনটি সামাজিক ভূগোলের অন্তর্ভুক্ত?
ক. সময় গণনা খ. কৃষিকাজ
গ. জনসংখ্যা ঘ. জনপদ তৈরি
উত্তর : ১.ক ২.গ ৩.ঘ ৪.খ ৫.গ ৬.ক ৭.খ ৮.ক ৯.গ ১০.ঘ ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.গ ১৯.খ ২০.ঘ।
