|
ফলো করুন |
|
|---|---|
সবুজ প্রকৃতি দেখলে সবারই চোখ জুড়িয়ে যায়। বিশেষ করে গাছের সবুজ পাতা বা সবুজে ঘেরা মাঠ দেখলে প্রাণে দোলা দেয়। হারিয়ে যেতে ইচ্ছা করে প্রকৃতির অপার সৌন্দর্যে। ঘাস এবং অন্যান্য অধিকাংশ উদ্ভিদের রং সবুজ। দীর্ঘ প্রান্তর জুড়ে সবুজ ঘাসের গালিচা আমাদের এতটাই মুগ্ধ করে যে, স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে- কীভাবে এরা এত সবুজ রং ধারণ করে? কারণ এদের কোষে আছে ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে থাকে চারটি ভিন্ন ভিন্ন রং। এগুলো হলো- ১. ক্লোরোফিল এ, যার রং নীলচে সবুজ এবং যা সবচেয়ে শক্তিশালী; ২. ক্লোরোফিল বি, যার রং হলদে সবুজ; ৩. জ্যান্টোফিল, যার রং হলদে এবং ৪. কমলা রঙের ক্যারোটিন। এ রংগুলোর সমন্বয়ে ঘাসের রং সবুজ হয় এবং পরিমাণের পার্থক্যে ঘাসের রংও ঋতুর সঙ্গে বদলায়।
