Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষা ২০২৫ : পৌরনীতি ও নাগরিকতা

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

পৌরনীতি ও নাগরিকতা

সৃজনশীল নৈর্ব্যক্তিক :

১। কোনটিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়?

ক. পৌরনীতিকে খ. অর্থনীতিকে

গ. সমাজনীতিকে ঘ. ধর্মনীতিকে

২। পৌরনীতিতে কোন সব বিষয় আলোচনা করা হয়?

ক. অর্থনীতির সঙ্গে জড়িত সব বিষয়

খ. ধর্মের সঙ্গে জড়িত সব বিষয়

গ. নাগরিকতার সঙ্গে জড়িত সব বিষয়

ঘ. সমাজের সঙ্গে জড়িত সব বিষয়

৩। সিভিক্স শব্দটি কোন ভাষার শব্দ থেকে এসেছে?

ক. ইংরেজি খ. ল্যাটিন

গ. বাংলা ঘ. ফার্সি

৪। সিভিস শব্দের অর্থ কী?

ক. নগর খ. পৌরনীতি

গ. নাগরিকতা ঘ. নাগরিক

৫। কোনটির অর্থ নগর রাষ্ট্র?

ক. সিভিক্স খ. সিভিস

গ. সিভিটাস ঘ. মিলিটাস

৬। প্রাচীন কোন অঞ্চলে নাগরিক ও নগর-রাষ্ট্র অবিচ্ছেদ্য ছিল?

ক. মিশর খ. গ্রিস

গ. চীন ঘ. ভারত

৭। বাংলাদেশের লোকসংখ্যা কত?

ক. প্রায় ১৫ কোটি খ. প্রায় ১৩ কোটি

গ. প্রায় ১৮ কোটি ঘ. প্রায় ১৪ কোটি

৮। বিষয়বস্তুর দৃষ্টিতে পৌরনীতিতে কয়টি অর্থে আলোচনা করা যায়?

ক. একটি খ. দুটি

গ. তিনটি ঘ. চারটি

৯। নাগরিকরা রাষ্ট্র প্রদত্ত কী ধরনের অধিকার ভোগ করে?

i. সামাজিক ii. রাজনৈতিক iii. অর্থনৈতিক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০। কমনওয়েলথ কী ধরনের প্রতিষ্ঠান?

ক. স্থানীয় খ. জাতীয়

গ. আন্তর্জাতিক ঘ. সামাজিক

১১। পৌরনীতি ও নাগরিকতার আলোচ্য বিষয় হলো -

i. সামাজিক মূল্যবোধ ii. স্বাধীনতা ও সাম্য iii. সংবিধান

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২। সন্তান জন্মদান ও লালন-পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে- কার সংজ্ঞা?

ক. ম্যাকাইভার খ. টমাস হবস্

গ. জনলক ঘ. জ্যাক রুশো

১৩। বংশ গণনা ও নেতৃত্বের নীতির ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

১৪। মাতৃতান্ত্রিক পরিবার কার নেতৃত্বে পরিচালিত হয়?

ক. বাবার খ. মায়ের

গ. ভাইয়ের ঘ. বোনের

১৫। আমাদের দেশে কাদের মধ্যে মাতৃতান্ত্রিক পরিবার দেখা যায়?

ক. চাকমা খ. মুরং গ. গারো ঘ. সাঁওতাল

১৬। কোন পরিবারগুলো সাধারণত বড় পরিবার?

ক. মাতৃতান্ত্রিক পরিবার খ. যৌথ পরিবার

গ. একক পরিবার ঘ. পিতৃতান্ত্রিক পরিবার

১৭। পারিবারিক গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয়ভাগে ভাগ করা যায়?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

১৮। বাংলাদেশে কোন ধরনের পরিবার রয়েছে?

ক. একক পরিবার খ. যৌথ পরিবার

গ. একক ও যৌথ পরিবার ঘ. মাতৃতান্ত্রিক পরিবার

১৯। বৈবাহিক সূত্রের ভিত্তিতে কয় ধরনের পরিবার দেখা যায়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২০। এক পত্নীক পরিবারে একজন স্বামীর কয়জন স্ত্রী থাকে?

ক. একজন খ. দুজন

গ. তিনজন ঘ. চারজন

উত্তর : ১.ক, ২.গ, ৩.খ, ৪.ঘ, ৫.গ, ৬.খ, ৭.ক, ৮.খ, ৯.ঘ, ১০.গ, ১১.ঘ, ১২.ক, ১৩.ক, ১৪.খ, ১৫.গ, ১৬.খ, ১৭.ক, ১৮.গ, ১৯.খ, ২০.ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম