এসএসসি পরীক্ষা ২০২৫ জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ০৮ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৪৪। জীবন রক্ষায় অক্সিজেনের পর কোনটির অবস্থান?
উত্তর : পানি
৪৫। মানবদেহে পানির কাজগুলোকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ৩ ভাগে
৪৬। একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন?
উত্তর : ৪৫-৬০ ভাগ
৪৭। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বস্তুকে খাদ্যনালি থেকে কী করে? উত্তর : পরিশোষণ করে
৪৮। সেলুলোজ ও রাফেজ কোন ধরনের শর্করা?
উত্তর : জটিল
৪৯। খাদ্যআঁশ উদ্ভিদের কী তৈরি করে? উত্তর : কাঠামো
৫০। সুষম খাদ্যে আমিষ, চর্বি ও শর্করার অনুপাত কত?
উত্তর : ৪ : ১ : ১
৫১। একজন পূর্ণবয়স্ক পরিশ্রমহীন পুরুষের দৈনিক কত গ্রাম মাছ বা মাংস খাওয়া উচিত? উত্তর : ৩০ গ্রাম
৫২। ডিমের প্রতি ১০০ গ্রামে কী পরিমাণ চর্বি থাকে?
উত্তর : ১৩.৩ গ্রাম
৫৩। একজন পূর্ণবয়স্ক পরিশ্রমী মহিলার প্রতিদিনের সুষম খাদ্য তালিকায় কত গ্রাম পরিমাণ দুধ থাকা দরকার?
উত্তর : ২০০ গ্রাম
৫৪। প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছে অমিষের পুষ্টিমাণ কত?
উত্তর : ২১.৮ গ্রাম
৫৫। দৈনিক কত গ্লাস পানি পান করা উচিত?
উত্তর : ৭-৮ গ্লাস
৫৬। চালে শতকরা কত ভাগ শর্করা থাকে?
উত্তর : ৭৯ ভাগ
৫৭। মসুর ডালে আমিষের পরিমাণ কত? উত্তর : ২৪.১%
৫৮। ১ গ্রাম চর্বি হতে কত ক্যালরি শক্তি পাওয়া যায়?
উত্তর : ৯ ক্যালরি
৫৯। আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়?
উত্তর : থাইরয়েড
৬০। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়?
উত্তর : ভিটামিন ডি
৬১। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়?
উত্তর : ভিটামিন-বি১২
৬২। গলগন্ড রোগ কয় প্রকার? উত্তর : ২ প্রকার
৬৩। অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণের ফলে কী হয়? উত্তর : টক্সিক গলগন্ড
৬৪। মৌলবিপাক শক্তি কাকে বলে?
উত্তর : বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে মৌলবিপাক শক্তি বলে।
৬৫। ১৫ কিলোক্যালরি = কত জুল?
উত্তর : ৬২,৭০০ জুল
৬৬। খাদ্য গ্রহণে আমাদের শরীর কত শতাংশ শক্তি পায়?
উত্তর : ১০-২০%
৬৭। আমাদের শরীরের কতভাগ শক্তির উৎপাদন বিএমআর নিয়ন্ত্রণ করে? উত্তর : ৬০-৭৫ ভাগ
৬৮। বিএমআর এর পূর্ণনাম কী?
উত্তর : বেসাল মেটাবলিক রেট
৬৯। শিমে কত কিলোক্যালরি শক্তি আছে? উত্তর : ৯৬
৭০। মোটা হওয়ার প্রথম স্তরে বিএমআই-এর মান কত?
উত্তর : ৩০-৩৪.৯
৭১। বিএমআই-এর মান কত হলে সুস্বাস্থ্য নির্দেশ করে?
উত্তর : ১৮.৫-২৪.৯
৭২। বাণিজ্যিক রং কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট করে?
উত্তর : যকৃৎ
৭৩। মানুষের ছেদন দাঁত কয়টি? উত্তর : ৪টি
৭৪। মানুষের স্থায়ী দাত কয় ধরনের? উত্তর : ৪
৭৫। দুজন মানুষের কয়টি প্রিমোলার দাঁত থাকে?
উত্তর : ১৬টি
৭৬। দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী? উত্তর : এনামেল
৭৭। অন্ত্রের প্রধান অংশ কয়টি? উত্তর : ২টি
৭৮। ভিলাস কাকে বলে?
উত্তর : ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো প্রক্ষেপিত অংশকে ভিলাস বলে।
৭৯। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?
উত্তর : যকৃৎ
৮০। ইউরিক এসিড কোথায় তৈরি হয়? উত্তর : যকৃতে
৮১। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি রয়েছে?
উত্তর : ৩ জোড়া
৮২। যকৃৎ কয়টি অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত? উত্তর : ৪টি
৮৩। যকৃতের উদ্বৃত্ত গ্লুকোজ কিরূপে সঞ্চয় করে রাখে?
উত্তর : গ্লাইকোজেন রূপে
৮৪। কোন এনজাইম শ্বেতসার পরিপাকে অংশ নেয়?
উত্তর : টায়ালিন
