Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

ভৌত রাশি ও পরিমাপ

১। সময়ের মাত্রা হলো-

ক) I খ) θ গ) L √ঘ) T

২। একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 এবং পিচ 1 mm. এটির লঘিষ্ঠ গণন কত?

ক) 0.1 mm খ) 1 mm গ) 0.001 mm √ঘ) 0.01 mm

৩। ১ মিটারে কত সেন্টিমিটার?

ক) ১০ √খ) ১০০ গ) ১০০০ ঘ) ১

৪। মিটার স্কেল ব্যবহার করে কোনটি পর্যন্ত সঠিকভাবে মাপা যায়?

√ক) মিলিমিটার খ) মাইক্রোমিটার

গ) ন্যানোমিটার ঘ) সেন্টিমিটার

৫। পিয়েরে ভার্নিয়ার পেশায় ছিলেন-

ক) চিকিৎসক √খ) গণিতবিদ

গ) পদার্থবিদ্যা ঘ) প্রাণিবিজ্ঞানী

৬। লঘিষ্ঠ গণনকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়-

ক) M খ) D গ) L √ঘ) LC

৭। চিরায়ত পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে-

√ক) ত্রিমাত্রিক এক বিস্তৃতি খ) ত্রিমাত্রিক দুই বিস্তৃতি

গ) দ্বিমাত্রিক এক বিস্তৃতি ঘ) দ্বিমাত্রিক দুই বিস্তৃতি

৮। ভার্নিয়ারের কোনো দাগ যদি প্রধান স্কেলের কোনো দাগের সঙ্গে মিলে যায় বা দাগের সবচেয়ে কাছাকাছি থাকে তবে ওই দাগই হবে-

ক) ভার্নিয়ার ধ্রুবক খ) যান্ত্রিক ত্রুটি

√গ) ভার্নিয়ার সমপাতন ঘ) ভার্নিয়ার ক্যালিপার্স

৯। তুলা যন্ত্রে কয়টি পাল্লা থাকে?

√ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) একটি

১০। কোনটি মৌলিক রাশি?

ক) বেগ খ) বল √গ) সময় ঘ) তাপ

১১। নিচের কোনটি মৌলিক রাশি নয়?

ক) তাপমাত্রা √খ) দীপন তীব্রতা

গ) দীপন ক্ষমতা ঘ) তড়িৎপ্রবাহ

১২। যেসব রাশি স্বাধীন অর্থাৎ অন্য রাশির ওপর নির্ভর করে না তাকে কী বলে?

ক) সিংহ রাশি খ) মকর রাশি

গ) লব্ধ রাশি √ঘ) মৌলিক রাশি

১৩। কোনটি মৌলিক রাশি?

ক) দীপন তীব্রতা √খ) দীপন ক্ষমতা গ) শক্তি ঘ) তাপ

১৪। এককের সংকেত দেখা হয়-

i) বড় হাতের হরফে ii) ছোট হাতের হরফে iii) ব্যক্তির নাম থেকে গৃহীত এককের প্রথম অক্ষর বড় হাতের হরফে। - নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii √গ) ii, iii ঘ) i, ii, iii

১৫। কোন স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 এবং পিচ যদি ½ মি.মি. হয় তবে উক্ত যন্ত্রের লঘিষ্ঠ গণন কত হবে?

√ক) 0.01 মি. মি. খ) 0.1 মি. মি.

গ) 0.05 মি. মি. ঘ) 0.005 মি. মি.

১৬। পরিমাপের ক্ষেত্রে কয় ধরনের ত্রুটি থাকতে পারে?

ক) দুই √খ) তিন গ) চার ঘ) পাঁচ

১৭। তুলাযন্ত্র ব্যবহার করা হয়-

i) পদার্থবিজ্ঞানে ii) জ্যোতির্বিজ্ঞানে iii) রসায়নে

নিচের কোনটি সঠিক?

ক) i, ii √খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii

১৮। উপলব্ধি এবং ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহৃত হয়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে-

i) 1 মিলিমিটার (mm)=103 মিটার (m)

ii) 1 মিলিগ্রাম (mg)=10-6 কিলোগ্রাম (kg)

iii) 1 মাইক্রোঅ্যাম্পিয়ার (mA=106) অ্যাম্পিয়ার (A)

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) iii √ঘ) i, ii

১৯। দৈব ক্রুটির প্রত্যাশিত মান কত?

√ক) 0 খ) ½ গ) 12 ঘ) -1

২০। পর্যবেক্ষকের কারণে পাঠে যে ত্রুটি আসে তাকে কী বলে?

ক) দৈব ত্রুটি খ) শূন্য ত্রুটি

গ) যান্ত্রিক ত্রুটি √গ) ব্যক্তিগত ত্রুটি

২১। কৃত্রিম উপগ্রহ ভূমিকা রাখছে-

i) কম্পিউটার আবিষ্কারে

ii) আবহাওয়া পূর্বাভাস প্রদানে

iii) যোগাযোগ সহজ করতে

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii √গ) ii, iii ঘ) i, ii, iii

২২। পদার্থবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে-

i) প্রকৃতির রহস্য উদঘাটন করা

ii) প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করা

iii) প্রাকৃতিক ঘটনাগুলো ব্যাখ্যা করা।

নিচের কোনটি সঠিক?

ক) i, ii খ) i, iii গ) ii, iii √ঘ) i, ii, iii

২৩। দশের সূচকের ব্যবহার সম্পর্কিত নিচের বিবরণগুলো লক্ষ কর-

i) আলোর দ্রুতি 3x10⁸ ms-1

ii) 10-3= 0.0001

iii) 10ᵐx10ⁿ = 10ᵐ⁺ⁿ

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii √গ) i, iii ঘ) ii, iii

২৪। আন্তর্জাতিক পদ্ধতিতে পদার্থের পরিমাপের একক কী?

ক) গ্রাম খ) কিলোগ্রাম গ) মোল ঘ) পাউন্ড

২৫। স্ক্রু গজের সাহায্যে নিচের কোনটির ব্যাসার্ধ নির্ণয় করা যায়-

ক) বেলনের উচ্চতা খ) তারের ব্যাসার্ধ

গ) ফাঁপা নলে অন্তঃব্যাস √ঘ) ফাঁপা নলের বহিঃব্যাস

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

পৌরনীতি ও নাগরিকতা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২১। একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে কোন ধরনের পরিবারে?

ক) একপত্নীক খ) দ্বিপত্নীক

গ) বহুপতি ঘ) বহুপত্নীক

২২। বাংলাদেশে কোন ধরনের পরিবার দেখা যায় না?

ক) একপত্নীক খ) বহুপত্নীক

গ) একপতি ঘ) বহুপতি

২৩। পরিবার সাধারণত যেসব কাজ সম্পাদন করে-

i) জৈবিক কাজ ii) অর্থনৈতিক কাজ

iii) মনস্তাত্ত্বিক কাজ

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii

২৪। সন্তান জন্মদান, লালন পালন পরিবারের কী ধরনের কাজ?

ক) জৈবিক কাজ খ) অর্থনৈতিক কাজ

গ) শিক্ষামূলক কাজ ঘ) রাজনৈতিক কাজ

২৫। শিশুর জীবনের প্রথম পাঠশালা কোনটি?

ক) প্রাথমিক বিদ্যালয় খ) কিন্ডারগার্টেন

গ) পরিবার ঘ) খেলার মাঠ

২৬। পরিবারের অভিভাবকের ভূমিকা পালন করেন কে?

i) মা-বাবা ii) নানা-নানি iii) বড় ভাই-বোন

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii

গ) i ও iii ঘ) ii ও iii

২৭। সমাজের সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

ক) একটি খ) দুইটি

গ) তিনটি ঘ) চারটি

২৮। যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা’- কার উক্তি?

ক) টলস্টয় খ) জনলক

গ) অ্যারিস্টটল ঘ) সক্রেটিস

২৯। কোনটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান?

ক) রাষ্ট্র খ) সমাজ

গ) পরিবার ঘ) বিদ্যালয়

৩০। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে কয়টি রাষ্ট্র রয়েছে?

ক) প্রায় ১০০টি খ) প্রায় ১৫০টি

গ) প্রায় ২০০টি ঘ) প্রায় ২৫০টি

৩১। অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি উপাদান পাওয়া যায়?

ক) একটি খ) দুইটি

গ) তিনটি ঘ) চারটি

৩২। কোনটি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান?

i) জনসমষ্টি ii) খনিজ সম্পদ iii) সার্বভৌমত্ব

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৩। ভারতের জনসংখ্যা কত?

ক) ১১১ কোটি খ) ১২১ কোটি

গ) ১৩১ কোটি ঘ) ১৫১ কোটি

৩৪। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

ক) ২০১০ খ) ২০১২

গ) ২০১৫ ঘ) ২০১৭

৩৫। বাংলাদেশের চেয়ে রাষ্ট্রের ক্ষেত্রফল বড় কোনটির?

i) গণচীন ii) ভারত

iii) কানাডা

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii

গ) i ও ii ঘ) i, ii ও iii

৩৬। কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?

ক) দুইটি খ) তিনটি

গ) চারটি ঘ) পাঁচটি

৩৭। বাংলাদেশে কী ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?

ক) সংসদীয় সরকার খ) রাষ্ট্রপতি-শাসিত সরকার

গ) এক নায়কতান্ত্রিক সরকার

গ) রাজতান্ত্রিক সরকার

৩৮। সার্বভৌমত্বের কয়টি দিক রয়েছে?

ক) পাঁচটি খ) চারটি

গ) তিনটি ঘ) দুইটি

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৯-৪০নং প্রশ্নের উত্তর দাও ঃ

নুরজাহান বেগম অবসর সময়ে বাঁশের ঝুড়ি তৈরি করে বাজারে বিক্রি করেন। এ কাজে তার ভালো লাভ হয়। জামিলা তার কাছে ঝুড়ি তৈরি করা শিখে নিজের পরিবারের ব্যবহারের জন্য ঝুড়ি তৈরি করেন।

৩৯। নুরজাহান বেগমের কাজটি পরিবারের কোন ধরনের কাজ?

ক) শিক্ষামূলক খ) বিনোদনমূলক

গ) অর্থনৈতিক ঘ) মনস্তাত্ত্বিক

৪০। নুরজাহান বেগমের কাজটির ক্ষেত্রে নিচের কোনটি সর্বাধিক প্রোযোজ্য?

ক) শুধু নিজের সচ্ছলতা বৃদ্ধি করা

খ) তার গ্রামের মানুষকে কর্মক্ষম করে তোলা

গ) বাঁশের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে

ঘ) আত্মকর্মসংস্থান সৃষ্টি করে

উত্তর : ২১.ঘ ২২.ঘ ২৩.ঘ ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.গ ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.গ ৪০.ঘ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম