৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (০২)
ভূগোল : বাংলাদেশ ও বিশ্ব
প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
১. ঋতু পরিবর্তন হয় কোনটির প্রভাবে?
ক. আহ্নিক গতি খ. নিরক্ষরেখা
গ. বার্ষিক গতি ঘ. ঊর্ধ্বগতি
২. GIS কৌশলটির প্রথম ব্যবহার শুরু হয় কত সালে?
ক. ১৯৬৪ সালে খ. ১৯৬৫ সালে
গ. ১৯৬৭ সালে ঘ. ১৯৬৮ সালে
৩. ‘মহাবিষুব’ বলা হয় কোন দিনটিকে?
ক. ২১ মার্চ খ. ২২ জুন
গ. ২৩ সেপ্টেম্বর ঘ. ২৩ ডিসেম্বর
৪. মানচিত্রের ক্ষেত্রে বাংলাদেশে সাধারণত কোন স্কেলটি অনুসরণ করা হয়?
ক. ব্রিটিশ স্কেল খ. আমেরিকান স্কেল
গ. ফরাসি স্কেল ঘ. জাপানি স্কেল
৫. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
ক. বরেন্দ্র জাদুঘর এলাকা
খ. সোনারগাঁ জাদুঘর এলাকা
গ. নেত্রকোণার বিরিশিরি অঞ্চল
ঘ. সেন্টমার্টিন দ্বীপ
৬. বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতলতম তাপমাত্রা ধারণ করে?
ক. মেসোমণ্ডল খ. তাপমণ্ডল
গ. এক্সোমণ্ডল ঘ. স্ট্রাটোমণ্ডল
৭. ‘রামসার কনভেনশনে’ বাংলাদেশ কত সালে স্বাক্ষর করে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৯২ সালে
গ. ১৯৭৮ সালে ঘ. ১৯৮১ সালে
৮. নদীর জীবচক্রের শেষ পর্যায় কোনটি?
ক. সমগতি খ. ঊর্ধ্বগতি
গ. মধ্যগতি ঘ. নিুগতি
৯. ‘দুধসর’ কী?
ক. ধানের একটি স্থানীয় জাত
খ. পাটের একটি উন্নত জাত
গ. আলুর একটি স্থানীয় জাত
ঘ. আনারসের একটি উন্নত জাত
১০. বাংলাদেশের কতটি জেলায় রাষ্ট্রীয় বনভূমি নেই?
ক. ২৬ খ. ২৯ গ. ৩১ ঘ. ২৮
১১. নদীর অনেক বিস্তৃত মোহনাকে বলা হয়-
ক. খাড়ি খ. নদীগর্ভ
গ. মোহনা ঘ. নদী উপত্যকা
১২. মহাকাশে তারকার বিস্ফোরণকে কী বলে?
ক. ব্ল্যাকহোল খ. শ্বেতবামন
গ. সুপারনোভা ঘ. আলফা সেন্টুরি
১৩. ‘ভ্লাদিভস্টক’ শহরটি কোথায় অবস্থিত?
ক. জার্মানি খ. রাশিয়া
গ. ফ্রান্স ঘ. ইতালি
১৪. বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়?
ক. ট্রপোস্ফিয়ার খ. স্ট্রাটোস্ফিয়ার
গ. আয়োনোস্ফিয়ার ঘ. মেসোস্ফিয়ার
১৫. ‘জৈয়ন্তিকা পাহাড়’ কোথায় অবস্থিত?
ক. সিলেট খ. ময়মনসিংহ
গ. বান্দরবান ঘ. রাঙ্গামাটি
১৬. বাংলাদেশের ব্লু-ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
ক. ঘন ঘন বন্যা খ. সমুদ্র দূষণ
গ. ত্রুটিপূর্ণ সমুদ্র শাসন
ঘ. উপরের কোনটিই নয়
১৭. ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
ক. ব্রহ্মপুত্র নদী খ. পদ্মা নদী
গ. কর্ণফুলি নদী ঘ. মেঘনা নদী
১৮. পিনাটুবো পর্বত কোথায় অবস্থিত?
ক. ভারতে খ. বাংলাদেশে
গ. জাপানে ঘ. ফিলিপাইনে
১৯. পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত কিলোমিটার?
ক. ৪০,০৭৭ কিলোমিটার
খ. ৪২,০৭৭ কিলোমিটার
গ. ৪৩,০৭৭ কিলোমিটার
ঘ. ৪৫,০৭৭ কিলোমিটার
২০. ‘টপোগ্রাফিক মানচিত্র’ কী নামে পরিচিত?
ক. ভূসংস্থানিক মানচিত্র খ. মৌজা মানচিত্র
গ. দেয়াল মানচিত্র ঘ. ভূচিত্রাবলি মানচিত্র
উত্তর : ১গ ২ক ৩ক ৪ক ৫খ ৬ক ৭খ ৮ঘ ৯ক ১০ঘ ১১ক ১২গ ১৩ঘ ১৪গ ১৫ক ১৬ঘ ১৭ক ১৮ঘ ১৯ক ২০ক।
গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
