Logo
Logo
×

টিউটোরিয়াল

উক্তি: গৌতম বুদ্ধ

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* জগতে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না। এ জন্য প্রয়োজন মিত্রতা।

* অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সার্থক বাক্যই শ্রেয়- যা শুনে লোকে শান্তি পায়।

* যিনি অস্থিরচিত্ত, সত্যধর্ম সম্পর্কে অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই- তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না।

* মূর্খরাই শুধু অর্থ আর ধনচিন্তায় মগ্ন থাকে। সে যখন নিজেই নিজের না, তখন ওসব দিয়ে আর কী হবে?

* চিন্তার প্রতিফলন ঘটে প্রকৃতিতে। কেউ যখন মন্দ অভিপ্রায় নিয়ে কথা বলে বা কাজ করে দুঃখ তখন তার ভেতরে প্রবেশ করে। সুখ যায় তার বিপরীত জায়গায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম