নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
বিজ্ঞান * বাংলা দ্বিতীয়পত্র * হিসাববিজ্ঞান
প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|

বাংলা দ্বিতীয়পত্র
উজ্জ্বল কুমার সাহা
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
উপসর্গ
২০৭. উপসর্গের কাজ কী?
ক. বর্ণ সংস্করণ খ. যতি সংস্থাপন
√গ. নতুন অর্থবোধক শব্দ গঠন
ঘ. ভাবের পার্থক্য নিরূপণ
২০৮. কোনটির অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোক্তা আছে?
ক. শব্দ বিভক্তি খ. ক্রিয়া বিভক্তি
√গ. উপসর্গ ঘ. অনুসর্গ
২০৯. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক. ২০টি √খ. ২১টি
গ. ২২টি ঘ. ২৫টি
২১০. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
ক. আ, সু, অব, আড় খ. ফি, নি, বি, সু
√গ. অজ, অনা, আন, ইতি, পাতি
ঘ. কু, বি, প্র, নি
২১১. “আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে”- এখানে ‘অ’ কোন উপসর্গ?
ক. সংস্কৃত √খ. খাঁটি বাংলা
গ. বিদেশি ঘ. খাঁটি বাংলা ও সংস্কৃত
২১২. তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি?
ক. ১৯টি √খ. ২০টি
গ. ২১টি ঘ. ২২টি
২১৩. ‘নিদাঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি করেছে?
ক. গভীর খ. না
গ. অল্পতা √ঘ. আতিশয্যা
২১৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
√ক. বিশেষ খ. অভাব
গ. গতি ঘ. সাধারণ
২১৫. ‘সু’ উপসর্গ যোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
ক. সুনজর খ. সুদিন
গ. সুনাম √ঘ. সুকণ্ঠ/সুনীল
২১৬. বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি?
ক. প্রহার √খ. খাসকামরা
গ. আগ্রহ ঘ. উপকার
২১৭. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
ক. বাজে খরচ √খ. কারখানা/বদনাম
গ. আকণ্ঠ ঘ. অবগাহন
২১৮. ‘নিম্’ কোন ভাষার উপসর্গ?
ক. আরবি খ. হিন্দি
√গ. ফারসি ঘ. উর্দু
২১৯. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?
ক. ফারসি খ. উর্দু
√গ. আরবি ঘ. হিন্দি
হিসাববিজ্ঞান
মোহাম্মদ মনিরুজ্জামান সরকার
সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ মিরপুর, ঢাকা
পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য
১. উৎপাদন ব্যয়+বিক্রয় উপরিব্যয় =?
উত্তর : মোট ব্যয়
২. যেসব খরচ ক্রয়কৃত বা উৎপাদিত দ্রব্যের ওপর সুনির্দিষ্টভাবে আরোপ বা চিহ্নিত করা যায় না তাকে বলে- উত্তর : পরোক্ষ খরচ।
৩. বিক্রয় উপরিব্যয় কোনটি?
উত্তর : দোকানের ভাড়া/বিজ্ঞাপন।
৪. বিক্রয়কৃত পণ্যের পরিবহন খরচকে কী বলা হয়?
উত্তর : বহিমুখী বহন খরচ।
৫. উৎপাদন ব্যয়+বিক্রয় উপরিব্যয় =-?
উত্তর : মোট ব্যয়
৬. মোট ব্যয়+ মুনাফা = -?
উত্তর : বিক্রয়মূল্য।
৭. পণ্যের ক্রয়মূল্য বলতে বুঝায়-
উত্তর : পণ্যের প্রকৃত দাম ও ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ।
৮. যে খরচ পণ্য ক্রয় বা উৎপাদনের সঙ্গে সরাসরি জড়িত তাকে কী বলে?
উত্তর : প্রত্যক্ষ খরচ।
৯. পণ্যের ক্রয়মূল্যের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ খরচগুলো যোগ করলে পাওয়া যায়-
উত্তর : মোট ক্রয়মূল্য।
১০. মোট ক্রয়মূল্যের সঙ্গে মুনাফা যোগ করলে পাওয়া যায়- উত্তর : মোট বিক্রয়মূল্য।
১১. উৎপাদন ব্যয়ের উপাদানগুলোকে মোটামুটিভাবে ভাগ করা হয়- উত্তর : ছয় ভাগে।
১২. উৎপাদনের মোট ব্যয়ের এক একটি ভাগকে কী বলা হয়? উত্তর : উৎপাদন ব্যয়ের উপাদান।
১৩. প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ যোগ করলে পাওয়া যায়? উত্তর : মুখ্য ব্যয়।
১৪. পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি ও পরোক্ষ খরচ সমূহ যোগ করলে পাওয়া যায়?
উত্তর : মোট উপরিব্যয়।
১৫. মুখ্য ব্যয়ের সঙ্গে কারখানার উপরিব্যয় যোগ করলে পাওয়া যায়? উত্তর : কারখানা ব্যয়।
১৬. মেশিন চালনায় ব্যবহৃত গ্রিজ কী?
উত্তর : পরোক্ষ কাঁচামাল।
১৭. অফিস ভাড়া কী জাতীয় খরচ?
উত্তর : প্রশাসনিক উপরিব্যয়।
১৮. ক্রয় মূল্যের সঙ্গে ব্যবসায়ের অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করলে কী মূল্য পাওয়া যায়?
উত্তর : মোট ক্রয়মূল্য।
১৯. প্রত্যক্ষ ব্যয়গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর : তিন ভাগে।
২০. পণ্যের বিক্রয়মূল্য থেকে মোট মুনাফা বাদ দিলে তাকে বলা হয়-
উত্তর : মোট ব্যয়।
২১. ভাড়া, বেতন, কমিশন, স্টেশনারি, অফিস খরচ ইত্যাদি কোন খরচের উদাহরণ?
উত্তর : পরোক্ষ খরচের।
২২. মোট বিক্রয় মূল্য কোনটি?
উত্তর : মোট ব্যয়+লাখ।
২৩. কোনটি কারখানার উপরিব্যয়?
উত্তর : যন্ত্রপাতির অবচয়।
২৪. মুখ্য ব্যয় =?
উত্তর : প্রত্যক্ষ কাঁচামাল+প্রত্যক্ষ
২৫. বিজ্ঞাপন কী ধরনের খরচ?
উত্তর : পরোক্ষ খরচ।
২৬. কারখানা উপরিব্যয় + প্রশাসনিক উপরিব্যয় + বিক্রয় উপরিব্যয় =? উত্তর : মোট ব্যয়
২৭. উৎপাদিত পণ্যের সঙ্গে সরাসরি কর্মরত না থাকা সত্ত্বেও উৎপাদন কার্যক্রম চালু রাখার জন্য যাদের সেবা বা পরিশ্রম আবশ্যক তাদের মজুরিকে কী বলা হয়? উত্তর : পরোক্ষ মজুরি।
২৮. ব্যয় বিবরণীর দ্বিতীয় স্তর কোনটি?
উত্তর : কারখানার উৎপাদন ব্যয়।
২৯. অফিস আসবাবপত্রের অবচয় কোন ধরনের ব্যয়? উত্তর : প্রশাসনিক উপরিব্যয়।
উৎপাদন ব্যয় নিরূপণের প্রথম স্তর কোনটি?
উত্তর : মুখ্য ব্যয় নির্ধারণ।
৩০. কোনটি মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত?
উত্তর : প্রত্যক্ষ মজুরি।
৩১. শিক্ষানবিশ সেলামি একটি-
উত্তর : পরোক্ষ আয়।
৩২. উৎপাদন ব্যয় বিবরণীর শেষ স্তর কোনটি?
উত্তর : বিক্রয়মূল্য।
৩৩. কোন পণ্য বা সেবা প্রদান করতে বা সৃষ্টি করতে যে খরচ হয় তাকে বলে-
উত্তর : উৎপাদন ব্যয়।
৩৪. দোকান ভাড়া, বিক্রয়কর্মীর বেতন, অনাদায়ী পাওনা এগুলো কোন ধরনের ব্যয়?
উত্তর : বিক্রয় উপরিব্যয়।
৩৫. ‘কারখানার দারোয়ানের মজুরি’ কী ধরনের মজুরি?
উত্তর : পরোক্ষ মুজরি।
