|
ফলো করুন |
|
|---|---|
নয়নতারা একটি উদ্ভিদ, যা তার লালচে গোলাপি পাঁচ পাপড়ির ফুলগুলোর জন্য পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Catharanthus roseus। আদি নিবাস মাদাগাস্কার হলেও বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফ্রিকা মহাদেশসহ আরও বেশ কয়েকটি দেশে এর দেখা পাওয়া যায়। এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ। বর্ষজীবী। কখনো কখনো অনেক বছর বেঁচে থাকতেও দেখা যায়। এ ফুলে গন্ধ নেই। এদের বীজ চাষ করা হয়। বাগান করে চাষ করায় ফুলটির জনপ্রিয়তা রয়েছে। ফুল-ফলের বাগানে এমনকি বাসার ছাদে বা বারান্দায়ও এটি লাগানো যায়। গাছটির পাতা, ফুল ও ডালে বহু মূল্যবান রাসায়নিক উপাদান পাওয়া যায়। এ থেকে পাওয়া ভিনক্রিস্টিন ও ভিনব্লাস্টিন নামের উপ-ক্ষার দুটির লিউকেমিয়া রোগে বিশেষ ব্যবহার রয়েছে।
