|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যপর্যায়ে আরেক ধরনের দেশ আছে-যেগুলোকে বলা হয় উন্নয়নশীল দেশ। এসব দেশে মাথাপিছু প্রকৃত আয় উন্নত দেশগুলোর তুলনায় অনেক কম। উন্নয়নশীল দেশগুলোতে অনুন্নত অর্থনীতির অধিকাংশ বৈশিষ্ট্যই বিদ্যমান। এগুলোর মধ্যে রয়েছে কৃষি খাতের প্রাধান্য, শিল্প খাতের অনগ্রসরতা, ব্যাপক বেকারত্ব, পরিবহণ, যোগাযোগের অপর্যাপ্ততা, শিক্ষার নিম্নহার, মূলধন গঠন ও বিনিয়োগের নিম্নহার, নিম্ন মাথাপিছু আয় ও দারিদ্র্য, জনসংখ্যা বৃদ্ধির উচ্চহার ইত্যাদি। তবে অনুন্নত দেশগুলোর সঙ্গে এ দেশগুলোর পার্থক্য এই যে, এসব দেশ পরিকল্পিত উন্নয়ন কর্মসূচির মাধ্যমে দেশের প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যাকে ব্যবহার করে মোট জাতীয় উৎপাদন তথা মাথাপিছু প্রকৃত আয় বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এপ্রিল ২০২৩ উপাত্ত অনুযায়ী আমাদের দেশও উন্নয়নশীলদের তালিকায় রয়েছে।
