এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি
জীববিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা
জীবনীশক্তি
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭৬। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজনীয় হাইড্রোজেন আয়ন কী থেকে আসে?
উত্তর : পানি
৭৭। পাতার কোন অংশে ক্লোরোপ্লাস্ট সবচেয়ে বেশি?
উত্তর : প্যালিসাইড প্যারেনকাইমা অংশে
৭৮। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে? উত্তর : শ্বসন
৭৯। অক্সিজেন প্রাপ্যতার ভিত্তিতে শ্বসনকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে
৮০। শ্বেতসারের পরীক্ষা করার জন্য আয়োডিন দ্রবণের প্রয়োজন কত? উত্তর : ১%
৮১। ৫ কার্বন বিশিষ্ট রাইবুলোজ- ১, ৫ ডাই ফসপেটের সঙ্গে কার্বন-ডাই-অক্সাইড মিলিত হয়ে কী তৈরি করে?
উত্তর : কিটো এসিড
৮২। সাধারণ তাপমাত্রায় জীবদেহে দৈনিক কত ঘণ্টা শ্বসন প্রক্রিয়া ঘটে? উত্তর : ২৪ ঘণ্টা
৮৩। কোন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়?
উত্তর : শ্বসন
৮৪। অবাত শ্বসনের ধাপ কয়টি? উত্তর : ২টি
৮৫। সবুজ পাতা আয়োডিন দ্রবণে কী বর্ণ ধারণ করে?
উত্তর : নীল
৮৬। শ্বসন প্রক্রিয়া জীবকোষের কোথায় সংঘটিত হয়?
উত্তর : মাইটোকন্ড্রিয়াতে
৮৭। গ্লুকোজ + অক্সিজেন → কার্বন ডাইঅক্সাইড + A + শক্তি। বিক্রিয়াটির A স্থানে কী উৎপন্ন হয়?
উত্তর : পানি
৮৮। শ্বসনের সময় সৌরশক্তি কীরূপে উদ্ভূত হয়?
উত্তর : তাপ
৮৯। অ্যাসিটাইল কো-এ কত কার্বনবিশিষ্ট? উত্তর : ২
৯০। অবাত শ্বসন কোথায় সংঘটিত হয়?
উত্তর : সাইটোপ্লাজমে
৯১। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রক্রিয়ার নাম কী?
উত্তর : সবাত শ্বসন
৯২। সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?
উত্তর : ৪টি
৯৩। সবাত শ্বসনের ৪র্থ ধাপের নাম কী?
উত্তর : ইলেকট্রন প্রবাহতন্ত্র
৯৪। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক এসিড তৈরি হয়?
উত্তর : ২ অণু
৯৫। অবাত শ্বসন কাকে বলে?
উত্তর : যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয়ে থাকে তাকে অবাত শ্বসন বলে।
৯৬। সবাত শ্বসন কাকে বলে?
উত্তর : যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু জারিত হয়ে কার্বন-ডাই-অক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে।
৯৭। গ্লাইকোলাইসিস ধাপে কত অণু ATP অবশিষ্ট থাকে?
উত্তর : ২ অণু
৯৮। ক্রেবস চক্রে কয় অণু কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়? উত্তর : ৪ অণু
৯৯। ক্রেবস চক্রে কতটি ATP তৈরি হয়? উত্তর : ২৪টি
১০০। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়? উত্তর : ৪ অণু
১০১। ক্রেবস চক্র কত সালে আবিষ্কৃত হয়?
উত্তর : ১৯৩৭ সালে
১০২। অ্যাসিটাইল কো-এ সৃষ্টি পর্যায়ে মোট কতটি কার্বন- ডাই-অক্সাইড উৎপন্ন হয়? উত্তর : ২টি
১০৩। গ্লাইকোলাইসিসে কত অণু NADH + H+ উৎপন্ন হয়? উত্তর : দুই
১০৪। সবাত শ্বসনে সর্বমোট কতটি ATP উৎপন্ন হয়?
উত্তর : ৩৮টি
১০৫। শ্বসনের সময় অ্যাসিটাইল কো-এ কোথায় তৈরি হয়?
উত্তর : মাইটোকন্ড্রিয়াতে
১০৬। অ্যাসিটাইল কো-এ ধাপে কয়টি NADH₂ তৈরি হয়? উত্তর : ২টি
১০৭। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে? উত্তর : সাইটোপ্লাজমে
১০৮। সবাত শ্বসনের ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজ থেকে কতটি ATP উৎপন্ন হয়? উত্তর : ২৪টি
১০৯। সবাত শ্বসনে মোট কত অণু কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়? উত্তর : ছয় অণু
১১০। সবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
উত্তর : 686 k Cal/mol
১১১। অবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়?
উত্তর : 56 k Cal/mol
১১২। গ্লাইকোলাইসিস ধাপে কত অণু ATP অবশিষ্ট তাকে? উত্তর : ২ অণু
১১৩। ১ অণু FADH₂ = কত অণু ATP? উত্তর : ২ অণু
১১৪। মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনের কোন কোন ধাপের সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর : ৩য় ও ৪র্থ ধাপের
১১৫। গ্লুকোজের শ্বসনিক কোশেন্ট কত? উত্তর : ১
১১৬। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?
উত্তর : ২০ ডিগ্রি সে. থেকে ৪৫ ডিগ্রি সে.
১১৭। সবাত ও অবাত শ্বসনের প্রথম পর্যায়ের নাম কী?
উত্তর : গ্লাইকোলাইসিস
১১৮। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিণত করে? উত্তর : অ্যালকোহলে
১১৯। ক্রেবস চক্রের প্রথম পদার্থের নাম কী?
উত্তর : সাইট্রিক এসিড
১২০। ATP এর পূর্ণরূপ কী?
উত্তর : Adenosine Triphosphate
কৃষিশিক্ষা
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল
সোনারগাঁ
কৃষি উপকরণ
১। বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের শতকরা কত ভাগ মুক্ত জলাশয়?
ক. প্রায় ৬০ ভাগ খ. প্রায় ৭৭ ভাগ
গ. প্রায় ৮৮ ভাগ ঘ. প্রায় ৯৫ ভাগ
২। বাংলাদেশে অভ্যন্তরীণ জলাশয়ের মোট আয়তন কত?
ক. প্রায় ৪০ লাখ হেক্টর খ. প্রায় ৪৭ লাখ হেক্টর গ. প্রায় ৫০ লাখ হেক্টর ঘ. প্রায় ৫৪ লাখ হেক্টর
৩। বাংলাদেশে স্বাদুপানির মাছের মধ্যে চরম বিপন্ন প্রজাতির সংখ্যা কয়টি?
ক. ১২টি খ. ১৪টি গ. ২৮টি ঘ. ৩৪টি
৪। কোনটি ঝুঁকিপূর্ণ প্রজাতির মাছ?
ক. মহাশোল খ. কাজলি গ. পাবদা ঘ. টেংরা
৫। বাংলাদেশে উৎপাদিত মাছের শতকরা কত ভাগ সমুদ্র থেকে আহরিত হয়?
ক. ২০ ভাগ খ. ৩০ ভাগ গ. ৫০ ভাগ ঘ. ৮০ ভাগ
৬। বাংলাদেশে মোট কত প্রজাতির স্বাদুপানির মাছ রয়েছে?
ক. ২০০ খ. ২৪০ গ. ২৬০ ঘ. ২৮০
৭। যে প্রজাতি প্রাকৃতিক জলাশয় থেকে অচিরেই বিলুপ্ত হওয়ার ঝুঁকি মোকাবিলা করছে তাকে কী বলে?
ক. ঝুঁকিপূর্ণ প্রজাতি খ. বিপন্ন প্রজাতি
গ. ঝুঁকিমুক্ত প্রজাতি ঘ. চরম বিপন্ন প্রজাতি
৮। যে প্রজাতি অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার ঝুঁকি মোকাবিলা করছে তাকে কী বলে?
ক. ঝুঁকিপূর্ণ প্রজাতি খ. বিপন্ন প্রজাতি
গ. ঝুঁকিমুক্ত প্রজাতি ঘ. চরম বিপন্ন প্রজাতি
৯। চরম বিপন্ন প্রজাতির মাছ হলো-
i. সরপুঁটি ii. মহাশোল iii. বাঘাআইড়
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
১০। দেশের বিভিন্ন নদ-নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে কতটি অভয়াশ্রম পরিচালিত হচ্ছে?
ক. ৩০০টির মতো খ. ৪০০টির মতো
গ. ৫০০টির মতো ঘ. ৬০০টির মতো
১১। বিপন্ন প্রজাতির মাছের মধ্যে উল্লেখগুলো হলো-
i. রানি ii. গুলশা iii. পাবদা
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
১২। অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে বর্তমানে কী পরিমাণ মাছ উৎপাদিত হচ্ছে?
ক. ৩৫% খ. ৪৫% গ. ৫৫% ঘ. ৬৫%
১৩। বাংলাদেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের ক্ষেত্রগুলো-
i. নদ-নদী ii. সুন্দরবনের জলাভূমি iii. কাপ্তাই লেক
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
১৪। মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রবর্তিত হয়?
ক. ১৯২০ খ. ১৯৪০ গ. ১৯৫০ ঘ. ১৯৬০
১৫। ইলিশ প্রজনন ক্ষেত্রগুলোতে প্রতি বছর কোন সময়ে ইলিশ ধরা নিষিদ্ধ?
ক. ১০-১৫ অক্টোবর খ. ১৫-২৪ অক্টোবর
গ. ১২-২০ নভেম্বর ঘ. ২০-২৮ সেপ্টেম্বর
১৬। প্রতি বছর ২৩ সেন্টিমিটারের নিচের আকৃতির রুই, কাতলা, মৃগেল ধরার নিষিদ্ব সময় কোনটি?
ক. জানুয়ারি-এপ্রিল খ. মার্চ-জুলাই
গ. ফেব্রুয়ারি-জুন ঘ. জুলাই-ডিসেম্বর
১৭। মৎস্য সংরক্ষণ আইন প্রথমবার ভঙ্গকারীর সাজা কত মাস?
ক. ১-৬ মাস খ. ২-৮ মাস
গ. ৩-৯ মাস ঘ. ৬-১২ মাস
১৮। কী পরিমাণ বা তার চেয়ে কম দৈর্ঘ্যরে ফাঁস বিশিষ্ট জালকে কারেন্ট জাল বলা হয়?
ক. ৩ সে.মি. খ. ৪ সে.মি.
গ. ৪.৫ সে.মি. ঘ. ৫.৫ সে.মি.
১৯। ইলিশের ক্ষেত্রে জাটকার পরিমাপ ধরা হয়-
i. ২৩ সে.মি.-এর কম ii. ২৩ সে.মি.-এর বেশি iii. ৯ ইঞ্চির কম
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
২০। পারিবারিকভাবে খোঁয়াড়ে শুধু রাতে আশ্রয়ের জন্য কয়টি হাঁস-মুরগি পালন করা যায়?
ক. ৩-১০টি খ. ৪-১২টি
গ. ৫-১০টি ঘ. ১০-১৫টি
২১। পাখির বাসস্থান তৈরির উদ্দেশ্য হতে পারে-
i. আরামদায়ক পরিবেশ সৃষ্টি করা
ii. খারাপ আবহাওয়ায় রাখা
iii. চোরের হাত থেকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii, iii
২২। সদ্য ফোটা বাচ্চাদের জন্ম থেকে ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত কৃত্রিমভাবে যে ঘরে রাখা হয় তাকে কী বলে?
ক. ব্রুডার ঘর খ. গ্রোয়ার ঘর
গ. ব্রয়লার ঘর ঘ. হ্যাচারি ঘর
২৩। ছাদের ডিজাইনের ওপর ভিত্তি করে কয় ধরনের মুরগির ঘর বেশি দেখা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
২৪। হাঁস-মুরগির ঘরের দরজা কোন দিকে থাকতে হবে?
ক. উত্তর দিকে খ. দক্ষিণ দিকে
গ. পূর্ব দিকে ঘ. পশ্চিম দিকে
২৫। ডিম উৎপাদনকারী হাঁস-মুরগিকে কত সপ্তাহ পর্যন্ত পালন করা হয়?
ক. ২০-৪০ সপ্তাহ খ. ২১-৫২ সপ্তাহ
গ. ২১-৭২ সপ্তাহ ঘ. ২৫-৭৫ সপ্তাহ
উত্তর : ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.ক ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ঘ ১০.গ ১১.খ ১২.ক ১৩.ঘ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.ঘ ২১.খ ২২.ক ২৩.ক ২৪.খ ২৫.গ।
